কিভাবে ওয়ার্ডপ্রেস ইন্সটল করবেন ?

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আজকে আমি আপনাদের সামনে গল্পে গল্পে সেমরাস দিয়ে কিভাবে নিস সাইট এর জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারেন ? সে সম্পরকে আলোচনা করবো । বন্ধুরা গত পর্বগুলোতে আমরা জেনেছিঃ
এসই ও কি?
• এসই ও কেন করবেন?
কিভাবে গুগল তার সার্চ রেজাল্ট দেখায় ?
• রাঙ্কিং ফ্যাক্টর কি?
• অ্যালগোরিদম কি?
• এসই ও কত প্রকার ও কি কি?
• ব্ল্যাক হ্যাট এসই ও কি?
• হোয়াইট হ্যাট এসই ও কি?
• গ্রে হ্যাট এসই ও কি?
• অন পেজ এসইও কি?
• অফ পেজ এসইও কি ?
• কিওয়ার্ড রিসার্চ কি, কিভাবে গুগল কিওয়ার্ড প্লানার ইউস করে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন
• সেমরাস দিয়ে কিভাবে ইউস করে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন
• সেমরাস দিয়ে কিভাবে নিস সাইট এর জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারেন

তো যাওয়া যাক আমাদের আজকের পর্বে ।

করিম তারপরের দিন গেল আইটি এক্সপার্ট ভাই এর কাছে কিভাবে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে পারা যায় তা নিয়ে জানবার জন্য ।

করিমঃ ভাই ভাল আছেন?

আইটি এক্সপার্টঃ জি ভাল আছি, আপনি ভাল আছেন তো?

করিমঃ ভাই আমি ডোমেইন ও হোস্টিং কিনলাম, এবার কিভাবে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে পারি?

আইটি এক্সপার্টঃ আসেন তাহলে আমরা শিখি কিভাবে ওয়ার্ডপ্রেস ইন্সটল করা যায় ।

প্রথমে আমরা ম্যানুয়াল সিস্টেমে করা শিখবো । তারপর সফটওয়্যার ইনস্টল করে দেখবো।

আজ আমি আপনাকে দেখাবো কি করে সি প্যানেল এ ওয়ার্ডপ্রেস ম্যানুয়ালি ইনস্টল করতে পারেন। প্রথমে আমরা wordpress.com থেকে ডাউনলোড করে নিবেন। তবে খেল রাখবেন ডাউনলোডকৃত ফাইলটি অবশ্যই লেটেস্ট ভার্সন হয়ে থাকে। তারপর আপনি আপনার হোস্টিং প্যানেল এ তা আপলোড করে দিন।

হোস্টিং প্যানেল এ প্রবেশ করার জন্য আপনি ডোমেইন নামের সাথে স্ল্যাশ (/) সিপ্যানেল লিখলেই সিপ্যানেল এর লগইন পেজ চলে আসবে। আপনি হোস্টিং এর ইউসার ID ও পাসওয়ার্ড দিয়ে সহজেই লগইন করে নিবেন।

লগইন করে ফেলে আপনি ফাইলস সেকশন থেকে ফাইল ম্যানেজার এ যাবেন ওই খানে আপনি public_html ডিরেক্টরিতে যাবেন। তারপর ডাউনলোড করা ওয়ার্ডপ্রেস ফাইল টি আপলোড করে দিবেন। আপলোড করার আগে আপনি আপলোড বাটন এ ক্লিক করবেন। ফাইল সিলেক্ট করে নিবেন তারপর আপনার কাক্ষিত ফাইলটি সিলেক্ট করে ফাইলটি আপলোড করে দিবেন। আপলোড শেষ হলে আপনি রিলোড করবেন তারপর ইনস্টলেশন ফাইলটি আপনি zip আকারে পাবেন ওই ফাইলটি আপনি unzip করে নিবেন এবং এক্সট্র্যাক্ট করে নিবেন। তারপর ওয়ার্ডপ্রেস ফাইল এ যাবেন আর ইনস্টলেশন রান করবেন। একটা ডাটাবেস ক্রিয়েট করে নিবেন।  Database এর তথ্যগুলো  wp_config_sample.php এই ফাইলটিতে ইনপুট দিতে হবে।    

ওয়ার্ড প্রেস অ্যাডমিন প্যানেল এ যেয়ে ইউসার নাম ক্রিয়েট করবেন পাসওয়ার্ড জেনারেট করবেন আপনার মেইল ID দিবেন তারপর সেভ বাটন এ ক্লিক করলেই সাকসেস লিখা আসবে। এখন আপনি আপনার ওয়ার্ড প্রেস ইউসার প্যানেল এ ঢুকতে প্রস্তুত।

এখন আপনি আপনার সোমাই নাম স্ল্যাশ (/) wp-admin দিলেই ওয়ার্ডপ্রেস এর লগইন ড্যাশবোর্ড চোলে আসবে। আপনি লগইন ইউসার ID পাসওয়ার্ড দিয়ে খুব সহেজে ঢুকে যেতে পারবেন। 

 বিকল্প পন্থা:

এইটা আরো একটা উপায় ওয়ার্ডপ্রেস ম্যানুয়ালি ইনস্টল করার। প্রথমে আপনি আপনার হোস্টিং এর সিপ্যানেলে যাবেন । তারপর লগ ইন করবেন আপনার ইউজার নাম ও পাসওয়ার্ড দিয়ে । তারপর নিচের ছবিটি লক্ষ্য করুন –

wordpress bangla
  • Save

দেখানো বক্সে আপনি ক্লিক করুন । তারপর নিচের ছবিটি লক্ষ্য করুন –

install wp bangla
  • Save

চাইলে আপনি ইন্সটল বাটন ক্লিক করে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে পারেন বা আপনার আগে ডাউনলোড করা থাকলে তা ইমপোর্ট বাটনে ক্লিক করে আপলোড করে আপনি ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে পারেন ।

তারপর নিচের ছবিটি লক্ষ্য করুন –

how to install wordpress bengali
  • Save

তারপর আপনি যে ডোমেইনে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে চান তার নাম দিন ।

তারপর নিচের ছবিটি লক্ষ্য করুন –

cpanel wp bangla
  • Save

এরপর আপনি অ্যাডভান্স অপশনে ক্লিক করুন তাহলে এমন একটা উইন্ডো দেখতে পাবেন ।
১ম দেখানো জাইগায় আপনার ওয়েবসাইট এর জন্য টাইটেল দিবেন ।
২য় দেখানো জাইগায় আপনার ওয়ার্ডপ্রেস অ্যাডমিন এর ইউজার নাম দিন ।
৩য় দেখানো জাইগায় আপনার আপনার অ্যাডমিন পাসওয়ার্ড দিন ।
তারপর ছবির দেখানো জাইগা গুলোতে ক্লিক করুন।
সবার শেষে ইন্সটল নাউ বাটন চাপুন আপনার ওয়েবসাইট এর জন্য ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে।

তারপর আপনাকে কিছু সময় পর এমন একটা উইন্ডো দেখাবে –

cpanel wp bengali tutorial
  • Save

মানে হইতেছে আপনার ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইন্সটল হয়ে গিয়েছে। চাইলে আপনি আপনার ওয়েবসাইট এর wp-admin এ অ্যাক্সেস করতে পারবেন ।

এভাবে আপনি আপনার ওয়েবসাইট এর জন্য ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে পারেন ম্যানুয়াল সিস্টেমে ।

করিমঃ ভাই এটা তো অনেক কঠিন হইয়া গেল, সহজ কোন সিস্টেম শিখান ভাই!

আইটি এক্সপার্টঃ ভাই আমি এখন যেটা দেখাবো এটা সহজ ও আজকাল সবাই ইউস করছে । আপনাকে এটার জন্য প্রথমে আপনি আপনার হোস্টিং এর সিপ্যানেলে যাবেন । তারপর লগ ইন করবেন আপনার ইউজার নাম ও পাসওয়ার্ড দিয়ে । তারপর নিচের ছবিটি লক্ষ্য করুন –

cpanel wp tutorial in bangla
  • Save

আপনি সিপ্যানেল দিয়ে নিচের দিকে আসলে দেখতে পাবেন লাল বক্স এর জাইগায় ঐখানের ওয়ার্ডপ্রেস নামক অপশনে ক্লিক করবেন ।
তারপর আপনি নিচের দিকে দেখবেন ওয়ার্ডপ্রেস ইন্সটালার নামক একটা বক্স রয়েছে তাতে ক্লিক করবেন ।

তারপর নিচের ছবিটি লক্ষ্য করুন –

bangla seo wp
  • Save

লাল সাইন দেখান ইন্সটল বাটন ক্লিক করুন ।
তারপর আপনাকে ইন্সটালার প্রশ্ন করবে আপনি কি ভার্সন ইউস করবেন http://,www,https:// ইত্যাদি থেকে আপনাকে একটা বাছাই করবেন ।

তারপর নিচের ছবিটি লক্ষ্য করুন –

wordpress bangla
  • Save

এরপর আপনি আপনার ওয়েবসাইট এর জন্য টাইটেল দিবেন ।
তারপর সাইট এর বর্ণনা করবেন যে এটা কি নিয়ে বানানো ওয়েবসাইট ।তারপরের বক্সে আপনার ওয়ার্ডপ্রেস অ্যাডমিন এর ইউজার নাম দিন । ।তারপরের বক্সে আপনার আপনার অ্যাডমিন পাসওয়ার্ড দিন । ।তারপরের বক্সে আপনি আপনার ইমেইল অ্যাড্রেস দিবেন ।

তারপর নিচের ছবিটি লক্ষ্য করুন –

bangla wordpress
  • Save

তারপর আপনি একটু নিচের দিকের এই জাইগা গুলোতে কাজ করতে হবে।
১ম বক্স দিয়ে বলে দিবেন যে আপনার ওয়েবসাইট কি ভাষার।
তারপরে আপনি লাল সাইন দেয়া জাইগান ইন্সটল বাটন ক্লিক করবেন ।

তারপর দেখবেন এমন একটা উইন্ডো আপনাকে দেখাবে –

installing wordpress bangla tutorial nshamim
  • Save

আপনার ওয়ার্ডপ্রেস ইন্সটল হচ্ছে এখন।

তারপর কিছু সময় পার হবার পরে আপনাকে বলবে যে আপনার ওয়ার্ডপ্রেস ইন্সটল সফল হয়েছে। তার চেহারা এমন হবে –

wordpress fresh bengali
  • Save

কি ভাই বুঝতে পারছেন কিভাবে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে হয় ।
করিমঃ ভাই জি বুঝতে পারছি। ভাই আজ তাহলে আসি ।
আইটি এক্সপার্টঃ আল্লাহ হাফেজ ।

নাসির উদ্দিন শামীম
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap