ওয়ার্ডপ্রেস রেকমেন্ডেড প্লাগিন

আমরা যারা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে তৈরী করে থাকি তাদের জন্য প্লাগিন অনেক গুরুত্বপূণ ইস্যু। প্লাগিন যদি ঠিক মতন নিধারণ না করতে পারেন তাহলে আপনার পুরো ওয়েবসাইট এ এর প্রভাব পড়তে পারে। তাই আজ কিসু গুরুত্তপুন্ন প্লাগিন নিয়ে আজ কথা বলবো।

(১) Hummingbird : আপনার সাইট এ ভিসিটর ৮ সেকেন্ডের চাইতে বেশি সময় সাইট লোড হতে লাগলে  ভিসিটর ওই সাইট এ ঢুকতে চায় না। তাই লোডিং স্পিড বাড়ানোর জন্য Hummingbird অনেক বড় অবদান রাখে।

(২) W3 Total cache: W3 total cache ক্যাশ প্লাগিনটি আপনার সাইট এর লোডিং স্পিড বাড়াবে সাইটকে ইউসার ফ্রেইন্ডলী করে তুলবে।

(৩) Jetpack: জেটপ্যাক প্লাগিনটা সিকিউরিটি বাড়ায়, সাইট এর পারফরমেন্স বাড়ায়। অতিরিক্ত ফিচারস গুলোর মধ্যে স্প্যাম ফ্রি কমেন্ট, সোশ্যাল শেয়ার রিলেটেড পোস্ট স্বয়ংক্রিয়ভাবে চেক করে দেয়।

(৪) contact 7: কন্টাক্ট ৭ নামের প্লাগিনটি আপনার কন্টাক্ট পেজকে যেকোনো ভাবে ডিসাইন করতে সহায়তা করে থাকে।

(৫) Really simple SSL : আপনার ওয়েবসাইট এ SSL বসানোর পর Really simple SSL টি প্রতিটি পেজ এর SSL বসতে নিশ্চিত করে।

(৬) All in one schema.org Rich snippet : এই প্লাগিনটি মাধ্যমে আপনি সহজেই আপনার ওয়েবসাইট এ যেকোনো পেজ বা পোস্ট এ রেটিং বসাতে পারবেন।

(৭) WP rocket : WP Rocket আপনার পেজ লোডিং খুব ফাস্ট কে দিবে। ইউসার অভিজ্ঞতা ভালো করবে।

(৮)WP Smush : এই প্লাগিনটি আপনি খুব সহজেই ইমেজ কমপ্রেস করতে পারবেন। ইমেজ কম্প্রেসের মাধ্যমে আপনার সাইট এর লোডিং স্পিডও বেড়ে যাবে।

(৯)Table of content plus: এই প্লাগিনটি আপনার কনটেন্ট এর হেডার থেকে পয়েন্ট আকারে সুচির মতন দেখাবে। যেটা আপনার ট্রাফিকে কনটেন্ট সম্পর্কে একটা ওভারভিউ দিতে সহায়তা করে।

(১০) Yoast SEO : আমরা যারা ওয়ার্ডপ্রেসে সাইট তৈরী করি তাদের জন্য Yoast SEO প্লাগিন খুবই গুরুত্বপুণ্য। এই প্লাগিনটি আপনার অন পেজ SEO’র অনেক কাজেই এই প্লাগিনটি করে দেয়।

(১১)Woo commerce : যারা ই-কমার্স সাইট করতে চান তারা woo commerce প্লাগিনটি ব্যবহার করতে পারেন।

(১২) AMP প্লাগিন : যদিও এখন বেশিরভাগ থিম মোবাইল রেস্পন্সিভ তারপরেও অনেক সময় AMP প্লাগিনটা মোবাইল রেস্পন্সিভ সাইট এর জন্য দরকার হয়। এই প্লাগিনটি অনেক কাযকর একটা প্লাগিন ওয়ার্ডপ্রেসের জন্য।

(১৩) Akismat: এই প্লাগিনটি আপনার সাইটকে স্প্যামিং থেকে রক্ষা করবে। এটি আন্টি-স্প্যামিং প্লাগিনও বলা যায়।   

(১৪) Sumo me : এই প্লাগিনটি আপনার সাইট এ সোশ্যাল শেয়ার বাটন এর জন্য দরকারি। যেকোনো সাইড এ সোশ্যাল শেয়ার বাটন এই লুগিন ব্যবহার করে দিতে পারবেন।

(১৫) Updraft plus : এই প্লাগিনটি দিয়ে আপনি আপনার ওয়েবসাইট এর ব্যাকআপ নিতে পারেন। যার ফলে আপনার সাইট এ কোন ক্ষতি হলে তখন এই ব্যাকআপ কাজে দিবে।

আমরা যেসব প্লাগিন সাধারণত ব্যবহার করে থেকেই তাই আলোচনায় আনলাম। এছাড়াও আরো অনেক প্লাগিন আছে যা কিনা আপনার প্রয়োজন ব্যবহার করতে পারেন।

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

2 thoughts on “ওয়ার্ডপ্রেস রেকমেন্ডেড প্লাগিন”

  1. যেসমস্ত প্লাগিনের কথা বলেছেন এসকল প্লাগিন একসাথে ব্যবহার করলে সাইট স্লো হয়ে যাবে নাতো? বা কোন সমস্যা হবে কি?

    Reply
    • সব তো আপনার লাগবে না। আপনার যেগুলো প্রয়োজন সেগুলোই ইউজ করবেন শুধু।

      Reply

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap