গুগল অ্যাডসেন্স বা অ্যামাজন এফিলিয়েট – যেটাই করি না কেন আমরা – আপনার টার্গেট নিসটা YMYL ক্যাটাগরিতে পড়েছে কিনা ভালো করে দেখে নিবেন।YMYL মানে হচ্ছে – Your Money or Your Life – মানে আপনার সাইটের টপিক বা ইনফরমেশন যদি এমন হয় যেটা একজন মানুষের স্বাস্থ্য, অর্থনৈতিক সমস্যা বা সমাধানের কারণ কিংবা সুখ-দুঃখের কারণ হয় – তাহলে গুগল এইসব জায়গায় একটা এক্সপার্ট অপিনিয়ন বা প্রুভেন এক্সপার্ট এর ব্লগ আসা করে।
কারণ, আপনার লেখা পড়ে কেউ অসুস্থ হয়ে যেতে পারে বা কারো বিজনেসে লস হয়ে যেতে পারে বা কেউ বাজে প্রোডাক্ট চুজ করে ফেলতে পারে বা কারো সংসার ভেঙ্গে যেতে পারে।

আবার যদি অলরেডি আপনার নিসটা YMYL এর অন্তর্ভুক্ত হয়ে থাকে – তাহলে কিভাবে আপনার অথর প্রোফাইলকে একজন এক্সপার্ট বানানো যায় বা কি করলে আপনার অথরের E.A.T. বাড়বে সেটা নিয়ে পড়াশুনা করুন।
একটা YMYL নিস-লিস্টঃ
- International Events
- Business
- Politics
- Science
- Technology (Hacking or Cracking specifically)
- Law
- Government & Civics Issue
- Divorce, Adoption & child
- Loans
- Banking
- Investment
- Taxes
- Retirement Planning
- Shopping Decisions Maker (A review site? – maybe)
- Health
- Safety instructions
- Drugs
- Hospitals
- Dangerous activities like Bungee Jumping
- Race of a group of people
- Nutrition
- Housing information
- Degree or Choosing a college
- Finding a job
এইগুলা গুগল কোয়ালিটি সার্চ রেটার পিডিএফ এ পেয়েছি। সুতরাং এর বাইরেও অনেক কিছু থাকতে পারে যেটা গুগল ডিসক্লোজ করে নাই এখনো। তবে স্বাস্থ্য, অর্থনৈতিক সমস্যা বা সমাধানের কারণ কিংবা সুখ-দুঃখের কারণ এই কয়েকটা নিস ঐ টপিকে এক্সপার্ট না হলে সিলেক্ট করা যাবে না – এইটা মাথায় রাখলেই আর কোন সমস্যা হওয়ার কথা না।
ভালো থাকবেন সবাই।
- এসইও (SEO) কি ওয়েব থ্রি (Web 3.0) যুগে থাকবে? নাকি হারিয়ে যাবে? - May 15, 2022
- ব্ল্যাক ফ্রাইডে ছাড় ২০২১ (মার্কেটার এবং ব্লগারদের জন্যে যত টুলস) - November 24, 2021
- গুগল স্প্যাম আপডেট – নভেম্বর ২০২১ টা কি এবং কি কি স্প্যাম উপেক্ষা করতে হবে? - November 6, 2021
Thanks Shamim bhai for details about YMYL.