Ezoic একটি অটোমেটেড ওয়েবসাইট টেস্টিং প্ল্যাটফর্ম যা ওয়েবসাইটগুলিকে ট্র্যাফিক বৃদ্ধি করতে এবং শত শত এডস এর লোকেশন ও ডিসাইন গুলির পরীক্ষা করে আয় বাড়াতে সহায়তা করে। Ezoic তাদের ওয়েব পাবলিশারদের তাদের ওয়েবসাইট এ সেবা প্রদান করে থাকে যাতে তারা তাদের সার্বিক এক্সপেরিয়েন্স উন্নত করতে পারে।
Ezoic এর জন্য কি AdSense একাউন্ট থাকতে হয় ?
Ezoic এর জন্য সাইন আপ করার জন্য আপনার AdSense অ্যাকাউন্টের কোনো প্রয়োজন নেই; যাইহোক, যদি কোনও সাইট অ্যাডসেন্স ব্যবহার না করে তবে তাদের Ezoic এর এডস পলিসি এবং Google এর এডস পলিসি মেনে চলতে হবে।
প্রতি ক্লিকে Ezoic কত পে করে ?
Ezoic ১০০০ ভিউতে $১০-৪০ এভারেজ পে করে। টোটাল ইনকাম ডিপেন্ড করে নিস, এডস ডিসপ্লে নাম্বার, ট্রাফিক এর লোকেশন, বছরের সময়, বাউন্স রেট, পেজ সেশন এর উপর কিন্তু যদি আপনার Ezoic প্রিমিয়াম থাকে তবে প্রতি হাজার ভিউতে সব থেকে বেশি পে করে থাকে।
এডস নেটওয়ার্ক হিসেবে ezoic কেমন ?
ezoic এডসেন্স থেকে ভালো আর্নিং দেয়। তাদের আরপিএম গুগল এডসেন্স থেকেও ভালো। তাই আপনি প্রতি হাজার এড ইম্প্রেশন এ ভালো একটা আর্নিং এর তফাৎ দেখতে পারবেন। Ezoicকে তার AI এর মাধ্যমে এডস প্লেসমেন্ট টেস্টিং এর মাধ্যমে আয় ও UX বাড়াতে সহায়তা করে থাকে। সার্বিক দিন বিবেচনা করলে Ezoic বেশ ভালো এড নেটওয়ার্ক এডসেন্স থেকে।
কেস স্টাডি
Ezoic নিয়ে কেস স্টাডি দেখে নিন; https://nshamim.com/case-study-on-100-dollars-per-day-online/
- অনলাইন ক্যারিয়ার গড়তে হলে সাপোর্ট কতটা ইম্পরট্যান্ট ? - December 2, 2022
- ২০২৩ এসইও কেমন হবে ?প্রেডিকশন। - December 1, 2022
- লাস্ট গুগল আপডেট এরপর আমি ১০০+ অডিট করতে যেয়ে, যে যে সমস্যা গুলা পেয়েছি। - November 30, 2022