ফ্রী কিওয়ার্ড পজিশন ট্র্যাকার

হাই বন্ধুরা , কেমন আছো, নিশ্চয়ই ভাল আছো । আজকে তোমাদের সামনে আমি যেই ব্যাপারে আলোচনা করবো তা হচ্ছে কিভাবে করে আপনি আপনার ওয়েবসাইট এর কিওয়ার্ড পজিশন ট্র্যাক করতে পারবেন। তো যাওয়া যাক আমাদের আজকের পর্বে ।

আপনি যদি  একজন এসইও এক্সপার্ট তাহলে জানেন যে কিওয়ার্ড এর পজিশন আমাদের চেক করার কি অপরিসীম প্রয়োজনীয়তা । আসলে আমরা যাই করি না  কেন আমরা চাই কিওয়ার্ড রাঙ্ক করুক এটাই আমাদের মুল লক্ষ্য উদ্দেশ্য । সেই কিওয়ার্ড ট্র্যাক করা নিয়ে আমরা এক এক সময় এক এক টুলস ইউস করি । কিন্তু জানি না কোন টা কেমন । তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি  কিওয়ার্ড  ট্র্যাক করার কিছু বেস্ট টুলস ।

# serplab

https://www.serplab.co.uk/

আসুন  আমরা কিছু জানি এই টুলস সম্পরকে । এটি একটি ফ্রী টুলস । এর মাধ্যমে আপনি আপনার  ৫০ টি ওয়েবসাইট এর কিওয়ার্ড ট্র্যাক করতে পারবেন ।

এডিটর রেটিংঃ ৭/১০ ।

# searchenginegenie

https://www.searchenginegenie.com/google-rank-checker.html

আসুন  আমরা কিছু জানি এই টুলস সম্পরকে । এটি একটি ফ্রী টুলস । এর মাধ্যমে আপনি আপনার  ১ টি ওয়েবসাইট এর কিওয়ার্ড ট্র্যাক করতে পারবেন ।  তবে বাঙালি বুদ্ধি আছেনা  আপনি অনেক গুলো আইডি দিয়ে আপনার একাধিক ওয়েবসাইট হইলে ইউস করতে পারেন ।

এডিটর রেটিংঃ ৬/১০ ।

# SEOCentro

http://www.seocentro.com/…/search-eng…/keyword-position.html

আসুন  আমরা কিছু জানি এই টুলস সম্পরকে । এটি একটি ফ্রী টুলস । এর মাধ্যমে আপনি আপনার  ১ টি ওয়েবসাইট এর কিওয়ার্ড ট্র্যাক করতে পারবেন ।  তবে বাঙালি বুদ্ধি আছেনা  আপনি অনেক গুলো আইডি দিয়ে আপনার একাধিক ওয়েবসাইট হইলে ইউস করতে পারেন ।  এর আলাদা একটা বৈশিষ্টতা আছে । চাইলে  ওদের একটা কোড এনে আপনার ওয়েবসাইট এর বডি ট্যাগ এর  মাঝে বসিয়ে ও অনেক নিরভুল ভাবে ট্র্যাক করতে পারবেন ।

এডিটর রেটিংঃ ৫/১০ ।

# Moonsy

https://moonsy.com/google-keyword-rank-checker/

আসুন  আমরা কিছু জানি এই টুলস সম্পরকে । এটি একটি ফ্রী টুলস । এর মাধ্যমে আপনি আপনার  ১ টি ওয়েবসাইট এর কিওয়ার্ড ট্র্যাক করতে পারবেন ।

এডিটর রেটিংঃ ৪/১০ ।

# Serps

https://serps.com/tools/rank-checker/

আসুন  আমরা কিছু জানি এই টুলস সম্পরকে । এটি একটি ফ্রী টুলস । এর মাধ্যমে আপনি আপনার  ১ টি ওয়েবসাইট এর কিওয়ার্ড ট্র্যাক করতে পারবেন ।  এটি এর আর একটা এক্সট্রা ফিচার আছে তা হচ্ছে চাইলে এটা দিয়ে আপনি আপনার ইয়ান্দেক্স এর কিওয়ার্ড এর পজিশন ও জানতে পারবেন ।

এডিটর রেটিংঃ ৩/১০ ।

# SmallSeoTools

http://smallseotools.com/keyword-position/

আসুন  আমরা কিছু জানি এই টুলস সম্পরকে । এটি একটি ফ্রী টুলস । এর মাধ্যমে আপনি আপনার  ১ টি ওয়েবসাইট এর কিওয়ার্ড ট্র্যাক করতে পারবেন ।

এডিটর রেটিংঃ ১/১০ ।

#SEMRush: এই টুলসটির মাধ্যমে আপনি আপনার কীওয়ার্ড রাঙ্কিং ট্র্যাক করতে পারবেন। এটি শুধু কীওয়ার্ড ট্র্যাকিংই বা পসিশন না আপনি এর মাধ্যমে কম্পেটিটরদের রাঙ্কিং কীওয়ার্ড মাল্টিপল ক্যাম্পিং, লোকাল নির্দিষ্ট ডাটা দিতে পারে লোকাল এসইও জন্য।

https://www.semrush.com/

#SERPWatcher: টুলটির মাধ্যমে আপনি সহজেই আপনি আপনি কীওয়ার্ড এর রাঙ্ক ট্র্যাক করতে পারবেন শতভাগ সঠিকতার সাথে। যে কোনো দেশকে টার্গেট করে আপনি কীওয়ার্ড রাঙ্ক চেক করতে পার্ববেন। ফ্রীতে আপনি ৩ তা কীওয়ার্ড পজিশন ট্র্যাক করতে পারেন।

https://serpwatcher.com/

#CleverStat SERP Checker: এই টুলসটি একদম ফ্রি ও খুব সাধারণ একটা ট্র্যাকিং টুলস গুগল এর জন্য। আপনি ডোমেইন নাম ইনপুট দিবেন সাথে আপনার কীওয়ার্ড দেবেন এবং পসিশন রেঞ্জ দিয়ে দিবেন তাহলেই আপনার কাঙ্খিত ফল পেয়ে যাবেন।

http://cleverstat.com/serp-checker

#Google Keyword Rank Checker by Allorank: এই টুলসটি দিয়ে আপনি ১৫ টি পর্যন্ত কীওয়ার্ড ট্র্যাকিং এর কাজ করতে পারবেন। এর কিছু অসাধারণ বৈশিষ্ট জন্য এটি অসাধারণ। যেমন : ডোমেইন নাম, দেশ, আপনার কীওয়ার্ড, ভাষা দিবেন আপনার ঐ অনুযায়ী কীওয়ার্ড ট্র্যাক করে দিবে।

http://www.allorank.com/check-position

#Ahrefs: এই টুলস তা যদিও পেইড তবুও এটি সবচাইতে সেরা টুলস গুলোর মধ্যে। এই টুলস দিয়ে শুধু পসিশন ট্র্যাক নয় আরো অনেক কাজ করা যায়। যেমন কম্পেটিটর এনালাইসিস, টপ ১০ টা ওয়েবসাইট ঐ কীওয়ার্ড এর এই ছাড়াও আপনি ব্যাকলিংক বিশ্লেষণ ও কীওয়ার্ড সার্চ ভলিউম গুলো সহজেই করতে পারবেন।

https://ahrefs.com/

আপনার যে কোন প্রশ্ন, সমস্যা, অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের সাথে ২ ভাবে মেইল ও কমেন্ট এর মাধ্যমে । কমেন্ট এর মাধ্যমে হেল্প চাইলে নিচে কমেন্ট করুন। মেইল এর মাধ্যমে যোগাযোগ করতে চাইলে আমাদের কনটাক আস পেজ যোগাযোগ করতে পারেন ।

আজ যাচ্ছি আগামী কোন লিখাতে আপনাদের সামনে হাজির হব নতুন কোন এসইও ও সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কোন নতুন কোন পার্ট নিয়ে । আল্লাহ হাফেজ ।

নাসির উদ্দিন শামীম
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

2 thoughts on “ফ্রী কিওয়ার্ড পজিশন ট্র্যাকার”

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap