কিভাবে মাল্টিপল সাইট এর এফিলিয়েট ট্র্যাকিং আইডি আমাজন থেকে তৈরী করতে পারেন ?

আমাদের মধ্যে অনেকেই আমাজন এফিলিয়েট করছেন। প্রথমেই আমরা একটি সাইট দিয়েই শুরু করলেও ধীরে ধীরে আমাদের সফলতা আসলে আরো সাইট নিয়ে এগিয়ে যাই। তো একাধিক সাইট থাকলে আবার আমাদের আর্নিং দেখার সময় ট্র্যাকিং আইডি দিয়েই দেখতে হয় কিন্তু আপনি জানেন কি আপনি ইচ্ছা করলেই প্রতিটা সাইট এর জন্য আলাদা ট্র্যাকিং আইডি তৈরী করতে পারবেন।

আলাদা ট্র্যাকিং আইডি সুবিধা

আপনি যদি একটি ট্র্যাকিং আইডি দিয়ে আর্নিং দেখেন তবে আপনি নির্দিষ্ট সাইট এর আর্নিং দেখতে পারবেন না বা বুঝতে পারবেন না। তাই আপনাকে আলাদা আলাদা ট্র্যাকিং আইডি এর প্রয়োজন হয়ে থাকে।

তাহলে আসুন জেনে নেই কি করে আলাদা ট্র্যাকিং আইডি করবেন;

স্টেপঃ ১- প্রথমেই আপনি আমাজন একাউন্ট এ লগইন করবেন তারপর আপনি “একাউন্ট সেটিংস” এ যাবেন। SS-  https://prnt.sc/iaVX_w0cGgST

স্টেপঃ ২- “Manage Your Tracking ID” তে ক্লিক করে পরের স্টেপ এ যান। SS- https://prnt.sc/vYkykbLPrnEr

স্টেপঃ ৩- “Add Tracking ID” তে ক্লিক করুন। SS- https://prnt.sc/_dmkK6_GIexN

স্টেপঃ ৪- “Add A Tracking ID” আপনার মতন দিয়ে ক্রিয়েট বাটন এ ক্লিক করুন। SS- https://prnt.sc/EDMK1tqQpU0j

হয়ে গেল আপনার নির্দিষ্ট ওয়েবসাইট এর জন্য নির্দিষ্ট ট্র্যাকিং আইডি। এখন আপনি সেই ট্র্যাকিং আইডি দিয়ে ঐ ওয়েবসাইট এর ইনকাম দেখতে পারবেন।

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap