কি কি কারণে আপনার পেজ/পোস্ট ডি-ইনডেক্স হয়ে থাকে ?

পোস্ট ডি-ইনডেক্স হবার কিছু কারণ আছে। আসুন একটু দেখে নেই কি কি কারণে আপনার পেজ/পোস্ট ডি-ইনডেক্স করে দেয়।

ডি-ইনডেক্স করার কারণ:

১) ডুপ্লিকেট কনটেন্ট এর কারণে।

২) কনটেন্ট যদি খারাপ হয় মানে কনটেন্ট এর ইনফরমেশন কম থাকলে বা ইনকমপ্লিট থাকলে।

৩) যখন ওয়েব পৃষ্ঠা বা ইউআরএল ক্যানোনিকালাইজড করা হয়, এটি ঘটে যখন গুগল স্বয়ংক্রিয়ভাবে পেজটি অন্যটির অনুরূপ দেখে এবং এটিকে অন্য জায়গায় নির্দেশ করে। এই প্রক্রিয়াটি গুগল সার্চ কনসোল দিয়ে যাচাই করা যেতে পারে।

৪) যখন পেজটির কোনও ট্র্যাফিক ও ইন্টারনাল লিঙ্ক থাকে না, এই ক্ষেত্রে গুগল এটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করে না। বা অরফান পেজ। 

৫) যখন ইউআরএল এ 404 এরর দেখা দেয়।

৬) যখন ইউআরএল সার্ভারে 500 দেখায়।

৭) যখন ইউআরএল 301 বা 302 কোড দিয়ে কনটেন্ট পুন-রিডাইরেক্ট করে। আগের ইউআরএলটা গুগল তখন ডি-ইনডেক্স করে দেয়।

৮) যখন URL এর noindex করা থাকে।

৯) যখন ইউআরএল গুগল সার্চ কনসোল থেকে রিমুভ করে দেয়া হয়।

১০) আপনার ডোমেইন যদি পেনাল্টি খায় বা ডোমেইন নেয়ার সময় পেনাল্টি খাওয়া থাকে যেটা হয়তো আপনি চেক করে নেন নাই। এর জন্যও আপনার পোস্ট/পেজ ডি-ইনডেক্স হতে পারে।

১১) ওয়েবসাইট-এ ম্যালওয়্যার এটাক হলে। 

১২) AI কনটেন্ট থাকলে (পোস্ট ইনটেন্ট ফুলফিল না হলে)

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap