ম্যানুয়াল অ্যাকশন পেনাল্টি কি? কি কি কারণে আপনি ম্যানুয়াল অ্যাকশন পেনাল্টি পেতে পারেন।

Manual Action penalty, Google-এর রিভিউয়ারদের দ্বারা ওয়েবসাইট পর্যালোচনা করে ম্যানুয়াল অ্যাকশন পেনাল্টি দিয়ে থাকে। আপনি কোনো ব্ল্যাক হ্যাট এসইও কৌশল ব্যবহার করছেন কিনা তা জানতে Google এক্সপার্টরা নিয়মিত আপনার ওয়েবসাইট পরীক্ষা-নিরীক্ষা করেন। যদি তারা Google এর ওয়েবমাস্টার গাইডলাইন লঙ্ঘন শনাক্ত করতে পারে, তবে আপনার ওয়েবসাইট ম্যানুয়াল অ্যাকশন পেনাল্টি দিয়ে থাকে। যদি পেনাল্টি দিয়েই দেয় তবে আপনি সেইটা জানতে পারবেন গুগল সার্চ কনসোলে। আপনি পেনাল্টি রিমুভ করার জন্য গাইডলাইনসহ গুগল সার্চ কনসোল এর ড্যাশবোর্ডে ম্যানুয়াল অ্যাকশন সেক্শনে এ নোটিফিকেশন পাবেন।

চলুন তাহলে জেনে নেই কি কি কারণে আপনি গুগল এর ম্যানুয়াল অ্যাকশন পেনাল্টি পেতে পারেন;

১) থিন কনটেন্ট থাকলে

২) ইউসার-জেনারেটেড স্প্যাম

৩) কীওয়ার্ড স্টাফিং

৪) cloaking/sneaky রি-ডাইরেক্ট

৫) আপনার ওয়েবসাইটে সন্দেহজনক লিঙ্ক

৬) আপনার ওয়েবসাইট থেকে অস্বাভাবিক লিঙ্ক

৭) এএমপি ডেটা অমিল

৮) সিকিউরিটি ইস্যু

৯) স্ট্রাকচার-ডাটা সম্পর্কিত সমস্যাজনিত ইস্যু

১০) ওয়েবসাইট হ্যাক হলে

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap