যা যা জানা লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত চলুন আজ জেনে নেই,
১) নিশ সিলেকশন: প্রথমত আপনাকে নিশ সিলেক্ট করতে হবে। নিশ সিলেক্ট করার সময় আপনাকে কিছু বিষয় পরিষ্কার থাকতে হবে; নিশ এর ক্ষেত্রে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে ঐ নিশটা প্রফিটেবল কিনা ? ঐ নিশ থেকে আপনি ১০০ লো-কম্পেটেটিভ কীওয়ার্ড বের করে নিতে পারবেন কিনা ?
২) কীওয়ার্ড রিসার্চ: কীওয়ার্ড রিসার্চ এর ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আপনি লো-কম্পেটেটিভ কীওয়ার্ড বের করতে পারেন। অন্তত ১০০ কীওয়ার্ড।
৩) সাইট সেটআপ: নিশ সিলেকশন ও কীওয়ার্ড রিসার্চের পর ডোমেইন হোস্টিং কিনে আপনাকে সাইট সেটআপ করে ফেলতে হবে এই সময়। সেটআপ এর পাশাপাশি আপনাকে ডিসাইন তাও করে নিতে হবে।
৪) কনটেন্ট: কনটেন্ট এর ক্ষেত্রে আপনি হয় নিজে লিখার চেষ্টা করুন না হয় রাইটার hire করুন।
৫) অন-পেজ: আপনি এই ক্ষেত্রে সার্চ কনসোল এর ওয়ার্নিং গুলা দেখুন তারপর যেই ওয়ার্নিং গুলা পেয়েছেন সেইগুলা ফিক্স করুন।
৬) অফ-পেজ: কনটেন্ট দেয়ার পর পর আপনি ব্যাকলিংক শুরু করে দিতে পারেন। প্রথমে বেসিক লিংক করুন যেহেতু এইগুলা লেট হয় ইনডেক্স হতে তাই চেষ্টা করুন আপনি প্রথম দিক থেকেই করতে। তারপর আপনি গেস্ট পোস্ট ও HARO লিংক করতে পারেন।
অন-পেজ , কনটেন্ট ও অফ পেজ এর কাজ করতে থাকুন যত দিন সাইট আপনি grow করতে চান।
কয়দিন সময় লাগতে পারে গুগলে র্যাংক হতে?
কীওয়ার্ড রিসার্চ, কনটেন্ট কোয়ালিটি ও অন-পেজ এর উপর নির্ভর করে আপনি কত তাড়াতাড়ি রাঙ্ক করতে পারবেন।
- কি কি কারণে ওয়েবসাইট এডসেন্স পেতে সমস্যা হয়ে থাকে। - May 29, 2023
- ইনফরম্যাশনাল ও বায়িং কীওয়ার্ড কত রকমভাবে খুঁজতে পারেন ? - May 28, 2023
- ফ্রীতে কিভাবে আপনার ব্যাকলিংক ইনডেক্স করাতে পারেন ? - May 27, 2023