কি কি কারণে ওয়েবসাইট এডসেন্স পেতে সমস্যা হয়ে থাকে।

যারা এডসেন্স নিয়ে কাজ করতে চান কিন্তু এডসেন্স এপলাই করার পরেও যখন মনিটাইজ করতে পারেন আজ তাদের জন্য এই গাইডলাইন।

এডসেন্স পেতে গেলে কিছু বিষয় এডসেন্স গাইডলাইন ফলো করে কাজ করতে হয়, আজ আমি তা নিয়েই কথা বলবো;

এডসেন্স প্রজেক্ট শুরু করার আগেই আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে;

১) নিস সিলেকশন

এডসেন্স পলিসি অনুযায়ী সব নিশ এ এডসেন্স মনিটাইজ দেয় না। যেমনঃ আর্মস; ড্রাগস্; পর্ন সাইট, যত নীতি বহির্ভুত নিশ আছে ঐগুলাতে এডসেন্স মনিটাইজ করে না।

২) ডুপ্লিকেট কনটেন্ট

আপনার সাইট এর কনটেন্ট যদি ইউনিক না হয় তাহলেও এডসেন্স আপনার সাইটকে মনিটাইজ করবে না।

৩) গুরুত্বপূর্ণ পেজ

গুরুত্বপূর্ণ পেজ এর মধ্যে প্রাইভেসি পলিসি/ডিসক্লেইমার পেজ , about পেজ থাকতে হবে।

৪) সাইট স্ট্রাকচার

সাইট স্ট্রাকচার বলতে সাইট ন্যাভিগেশন, পোস্ট ইন্টারলিংক অর্থাৎ UI/UX যাতে ঠিক থাকে। UI হচ্ছে ইউসার ইন্টারফেন্স যার মাধ্যমে ভিসিটর ওয়েবসাইট প্রেসেন্টেশনটাই বুঝানো হয়ে থাকে আর UX হচ্ছে সাইট এর ডিসাইন। এই UI/UX এর মধ্যে সাইট এর সাইডবার/ মেনু এইগুলো আছে। প্রতিটা ক্যাটাগরিতে পোস্ট থাকতে হবে।

৫) কনটেন্ট

মনে রাখবেন এডসেন্স এর জন্য ট্রাফিক তেমন জরুরি না কিন্তু কোয়ালিটি কনটেন্ট অবশ্যই থাকতে হবে। কনটেন্ট ছাড়া এডসেন্স অপ্প্রভ করা হয় না।

আশাকরি উপরের বিষয়গুলা মাথায় রেখে এডসেন্স টার্গেট করে ওয়েবসাইট করলে অপ্প্রভ পেতে সমস্যা হবে না।

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap