Ping Sites to Rocket Up Your Indexing in no Time! – 2018
চলে আসলাম আপনাদের মাঝে আবারো নতুন আরেকটি টপিক নিয়ে। আশা করছি সবাই নিশ্চই ভালো আছেন? আমিও অনেক অনেক ভালো আছি। How to Quickly Index Google Your Site টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকের বিষয়বস্তু কি? এই ব্যাপারে এক বড় ভাইয়া আমাকে সাহায্যা করেছে আমাকে আজ বুঝিয়েছে এই ব্যাপার টি তই আপনাদের সাথে শেয়ার করা। তো চলুন কিভাবে নতুন সাইটটি খুব দ্রুত গুগলে ইন্ডেক্স করেতে পারি তা নিয়ে আলো চনা করে ফেলি।
কিভাবে আপনার ওয়েবসাইট পিং করতে পারেন এবং খুব দ্রুত গুগলে ইন্ডেক্স করাতে পারেন।
পিং কি আসেন একটু জেনে নেই:
পিং সাইট কি ?
পিং সাইট এক ধরণের অনলাইন ভিক্তিক সরঞ্জাম যা আপনার প্রদত্ত URL টি বেশ কয়েকটি সার্চ ইঞ্জিন, ডিরেক্টটি ইত্যাদি অন্যান্য জায়গায় পাবলিশ করে অথবা জমা দিয়ে থাকে।
কি ভাবে পিং টুলটি ব্যবহার করবেন?
আপনাকে শুধু URL টি লিখতে হবে যা আপনি পিং করতে চান এবং সেই পৃষ্ঠায় শিরোনাম লিখতে চান। তারপর পক্রিয়া টি শুরুকরতে কেবল পিং বাটনে ক্লিক করুন। কিছুখন পর আপনি আপনার নিশ্চিত বার্তাটি দেখতে পারবেন। নিম্নে চিত্রটি দেওয়া হলো আপনাদের বোঝার সুবিধার জন্য।

আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে আপনার সদ্য প্রকাশিত কোন পোস্ট বা ওয়েবসাইটকে আপনি খুব দ্রুত পিং এবং ইন্ডেক্স করাতে পারেন। সবসময় চেস্টা করবেন আপনার কনেটন্ট কোয়ালিটি এবং ফরমেন্টিংটা যেন সুন্দর থাকে। এতে করে আপনার ভিজিটর আপনার কন্টেন্ট পছন্দ করবে।
কেন আপনার পিং সেবাটি ব্যবহার করা উচিত?
আপনি এই পিং অপশনটি ব্যবহর করে আপনার সাইটের URL বা আপনার ব্যাকলিংক উৎসগুলি খুব দ্রুত এবং সহজেই ইন্ডেক্স করতে পারবেন। মনে রাখবেন, ওয়েবের প্রায় ৮০% ব্যাকলিংগুলি অবহেলা করার কারণে ডি-ইনডেক্স হয়ে হয়ে যায়। সুতরাং, এসিও প্রচার অভিযানে অধিকাংশ ব্যার্থ এবং প্রত্যাশিত ফলাফল দেখতে পায়না।
অতিরিক্ত পিং করার ফলে কোন নীতিবাচক প্রভাব আছে কি?
মনে করেন যদি আপনি এক দিনের মধ্যে আপনার এক বন্ধুকে একই প্রশ্ন জিজ্ঞাসা করেন তাহলে কি হবে? অবশ্যই সে আপনার সাথে বিরক্ত হবে। একই ভাবে অল্প সময়ের মধ্যে একই URL টি ওভার পিং না করাই ভাল যত পারা যায় সেইম URL পিং বেশির ভাগ না করা এড়িয়ে যাওয়া ই সবথেকে উত্তম। আপনি আপনার ওয়েবসাইটের একই URL টি পিং এর জন্য ২-৩ বার ব্যবহার করতে পারেন। একটি পিং টুল দিয়ে একবার পিং করা ভাল মনে করি এবং ২ বা ৪ টা টিং টুল ব্যবহর করবেন।
ফ্রি তে পিং করার জন্য কয়েকটি পিং সাইটের লিষ্ট দেওয়া হলো নিম্নে যা আপনার সাইটকে ইন্ডেক্স করার ক্ষেত্রে বুস্ট করবে।
SL No. | Ping Sites | Domain Authority | Alexa Rank |
---|---|---|---|
1 | Ping-O-matic | 70 | 5,726 |
2 | Twingly | 68 | 31,696 |
3 | Googleping | 54 | 9,004 |
4 | Pingler | 53 | 14,901 |
5 | Pingdom | 87 | 2,369 |
6 | Pingmyurl | 52 | 13,612 |
7 | Feedshark | 58 | 40,113 |
8 | Pingmylink | 32 | 36,789 |
9 | Ping.in | 34 | 39,132 |
10 | Blogbuzzer | 35 | 106,282 |
11 | Bulkping | 37 | 45,306 |
12 | Pingfarm | 35 | 18,184 |
13 | Icerocket | 70 | 29,896 |
14 | Pingoat | 30 | 43,598 |
15 | Pingsitemap | 33 | 39,764 |
16 | Mypagerank | 71 | 27,789 |
17 | Pingbomb | 23 | 45,771 |
18 | Backlinkping | 25 | 103,651 |
19 | Totalping | 55 | 15,385 |
20 | Smallseotools | 57 | 1,974 |
21 | Use Me | 22 | 264,997 |
22 | Site24x7 | 57 | 14,944 |
23 | Kuleping | 23 | 1,102,139 |
24 | Freelinksubmitter | 22 | 284,203 |
25 | Pingthatblog | 23 | 384,949 |
26 | Indexkings | 31 | 23,181 |
27 | Domain Pinger | 1 | 9,716,704 |
28 | Excite Submit | 44 | 169,578 |
29 | Ping My Links | 20 | 218,170 |
30 | Ping My URLs | 10 | 700,187 |
31 | Ping O Matics | 7 | 3,434,339 |
একটি নতুন ব্লগ এবং ব্লগ পোস্ট গুগল সার্চ ইঞ্জিনের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য Google Search Console এ সাবমিট করতে হয়। গুগল সার্চ কনসলে আপনার ব্লগের সাইটম্যাপ সাবমিট করে রাখলে গুগল আপনার ব্লগটি সম্পর্কে খুব সহজে ধারনা পেয়ে যাবে এবং সেই সাথে গুগল বট আপনার ব্লগটিকে দ্রুত Crawl ও Index করে নিবে।
একটি ব্লগ পোষ্ট দ্রুত Index হওয়ার পূর্বশর্ত হচ্ছে ভালোমানের ইউনিক আর্টিকেল লিখা। আপনি যখন কন্টেন্ট লিখবেন তখন এই বিষয়টি খেয়াল রাখবেন যে, আপনার কন্টেন্ট শুধুমাত্র সার্চ ইঞ্জিনে Index হওয়ার জন্য নয়, বরং পাঠকদের ধরে রাখার জন্য কোয়ালিটি আর্টিকেল লিখতে হবে ।
আপনি যদি প্রতিদিন একটি করে পোস্ট পাবলিশ করতে পারেন তাহলে সার্চ ইঞ্জিন বট প্রতিদিন অন্তত একবার হলেও আপনার ব্লগ ভিজিট করবে এবং আপনার নতুন পোস্ট ইনডেক্স করার নিমিত্তে আপনার ব্লগে আসবে। আপনার ব্লগে মাসে একটি বা দুটি পোস্ট শেয়ার করে কোনভাবে ব্লগের Crawling Rate বৃদ্ধি করতে পারবেন না। তখন বট অনেক সময় নিবে।
ভালোমানের ব্লগের সাথে আপনার ব্লগের Backlinks তৈরি করে নিতে পারলে আপনার ব্লগের যেকোন নতুন পোস্ট খুব দ্রুত Index হয়ে যাবে। বিশেষশত ডু-ফলো ব্যাকলিংক। কারণ ভালোমানের ব্লগগুলোতে সার্চ ইঞ্জিন বট সবসময় ভিজিট করে। ডু-ফলো ব্যাকলিংক থেকে গুগল একটা ভালো সিগন্যাল পায় ও সাইট এর একটা ভোটও বাড়ায়।
- কিভাবে আপনার নতুন সাইটি খুব দ্রুত গুগলে ইন্ডেক্স করাবেন? - July 2, 2018
- কিভাবে ম্যানুয়ালি কম্পিটিটর এনালাইসিস করবেন? - June 30, 2018
খুবই সুন্দর হয়েছে পোস্টটা। কিপ ইট আপ।
অনেক কিছু জানতে পারলাম ধন্যবাদ আপনাকে এমন সুন্দর করে লেখার জন্য। যদি সময় হয় তাহলে আমার ওয়েবসাইটটিতে একবার ঘুরে আসবেন।
ওয়েবসাইট লিঙ্ক:teaching-blog24.blogspot.com
ধন্যবাদ ভাইয়া। কিছু শিখে সেটা শেয়ার করাট চেষ্টা করি। আপনার Support পেলে আশা করি আরো নতুন কিছু নিয়ে লিখতে পারবো।
Jahangir Ahmed ভাই চমৎকার লিখেছেন। খুব ভাল লাগলো, অনেক কিছু শিখতে ও জানতে পারলাম। এভাবে লেখা যদি চালিয়ে যান আপনার আগামী দিনগুলো অবশ্যই আরো বেশি সুন্দর হবে এবং সাধারণ পাঠকরা আমারমত ভক্ত হয়ে পড়বে। আপনার আর নাসির উদ্দিন শামীম ভাইয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করছি। সে সাথে নতুন নতুন টপিক আশা করছি। অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।