২০২৩ সালে এসে বিশ্বের অধিকাংশ এস, ই, ও এক্সপার্ট রা যে বিষয়ে সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে সেটি নিয়ে আজকের লেখা। আমি একজন কন্টেন্ট রাইটার এবং হেলথ নিশ নিয়ে কাজ করছি।
আমি বিগত বছর ৩-৪ মাস সময়ে দুইটি পুরাতন কন্টেন্ট আপডেট ও রিলেটেড কন্টেন্ট পোস্ট (৩০টি) করে ৩ হাজার থেকে ৪০ হাজার পর্যন্ত ট্রাফিক পেয়েছিলাম WITHOUT ANY SINGLE PAID LINK! সেই কাজের মূল স্ট্রেটেজি ছিল টপিকেল কাভারেজ বেসড সিমেন্টিক এস,ই,ও প্র্যাক্টিস। (সাথে YMYL সাইটের কিছু স্ট্রেটেজি)
আজকের পোস্টটি আমার ক্ষুদ্র পরিসরের কিছু আলোচনা।

টপিকেল অথরিটি কি?
ONE OF THE MOST POWERFUL RANKING FACTOR

GOOGLE ALWAYS SUGGEST TO COVER YOUR BLOG TOPIC (SEE MY CLAIM IN EVIDENCE BELOW)

SCREENSHOT আমি একটি এক্সটেনশন মার্ক করে দিলাম যেটি না দিলে নাই হতো —GLIMPS
Glimps is my favorite because it gives me zero sv keyword or trendy keyword without competition
এছাড়া আরো কিছু পেইড টুল আছে ট্রেন্ডিং নিস বের করার জন্য লেটস সে exploding topics
আপনি টপিক অনুযায়ী রেগুলার কন্টেন্ট পোস্ট করলে সেটি গুগলের জন্য ধীরে ধীরে সাইট-টির অভার-অল ট্রাফিক এবং পেইজ অথরিটি বুস্ট হবে with the help of fact checking
https://blog.google/products/news/fact-checking-misinformation-google-features/

এখানে দেখছেন ম্যাপ এর বিষয়ে আগে আসছে! হ্যা টপিকেল অথরিটি পেতে হলে আপনাকে অবশ্যই টপিকেল ম্যাপ ধরে আগাতে হবে যেটি খুবই সময়-সাপেক্ষ ও টাফ-পার্ট (আমার জন্য)
এই ম্যাপিং এর জন্য ১০০% নিস রিসার্চ ভাল ভাবে যদি না করতে পারেন তাহলে হয়তো আপনি অনেক কিছু কাভার করতে পারবেন না কিংবা ভুল পথে হাটা শুরু করবেন।
তাহলে টপিকেল ম্যাপ এর শুরু কিভাবে করতে পারি?
যদি পুরাতন সাইট হয়ে থাকে তবে বেস্ট হচ্ছে গুগল লুকার এর সাহায্য নেয়া এবং বিগ-ডাটা থেকে সকল কোয়ারি গুলো এর C.S.V ফাইল ডাউনলোড করা কারন সার্চ কনসোল এ সব ডাটা এভেইলেবেল না (ইভেন এহরেফস একটি থার্ড পার্টি টুল হিসাবে এর ডাটা ও লিমিটেড এবং এক্সপেন্সিভ)
মজার বিষয় হচ্ছে লুকার ফ্রি টুল এবং ওয়ান এন্ড অনলি বেস্ট টুল। আমি এর জন্য একটা পেইড কোর্স করেছিলাম ফ্রি কিছু নিচের ভিডিও তে আছে যেটা না জানলে ই না কারন আপনার কাছে যদি টোটাল ম্যাপিং এর সিমেন্টিক্যালি রিলিভেন্ট ডাটা গুলো কে ইনফরমেশন এ রুপান্তর না দিতে পারেন তাহলে ম্যাপিং করা প্রায় অসম্ভব হবে। (তাহলে নতুন সাইট এর জন্য কি হবে সেটা ও বলব একটু পর)
গুগল অটো-সাজেস্ট
নিউ সাইটের টপিকেল ম্যাপিং একটু টাফ কারন আপনার আগে থেকে তেমন কোন ডাটা নেই। তবে google auto-suggestion ধরে ধরে এগোতে হবে আপনাকে যেটি বেশ সময়-সাপেক্ষ এবং এর কিছু টেকনিক আছে।
কিন্তু এর জন্য আপনাকে আগে আপনার টপিক এর মেইন কি-ওয়ার্ড বের করতে হবে যা হচ্ছে সিড কিওয়ার্ড।
এই সিড কিওয়ার্ড টি আপনি ক্যাটাগরি তে দিতে পারেন (ইট ওয়ার্ক্স ফর মি)
১। শুরু করুন ক্লাস্টারিং
যেহেতু আপনি সিড কি সিলেক্ট করে নিয়েছেন সেটি দিয়ে কিওয়ার্ড ক্লাস্টারিং শুরু করা যাক।
তাহলে কিওয়ার্ড ক্লাস্টারিং কি সেটি জানতে ছবির নিচের লিঙ্ক এ ক্লিক করুন এবং নিচের ইমেজ টা এর কি-পয়েন্ট

ক্লাস্টারিং তো বুঝে গেলেন এবার আসুন নেক্সট স্টেপ
২। ইউজ লুকার আর গুগল সাজেশান
লুকার নিয়ে বলে দিয়েছি আপনাকে ডিপলি জানতে হলে অন-লাইনে এ আরো ঢু-মারতে হবে।
অটো-সাজেস্ট থেকে রিলেটেড কিওয়ার্ড বের করা অলরেডি আপনি জানেন কারন আপনি একজন এস,ই,ও প্রফেশনাল।
কিন্তু কিছু নিউ টেকনিক এডোপ্ট করে নিতে পারেন।
এর নাম হচ্ছে
Google alphabatic soup
আপনার মেইন/সিড কিওয়ারড হচ্ছে CLIMBING BOOTS এবার এর এ টু জেড বের করুন

এখন আপনি চাইলে টপিক নেরো করে ফেলতে পারেন কারন ক্লাইম্বিং বুটস অনেক বড় টপিক, সো লেটস সে নিউ টপিক নিচ্ছি এই দুইটি (ছবিতে)

এটি জাস্ট একটি র্যান্ডম কিওয়ার্ড ক্লাস্টারিং এটা দিয়ে আবার সাইট বানিয়ে নিইয়েন না :p

বিগিনার এই ক্লাইম্বিং শু এর ইনফোরমেটিভ কী গুল আছে অনেক জাস্ট শুরু করলাম (স্ক্রিনশট)
HOW TO CHOOSE CLIMBING SHOES FOR BEGINNERS হতে পারে একটি মেইন পিলার পোস্ট এবং এর সাব-পিলার অর লং-টেইল গুলো কাভার করে ইন্টারনাল লিঙ্ক করে দিলে কেল্লা ফতেহ?
NOT REALLY! কিন্তু ব্যাসিক বুঝার জন্য এই টুকু পথ মাড়িয়ে আসতেই হবে সামনে যেতে হবে অনেক দূর। আর এটি ই যে আপনার টপিক এর পিলার পোস্ট হবে সেই টা জাস্ট একটা উদাহরন আরো রিসার্চ বাকি হ্যে মেরে দোস্ত।

তার থেকে বড় মোদ্দা কথা ভাল কনটেন্ট রাইটার না হলে কিংবা হায়ার না করলে অংকুড়ে বিনষ্ট হয়ে যাবে আপনার নিচ সাইট-টি।
তাহলে আপাতত ইতি টানলাম, কমেন্ট করে জানায়েন তাইলে এই টপিকেল অথরিটি এর টপিক কাভার করতে মোটিভেশন পাব।