আপনি যদি আপনার ওয়েবসাইটকে কম্পেটিটরদের থেকে ভালো করাতে চান তাহলে আপনার অবশ্যই তাদের কাজ অনুসরণ করতে হবে। তাদের কৌশল দেখে আপনাকে লক্ষ্য নিধারণ করতে হবে।
তাই আজ কিসু ফ্রী টুলস আলোচনায় আনলাম কম্পেটিটরদের কাজ ট্র্যাক করার জন্য।
১. Similarweb:
Similar web দিয়ে আপনি নিজের সাইট ছাড়াও আপনার কম্পেটিটর এর সাইট বিশ্লেষণ করতে পারবেন। এই টুলস দিয়ে কম্পেটিটর সাইট এর ট্রাফিক, ট্রাফিক সোর্স, কম্পেটিটর সাইট এর ট্রাফিক ডাইরেক্ট, রেফারাল, সোশ্যাল না সার্চ থেকে আসছে তা দেখাবে। রেফারেল ডোমাইন , সার্চ কি অর্গানিক না পেইড থেকে হয়? সোশ্যাল ট্রাফিক আপনি কোন সোশ্যাল মিডিয়া থেকে কত পার্সেন্ট পাচ্ছেন। ট্রাফিকদের ইন্টারেস্ট জানতে পারবেন।
Link: https://www.similarweb.com/
২. Builtwith : এই টুলস এর মাধ্যমে আপনি সহজেই কম্পেটিটর ওয়েবসাইট ডিজাইন কোন টেকনোলজি ব্যবহার করে তারা সহজেই ভালো করছে তা আপনি জানতে পারেন।
Link: https://builtwith.com/
৩. Way back machine: কম্পেটিটর এর কোন পেজ বা পোস্ট গুলা ভালো কনভার্শন দিচ্ছে আপনি কোন পোস্টটা করলে ভালো কনভার্সন পাবেন ও কোন গুলো ভালো কোনভার্শন দিচ্ছে না তা আপনি waybackmachine এর মাধ্যমে জানতে পারবেন খুব সহজেই।
Link: https://archive.org/web/
৪. Ubbersuggest : এই টুলসে আপনার কমপেটিটর ইউআরএল দেয়ার সাথে সাথে বিশ্লষণ পেয়ে যাবেন। অর্গানিক কীওয়ার্ড, মাসিক ট্রাফিক অর্গানিক ও পেইড ২ টাই ব্যাকলিংক তাছাড়াও আপনি টপ পেজ গুলা দেখতে পাবেন ওই পেজ থেকে যেকোনো পেজ এ গেলে কম্পেটিটর কোন কীওয়ার্ড কত রাঙ্কিং এ আছে তা দেখতে পাবেন। কীওয়ার্ড এর সিপিসি, ট্রাফিক ও সার্চ ভলিউম দেখতে পাবেন। যা কিনা পরবর্তীতে আপনার কাজের সহায়তা করবে।
Link: https://neilpatel.com/ubersuggest/
৫. Buzzsumo : এই টুলসটা দিয়ে আপনি কম্পিটিটর সাইট এর আপনার সাইট এর সোশ্যাল শেয়ার কন্টেন গুলা জানতে পারবেন। যেমন : টুইটার, পিন্টারেস্ট, রেডিট ফেইসবুক কতবার শেয়ার হইসে তা ভালো ভাবে জানতে পারবেন। কোন কনটেন্ট গুলা মানুষ পছন্দ করছে তাও ভালো করে ট্র্যাক করতে পারবেন।
Link : https://buzzsumo.com/
৬. Socialblade: এই টুলস দিয়ে আপনি খুব সহজেই কম্পেটিটর সোশ্যাল মিডিয়া গুলা কি কি করা হয়েছে তা দেখতে পারবেন। খুব সহজে তাদের মতন আপনিও আপনার সোশ্যাল মিডিয়া সাজাতে পারবেন।
Link: https://socialblade.com/
৭. WhatRunsWhere: এই টুলস এ কম্পেটিটরদের ফেইসবুক অ্যাড বা অন্যান অ্যাড ছাড়াও ব্যানার অ্যাড দেখতে পারবেন। কম্পেটিটরের কোন অ্যাড গুলো ভালো করছে কোন গুলায় ভালো ট্রাফিক আসছে আপনাকে কি করতে হবে। কোন অ্যাড গুলাতে মানুষের আগ্রহ কতটুকু তাও আপনি এই টুলস এ দেখতে পারবেন। যদিও এই টুলসটা পেইড কিন্তু খুবই কাযকর।
Link: https://www.whatrunswhere.com/
- কি কি কারণে ওয়েবসাইট এডসেন্স পেতে সমস্যা হয়ে থাকে। - May 29, 2023
- ইনফরম্যাশনাল ও বায়িং কীওয়ার্ড কত রকমভাবে খুঁজতে পারেন ? - May 28, 2023
- ফ্রীতে কিভাবে আপনার ব্যাকলিংক ইনডেক্স করাতে পারেন ? - May 27, 2023