একটি ওয়েবসাইট এর “ট্রাস্ট” বাড়ানোর জন্য ব্র্যান্ড নাম উল্লেখ কতটা গুরুত্বপূর্ণ?

## একটি ওয়েবসাইট এর “ট্রাস্ট” বাড়ানোর জন্য ব্র্যান্ড নাম উল্লেখ কতটা গুরুত্বপূর্ণ ?

জন মুলার এর মতে, ব্র্যান্ড নাম উল্লেখ করাতে ওয়েবসাইট এর ট্রাস্ট বাড়ার কোনো পসিবিলিটি নাই। তবে আপনি যদি আপনার ওয়েবসাইট এর ট্রাস্ট বাড়াতেই চান তবে EAT ও কোয়ালিটি কনটেন্ট সাথে রিলেভেন্ট অথরিটি সাইট এ ব্যাকলিংক গুলা আপনার ওয়েবসাইট এর ট্রাস্ট গুগল এর কাছে বাড়াইয়ে দিবে।

## গেস্ট পোস্ট লিংক এর আর্টিকেল এর লিংক কি নো-ফলো রাখা উচিত বলে মনে করেন ?

আপনি যদি গেস্ট পোস্ট কনটেন্ট এর লিংক নিতে চান তবে আমরা যেটা সচারচর করে থাকি সেইটা হচ্ছে ডু-ফলো লিংক নিয়ে থাকি। কিন্তু rel-sponsored বা rel-nofollow দিলেও তেমন কোনো সমস্যা হয় না কারণ আপনার লিংক ধরে ভিসিটর যাবেই।

## লিংক জুস কনসেপ্টটা কি আসলেই প্রাসঙ্গিক ?

জন মুলার এর মতে “লিঙ্ক জুস” সম্পর্কে আপনি যা কিছু পড়েছেন তা ভুলে যান। এটি খুব সম্ভবত সমস্ত অপ্রচলিত, ভুল, এবং বিভ্রান্তিকর। পরিবর্তে, এমন একটি ওয়েবসাইট তৈরি করুন যা আপনার ব্যবহারকারীদের জন্য ভাল কাজ করে।

আসলে জন এইখানে এখন ওয়েবসাইট তৈরির কথা বলেছেন যে যাতে ইউসার এক্সপেরিন্স ও ইউসার ফ্রেন্ডলি হয়ে থাকে। তাই সেইরকম হলে লিংক জুস নিয়ে চিন্তা না করলেও চলবে।

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap