রাইটারকে কনটেন্ট লিখতে দেয়ার সময় আপাকে অবশ্যই আপনার ইন্সট্রাকশন গুলা সাজাতে হবে। আপনি যদি মনে করেন শুধু কীওয়ার্ড দিয়ে দিবেন আর রাইটারকে বলবেন রিসার্চ করে লিখে দিতে তাহলে আপনার কষ্ট করে ইনভেস্টমেন্ট করাটাই বৃথা হয়ে যেতে পারে।
তাহলে চলুন আজ জেনে নেই কিভাবে আপনি ইনফো কনটেন্ট ও বায়িং/রিভিউ কনটেন্ট এর ইন্সট্রাকশন সাজাবেন।
ইনফো কনটেন্ট এর ক্ষেত্রে
ইনফো কনটেন্ট এর ক্ষেত্রে আপনি কীওয়ার্ড এর পাশাপাশি আরো কিছু ইনফরমেশন কনটেন্ট রাইটারকে দিয়ে দিবেন যাতে রাইটার এর লিখার সুবিধা হয়। যা যা ইন্সট্রাকশন দিবেন তা নিচে দিয়ে দিচ্ছি;
১) মেইন কীওয়ার্ড
২) LSI কীওয়ার্ড অথবা সাপোর্টিভ কীওয়ার্ড
৩) আপনার কীওয়ার্ড এর টপ ৩/৫ তা ওয়েবসাইট লিংক
৫) FAQ প্রশ্ন
৬) অন্য কনটেন্ট গুলার সাথে ইন্টারলিংক করার জন্য ওয়ার্ড দিয়ে দিতে পারেন
৭) ওয়ার্ড লিমিট করে দিবেন/ আপনি চাইলে ওয়ার্ড লিমিট রাইটার এর হাতে ছেড়ে দিতে পারেন

বায়িং কনটেন্ট এর ক্ষেত্রে
বায়িং কনটেন্ট এর ক্ষেত্রে আপনি কীওয়ার্ড এর পাশাপাশি যেই ইন্সট্রাকশন গুলা দিয়ে দিবেন তা নিচে দিচ্ছি;
১) মেইন কীওয়ার্ড
২) LSI কীওয়ার্ড অথবা সাপোর্টিভ কীওয়ার্ড
৩) প্রোডাক্ট লিংক
৪) যদি টেবিল বা লিস্ট আইটেম করে বায়িং প্রোডাক্ট সাজাতে চান তার একটা ডেমো লিংক (মানে আপনার কোনো পছন্দের ওয়েবসাইট থাকলে তার লিংক)
৫) আপনার কীওয়ার্ড এর টপ ৩/৫ তা ওয়েবসাইট লিংক
৬) FAQ প্রশ্ন
৬) অন্য কনটেন্ট গুলার সাথে ইন্টারলিংক করার জন্য ওয়ার্ড দিয়ে দিতে পারেন
৭) ওয়ার্ড লিমিট করে দিবেন/ আপনি চাইলে ওয়ার্ড লিমিট রাইটার এর হাতে ছেড়ে দিতে পারেন
পেইড টুলস ব্যবহার
আপনি যদি Frase/ Surfer SEO/ MarketMuse ব্যবহার করেন তবে আরো ভাল কিছু ইনফো আপনি বের করে রাইটারকে দিতে পারবেন যেমন ধরেন আপনার কম্পিটিটর কোন কোন সাব-হেডিং ব্যবহার করেছে তা বের করে দিলেন সাথে আরো কিছু সাব-হেডিং বাড়িয়ে দিলেন।
পরিশেষে এ একটি কথা মনে রাখবেন বেশির ভাগ রাইটার কিন্তু SEO জানে না তাই তারা জানে না কিভাবে লোকেশন চেঞ্জ করে কম্পিটিটর ওয়েবসাইট গুলা দেখবে। বেশির ভাগ জানে না কিভাবে SEO ফ্রেন্ডলি কনটেন্ট লিখতে হয়। তাই আপনি যত ক্লিয়ার ইন্সট্রাকশন দিবেন ততই আপনি ভালো কনটেন্ট পাবার আশা রাখবেন।
দিন শেষে আপনার পকেট থেকেই টাকাটা রাইটারকে দিচ্ছেন তাই নিজে কষ্ট করে একটু গুছিয়ে ইন্সট্রাকশন দিলে আপনার লাভ বেশি।
কনটেন্ট ডেলিভারি দেয়ার পর অবশ্যই পড়ে ও চেক করে নিবেন। কনটেন্ট চেক করার জন্য আপনি copyscape/ quetext / Grammerly Premium যেটা আপনি স্বাছন্দবোধ করেন তা দিয়ে চেক করে নিবেন।
আর আপনি ফ্রীতে চেক করতে চাইলে SEO Small Tool / Dupli checker/ Plagrarism detector ব্যবহার করতে পারেন।
- কি কি কারণে ওয়েবসাইট এডসেন্স পেতে সমস্যা হয়ে থাকে। - May 29, 2023
- ইনফরম্যাশনাল ও বায়িং কীওয়ার্ড কত রকমভাবে খুঁজতে পারেন ? - May 28, 2023
- ফ্রীতে কিভাবে আপনার ব্যাকলিংক ইনডেক্স করাতে পারেন ? - May 27, 2023