যেসকল এসইও ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন। পূর্ণাঙ্গ লিস্ট।

অনেকেই এসইও নিয়ে আগ্রহ থাকার কারণে অনলাইনে ঘাটাঘাটি করে কিন্তু ভালো রিসোর্স খুঁজে পাচ্ছেন না। আসলে আপনাকে যেকোনো বিষয় শিখতেই একটা গাইডলাইন ও ঐ বিষয় সম্পর্কে বেসিক একটা ধারণা লাগে।
তাই আপনার আগ্রহের কাজটা শিখতে ও বুঝতে সহজ করার জন্য আজ আমি আপনাদের এসইও ইউটিউব চ্যানেল এর পূর্ণাঙ্গ লিস্ট দিচ্ছি। 
  

এসইও ইউটিউব চ্যানেল লিস্ট

  • Save

১) Ahrefs
Ahrefs SEO টুলস এর নাম জানেন না এমন এসইও এক্সপার্ট ও বিগেনার নাই বললেই চলে। Sam Oh এই চ্যানেলটির সত্ত্বাধিকারী। আপনি যদি এসইও সম্পর্কে বেসিক থেকে জানতে চান তবে আপনি এই ইউটিউব চ্যানেলটি ফলো করতে পারেন। লিঙ্কবিল্ডিং; কনটেন্ট মার্কেটিং; টেকনিক্যাল এসইও; কীওয়ার্ড রিসার্চ এর খুব ভালো ভালো টিউটোরিয়াল আপনারা এই চ্যানেলটিতে পাবেন। চ্যানেল লিংক: https://www.youtube.com/c/AhrefsCom/videos
২) Ranking Academy
চ্যানেলটির সত্ত্বাধিকারী Luc Durand। এই ইউটিউব চ্যানেলটি লোকাল এসইও নিয়ে কাভার করেছে। যাদের লোকাল এসইও নিয়ে আগ্রহ আছে এই ইউটিউব চ্যানেলটি ফলো করতে পারেন। চ্যানেল লিংক: https://www.youtube.com/c/RankingacademyUk/videos   
৩) Nasir Uddin Shamim
বাংলাদেশের এসইও প্রফেশনালদের মধ্যে অন্যতম একজন পরিচিত নাম। বাংলা ভাষাতে আপনি ব্লগিং, এফিলিয়েট মার্কেটিং, লোকাল এসইও, ক্লায়েন্ট এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও টুলস, পডকাস্ট, নতুন নতুন টিপস ও ইন্টারনেট মার্কেটিং নিয়ে প্রচুর ভিডিও পাবেন ওনার ইউটিউব চ্যানেল এর মধ্যে। চ্যানেল লিংক: https://www.youtube.com/c/NShamimCom/videos
৪) Neil Patel
Ubbersuggest যারাই ব্যবহার করছেন নেইল প্যাটেলকে তারা সবাই চিনেন। নেইল এর  চ্যানেলটিতে আপনি এসইও নিয়ে মোটামোটি সব ভিডিও পাবেন। লিঙ্কবিল্ডিং, কীওয়ার্ড রিসার্চ, বিভিন্ন টিপস, পডকাস্টসহ আরো অনেক কিছু। চ্যানেল লিংক: https://www.youtube.com/c/NeilPatel/videos
৫) Craig Campbell SEO
Craig Campbell এর এই চ্যানেলটিতে আপনি লিঙ্কবিল্ডিং, পডকাস্ট, বেসিক এসইও, এসইও নিয়ে প্রশ্ন উত্তর ও অন্যান্য আলোচনা পাবেন। চ্যানেল লিংক: https://www.youtube.com/c/CraigcampbellseoUk/videos
৬) Brian Dean
এসইও ইন্ড্রাস্ট্রিটিতে  Brian Dean নামটাও বেশ জনপ্রিয়। আপনি চ্যানেলটিতে পাবেন এসইও কেস স্টাডি, রিয়েল লাইফ উদাহরণ ও বিভিন্ন টিপস পাবেন।  চ্যানেল লিংক: https://www.youtube.com/c/BrianDean/videos
৭) MOZ 
আমার মনে হয় এসইও নিয়ে ঘাটাঘাটি করছেন অথচ এই নামটা জানেন না এমন কাউকে পাওয়া যাবে না।এই চ্যানেলটিতে আপনি বিভিন্ন এক্সপার্টদের ভিডিও দেখতে পাবেন। এসইও নিয়ে বিভিন্ন এনালাইসিস, লিঙ্কবিল্ডিং, পডকাস্ট, এসইও টিপস এই চ্যানেলটিতে পাবেন। চ্যানেল লিংক: https://www.youtube.com/moz/videos
৮) Matt Diggity
এই চ্যানেলটিতে আপনি অনপেজ ,অফপেজ, নিস রিসার্চ, কনটেন্ট, কীওয়ার্ড রিসার্চ সহ বিভিন্ন পডকাস্ট ও টিপস পাবেন। চ্যানেল লিংক: https://www.youtube.com/c/MattDiggity/videos
৯) Chase Reiner
Chase Reiner একজন জনপ্রিয় মার্কেটার। আপনি এই চ্যানেলটিতে লোকাল এসইও সহ এসইও অন্যান্য পার্ট নিয়েও আলোচনা পাবেন। এসইও বিভিন্ন টুলস ও চেকলিস্ট নিয়ে আলোচনা আপনারা এই চ্যানেল থেকে পেয়ে যাবেন।  চ্যানেল লিংক: https://www.youtube.com/c/ChaseReinerSEO/videos
১০) Authority Hacker
Mark webster ও Geal Breton এই ২ জন অথরিটি হ্যাকার নামের চ্যানেলটিতে এসইও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকে। বিভিন্ন টুলস নিয়ে রিভিউ ও টিউটোরিয়াল, ব্যাকলিংক এবং এসইও সমসাময়িক বিষয় নিয়ে অনেক ভিডিও চ্যানেলটিতে পাবেন। চ্যানেল লিংক: https://www.youtube.com/c/AuthorityHacker/videos    

১১) Income School
জিম-রিকি হচ্ছে এই ইউটিউব চ্যানেল এর সত্ত্বাধিকারী। এই চ্যানেলটি মূলত এফিলিয়েট ফোকাস করে ভিডিও গুলা দিয়ে থেকে। কিভাবে একটি প্রফিটেবলে নিশ সাইট তৈরী করতে পারবেন তা নিয়ে অনেক ট্রিকস এবং টিপস আছে এই চ্যানেলটিতে সাথে অনেক পডকাস্ট পাবেন। চ্যানেল লিংক: https://www.youtube.com/c/IncomeSchool/videos

১২) Passive Income Geek
মার্টিন স্টোরগার্ড এর চ্যানেলটি অনেক টিপস পাবেন। ব্লগিং, এফিলিয়েট ও এসইও’র অন্যান্য দিক গুলাতে খুব ভালো ভাবে পাবেন এই চ্যানেলটিতে। চ্যানেল লিংক: https://www.youtube.com/c/PassiveIncomeGeek/videos

১৩) Google Search Central
এই চ্যানেলটি গুগল এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল। John muller ও Martin spiltt মতন এনালিসিস্টদের দ্ধারা গুগলের বিভিন্ন আপডেট, পডকাস্ট, এসইও’র বিভিন্ন নিউস ও টুলস নিয়ে ভিডিও । চ্যানেল লিংক: https://www.youtube.com/c/GoogleSearchCentral/videos

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap