অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং নিয়ে সবার কমন কিছু প্রশ্ন এবং উত্তর! | প্রশ্নোত্তর পর্ব ০৪

চলুন, সরাসরি প্রশ্নোত্তর সেকশনে চলে যাই  (22টি প্রশ্নের বিশদ উত্তর দেয়ার চেষ্টা করেছি আমরা)। 

০১ – প্রশ্নঃ আমাজন এফিলিয়েট যারা করছেন তাদের প্রথম সমস্যা থাকে কোথা থেকে প্রোডাক্ট ইমেজ নিবো ?

উত্তরঃ একটা কথা মনে রাখবেন আপনি সাইট তৈরির সাথে সাথে কিন্তু আমাজন এফিলিয়েট একাউন্ট করছেন না তাই আপনি Old School Methods ফলো করতে পারেন। এই মেথডস এ আপনি আমাজন এর প্রোডাক্ট এর ইমেজ ডাউনলোড করে রি-সাইজ করে ব্যবহার করতে পারবেন যতক্ষণ না আপনি এফিলিয়েট একাউন্ট করছেন। যখন একাউন্ট করে ফেলবেন তখনি আপনি SiteStripe বা Amazon imaze inserter দিয়ে ইমেজ ব্যবহার করবেন । Amazon imaze inserter দিয়ে ইমেজ ব্যবহার করতে গেলে API এর প্রয়োজন হবে যেটা আপনি একাউন্ট বানানোর আগে পাবেন না। সুতরাং একদম  শুরুতে স্টক ইমেজ অথবা ইমেজ রিসাইজ করে শুরু করবেন।  

সাবধানতা : এফিলিয়েট একাউন্ট করার পর পর ইমেজ যদি SiteStripe বা Amazon API ইউজ না করে ইমেজ ব্যবহার না করেন তাহলে আপনার একাউন্ট আমাজন থেকে temporary suspend করে দিতে পারে।

০২  – প্রশ্নঃ আমাজন এফিলিয়েট একাউন্ট কবে করবেন ?

উত্তরঃ আপনার money content এ যখন মোটামোটি  ১০০+  ট্রাফিক থাকবে তখনি একাউন্ট করে ফেলুন। ট্রাফিক এই জন্য ইম্পরটেন্ট, কারণ আপনার একটা নির্দিষ্ট সময় ৩ টা সেল আসতেই হবে,  না হলে একাউন্ট ব্যানড হয়ে যাবে। আপনি ট্রাফিক ট্র্যাক করার জন্য Google Analytics (https://analytics.google.com/analytics/web/) ব্যবহার করতে পারেন।

০৩ – প্রশ্নঃ কনটেন্ট রেশিও কেমন হবে ?

উত্তরঃ আমাজন সাইট এ ইনফোরমেটিভ কনটেন্ট ও মানি কনটেন্ট এর রেশিও ৭০:৩০ রাখা উচিত। গুগল এফিলিয়েট সাইট পছন্দ করে না বিধায় ইনফো কনটেন্ট বেশি দেয়া। যাতে গুগলের কাছে আপনার এফিলিয়েট সাইটটি ন্যাচারাল দেখায়।(এই রেশিও মেইন্টেইন করা বাধ্যতামূলক না)  

  • Save
r

 

০৪ – প্রশ্নঃ ভাই সালাম। আমাজান এফিলিয়েট আইডি নিয়ে একটা সমস্যা। যদি সমাধান দেন কৃতজ্ঞ থাকব।
আমি যখন আমাজান এফিলিয়েটের জন্য এপলিকেশন করি তখন কান্ট্রি দিয়েছিলাম ইউকে। তাতে সমস্যা হল এখন প্রডাক্ট প্রাইস শুধুমাত্র পাউন্ড কারেন্সিতে দেখাচ্ছে আরও একটা সমস্যা হল কিছু প্রডাক্ট পাউন্ড কারেন্সিতে এভেলএবল না বাট ডলার কারেন্সিতে এভেলএবল। তাই আমার আমাজান একাউনটটি কি ভাবে পাউন্ড কারেন্সি থেকে ডলার কারেন্সি তে কনভার্ট করব?

উত্তরঃ আমাজন USA তে রেজিস্ট্রেশন করে নিন। UK একাউন্ট থাকলেও অন্য কান্ট্রিতে রেজিস্ট্রেশন করা যায়।

  • Save

 

০৫ – প্রশ্নঃ Amazon Keyword Research এর ক্ষেত্রে Keyword Difficulty চেক করার জন্য কোন টুলস এর মান টা নিবো?? এক এক টা এক এক রকম মান দেখাচ্ছে…এবং monthly search ও আলাদা আলাদা দেখাচ্ছে …কোনটার মান নিলে ভালো হবে??

উত্তরঃ নিশ্চিতভাবে Ahrefs। নির্ভরযোগ্য ডাটা পাবেন।

  • Save

 

০৬  – প্রশ্নঃ Which is the best WordPress Theme for Amazon affiliate marketing?

উত্তরঃ আপনি যেকোন থিমই ব্যবহার করতে পারেন। তবে দেখতে হবে কোন থিমটা খুব দ্রুত লোড হয় এবং আপনার সাইট ফাস্টার হয়। এক্ষেত্রে আমি পারসোনালি Astra PRO অথবা GeneratePress PRO ইউজ করতে বলবো। কারণ এই দুইটা থিম অনেক ফাস্ট এবং ইচ্ছেমত কাস্টমাইজ করা যায়।

  • Save

 

০৭ – প্রশ্নঃ Amazon এর products pic হুব হুব ব্যবহার করা যাবে। edit না করলে কি account এর problem হবে। plz

উত্তরঃ হা প্রব্লেম হবে। কারণ আমাজন যখন আপনার একাউন্ট রিভিউ করবে তখন আপনার একাউন্ট ব্যানড করবে।

  • Save

 

০৮  – প্রশ্নঃ Amazon এ Associates একাউন্ট খোলার অনেক চেষ্টা করেছি কিন্তু হচ্ছেনা 4 নাম্বার STEP এ গেলে Idenity verification এ Number দিলে বলে এ নাম্বার নাকি Amazon থেকে কল করা নিষেধ Another number দিলাম তবুও বলে Call prograssing এবং 1 Hour পরে আবার চেষ্টা করতে

উত্তরঃ আপনি dingtone app বা text me app ব্যবহার করতে পারেন ভেরিফাই করার জন্য।

  • Save

 

০৯ – প্রশ্নঃ কিছু কমন জিজ্ঞাসা

নতুন সাইটে মোট কয়টা কন্টেন্ট হলে amazon এর লিংক বসাবো?
• প্রথমে কয়টা ইনফো আর্টিকেল দিবো?
• কয়টা রিভিউ আর্টিকেল দিবো? 
• ইমেজ কিভাবে কালেক্ট করবো? 
• API পাওয়ার আগে পর্যন্ত ইমেজে কিভাবে আমার amazon লিংক বসাবো?

উত্তরঃ ১) মিনিমাম ২০ টা তবে আপনার ট্রাফিক যদি মানি কন্টেটন থেকে আসতে থাকে ১৫০ বা তার বেশি তখন আমাজন একাউন্ট করবেন।
২) ইনফো আর্টিকেল রেশিও হচ্ছে ৭০% (নিস অনুযায়ী কম বেশি করতে পারেন)
৩) মানি আর্টিকেল এর রেশিও হচ্ছে ৩০% (নিস অনুযায়ী কম বেশি করতে পারেন)
৪) আপনি আমাজন থেকে ইমেজ ডাউনলোড করে রি-সাইজ করে ব্যবহার করতে পারেন। যতক্ষণ না আমাজন একাউন্ট করছেন।
৫) ৪ নম্বর স্টেপে বলা আছে কি করবেন।

  • Save

 

১০ – প্রশ্নঃ Nasir Uddin Shamim ভাইয়া আশাকরি ভাল আছেন ? 
আমার প্রায় ১ বছর আগে একটা Amazon Assosiate একাউন্ট ব্যান হয়ে যায়  । আমার প্রশ্ন হলো ।আমি কি আবার সেইম address + SIM Card দিয়ে এপ্লাই করতে পারবো Amazon এ ?? ধন্যবাদ ভাইয়া …

উত্তরঃ এটা আসলে নির্ভর করে যে অ্যামাজন কোন কারণে আপনাকে ব্যান করেছে। তাদের কোন পলিসি ভায়োলেট করে থাকলে একদম নতুন করে সব কিছু দিয়ে অপ্প্রভ করতে হবে আবার। কিন্তু ধরেন কোন ধরনের পলিসি ভায়লেশন না, শুধুমাত্র নতুন সাইট হওয়ায় অথবা পর্যাপ্ত সেল না পাওয়ায় আপনাকে পার্মানেন্ট একাউন্ট দেয়া হয় নাই; তাহলে আবার আগের সবকিছু দিয়েই নতুন করে এপ্লাই করতে পারবেন।

  • Save

 

১১ – প্রশ্নঃ নিস সাইট এর জন্য কন্টেন্ট মার্কেটিং কিভাবে করবো?

উত্তরঃ

  • রেডিট এ আপনার নিস অনুযায়ী সাব রেডিট এ পার্টিসিপেট করেন। বিভিন্ন টিপস ও ট্রিকস দেন। কারমা ২০০+ হবার পর কৌশলে নিজের ওয়েবসাইট রেকমেন্ড করেন।
  • আপনার নিস অনুযায়ী ফেসবুক পেজ তৈরি করেন। নিস রিলেটেড পেজ এ আপনি কান্ট্রিবিউট করেন। ৬ টা ইনফোরমেটিভ আর্টিকেলের সাথে ১/২ নিজের ওয়েবসাইট এর লিংক শেয়ার করেন ।
  • Pinterest এ বোর্ড বানান নিস রিলেটেড পিন করেন ৫/৬ টা নিয়মিত। নিজের নিস অনুযায়ী ফোরাম গুলোতে পার্টিসিপেট করেন। কৌশলে নিজের ওয়েবসাইট লিংক দিয়ে আসেন।
  • টুইটারে আপনার প্রোডাক্ট হেস ট্যাগ ব্যবহার করুন। কিন্তু একটা কথা মনে রাখবেন সবসময় রিসোর্স শেয়ার করবেন।
  • টুইটার এবং অন্যান্য সোশাল মিডিয়া থেকে ট্রাফিক আনার একটা মেথড বলা হয়েছে এখানেঃ https://www.nshamim.com/traffic-without-seo/
  • Save

 

১২ – প্রশ্নঃ Tobe vai google er update er por traffic onk barche, uk canada er onk ase, one link er script ta kothai debo vai? jani footer.php file e dite hoi but con tag er ageh eta jodi ektu bln

উত্তরঃ আপনি One Link কোড কপি  করে আপনার ওয়েবসাইট এর ফুটার-এ </body> ট্যাগ এর আগে কোডটি পেস্ট করে দিবেন।

১৩ – প্রশ্নঃ Affiliate link button এ কোনটা লিখা Best?

” Check Latest Price “

” Check price on Amazon”

” View on Amazon”

” More Details on Amazon”

” Shop Now on Amazon”

Any other idea?

Button এ red background এবং white text দিলে কোন copyright related problem হবে কি?

উত্তরঃ “Check Latest Price” ইউজ করতে পারেন।  না copyright ধরবে না।

  • Save

 

১৪ – প্রশ্নঃ Amazon r Payoneer er email alada hole ki kono problem hoy?

উত্তরঃ না প্রব্লেম নাই।

  • Save

 

১৫ – প্রশ্নঃ আমাজন এ one link একাউন্ট করার পর UK, Canada তে ব্যাঙ্ক ইনফরমেশন হিসেবে payonner এর USA ব্যাঙ্ক ইনফো দিলে কি কোনো সমস্যা হবে ?? মানে জানতে চাচ্ছিলাম আমাজন usa তে payonner থেকে, যে USA- এর ব্যাঙ্ক ইনফো দিয়েছি সেটাই কি Uk, Canada তে দিবো।

উত্তরঃ USA ব্যাংক অ্যাড করার অপশন থাকলে কোনো প্রব্লেম নাই। অ্যাড করেন।

  • Save

 

১৬ – প্রশ্নঃ On -page এ আপনারা কি কি করেন ?

উত্তরঃ ১. টাইটেল এ কিওয়ার্ড  ফোকাস করেন
২. ইমেজ Alt tag এ কীওয়ার্ড ফোকাস করুন।
৩. ইউআরএল এ কীওয়ার্ড ফোকাস করুন।
৪. ১ম ১০০ ওয়ার্ড এর মধ্যে কীওয়ার্ড ব্যবহার করুন।
৫. শেষ ১০০ ওয়ার্ড এর মধ্যে কীওয়ার্ড ব্যবহার করুন।
৬. টপিক অনুযায়ী কনটেন্ট এ ভিডিও ব্যবহার করুন।
৭. কনটেন্ট কম্পেটিটর থেকে বেশি ওয়ার্ড দিন।
৮. ইন্টার লিঙ্কিং করুন। 
৯. এক্সটার্নাল লিংক দিন (ট্রাস্টেড এবং রিলায়েবল সোর্সকে)  
১০ মেটা ডেসক্রিপশন এ কীওয়ার্ড ও LSI কীওয়ার্ড ব্যবহার করুন।

  • Save

 

১৭ – প্রশ্নঃ আমার কম্পিটিটর সাইটের অন পেইজ ( on page) এসইও যে দূর্বল এটা কিভাবে চেক করব ম্যানুএলি বা কোন টুলস এর মাধ্যমে ? যদি ম্যানুএলি হয় তাহলে কিভাবে আর টুলস হলে কোন টুলস ব্যবহার করব ? কেউ একটু বিস্তারিত বললে খুবই উপকার হবে।নতুন একটি ওয়েবসাইটের Off Page SEO Strategy কি হবে ? On Page SEO করা হয়েছে। এখন Off Page SEO শুরু করবো। কি দিয়ে শুরু করবো ? আপনি হলে কিভাবে শুরু করবেন? কি কি করবেন বিস্তারিত বললে খুব উপকার হতো। অগ্রিম ধন্যবাদ।

উত্তরঃ সাইটের পেজগুলোর সোর্স কোড চেক করুন। মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, ইন্টারনাল লিঙ্ক, এক্সটারনাল লিঙ্ক, ইমেজ অলটার ট্যাগ, ক্যাননিক্যাল ট্যাগ, পারফেক্ট কিওয়ার্ড ডিস্ট্রিবিউশন, ভালো পেজ লোডিং টাইম – এইগুলো সব ঠিক ঠাক আছে? যদি থাকে তাহলে আপনার অন্-পেজ ঠিক আছে। এইটা টুলস দিয়াও চেক করা যায়। তবে ম্যানুয়ালি করাই ভালো। 

আর অফ-পেজ এর টিপস নিচের আরেকটা প্রশ্নে দেয়া হয়েছে। 

  • Save

 

১৮ – প্রশ্নঃ নতুন একটি ওয়েবসাইটের Off Page SEO Strategy কি হবে ? On Page SEO করা হয়েছে। এখন Off Page SEO শুরু করবো। কি দিয়ে শুরু করবো ? আপনি হলে কিভাবে শুরু করবেন? কি কি করবেন বিস্তারিত বললে খুব উপকার হতো। অগ্রিম ধন্যবাদ।

উত্তরঃ  

১। প্রথমে কিছু সোশ্যাল শেয়ার করেন,

২। কিছু ভাল কোয়ালইটির বেসিক লিঙ্ক করেন ( ভাল কোয়ালিটির প্রফাইল সাইট থেকে কিছু, নিশ রিলেভেন্ট ম্যানুয়াল ব্লগ কমেন্ট কিছু, অডিও, ভিডিও শেয়ারিং সাইট থেকে কিছ এবং ইমেজ শেয়ারিং সাইট থেকে কিছু)

৩। কমিউনিটি সাইট থেকে কিছু লিঙ্ক

৪। ইউনিক আর্টিকেল দিয়ে ওয়েব ২.০ করতে পারেন। এবং এগুলোর জন্য টায়ার ২ তে ও স্পিন আর্টিকেল দিয়ে ওয়েব ২ করবেন সাথে টায়ার ২ এর জন্য টায়ার ৩ করবেন। ( আমি ব্যক্তিগত ভাবে এই টায়ার জিনিসটা এভয়েড করি। পুরাই স্প্যাম লাগে আপনার। কিন্তু এখনো কিছুটা কাজ করে, যদিও অনেক সময় সাপেক্ষ ব্যাপার)। 

৫। এর পরে জতক্ষন না র‍্যাঙ্ক হয় ততক্ষণ পর্যন্ত গেস্ট পোস্ট করতে থাকবেন, তবে যাতে লিঙ্ক ভেলোসিটি না হয় সেটা খেয়াল রাখবেন, এই কাজ গুলো করলে আশাকরি র‍্যাঙ্ক হয়ে যাবে ইনশাআল্লাহ্‌ তবে হ্যা এই কাজগুলোর জন্য আমার মিনিমাম সময় থাকবে ৫ মাস। 

  • Save

 

১৯ – প্রশ্নঃ Off Page SEO.

আপনাদের মূল্যবান মতামত আশা করছি।

#Directory Link Building

#Documents Link Building

#Profile Link Building

#Community Link Building

উপরের 4 টি লিং বিল্ডিং মেথড এগুলো এখন কেমন কাজ করছে ?

প্রশ্নঃ 1#একটা নতুন সাইট এ মোটা মুটি কন্টেন্ট পাবলিশ করার পর কত ‍দিন পর থেকে উপরের দেওয়া লিংক বিল্ডিং গুরো করা শুরু করতে পারি?

2.#প্রথমে কি ধরনে লিংক বিল্ডিং করতে পারি ? কতটুকু উপকারী জানতে চাই বিস্তারিত ধন্যবাদ।

উত্তরঃ আপনি যদি প্রপার ওয়ে তে করতে পারেন ওপরের সব মেথড-ই কাজ করে! আর কন্টেন্ট ইনডেক্স হওয়ার পর থেকেই আস্তে আস্তে লিংক বিলডিং শুরু করতে পারেন! প্রথমে সোসিয়াল শেয়ার করা ভালো তারপর আস্তে আস্তে প্রোফাইল লিংক থেকে শুরু করতে পারেন!

  • Save

 

২০ – প্রশ্নঃ Buying keyword হিসাবে সাধারনত Best + product অথবা Top rated + product এই ধরনের keyword ব্যবহার করা হয়। কিন্তু (Big/ Large/ Unique) + product এই ধরনের কম্বিনেশন কি main money keyword হিসাবে টার্গেট করা যাবে? কিছু কিছু ক্ষেত্রে দেখেছি এই ধরনের key word লিখে সার্চ দিলে সার্চ রেজাল্টে বেশ কয়েকটি আমাজন এফিলিয়েট সাইট দেখায়। ধন্যবাদ।

উত্তরঃ পারবেন যদি দেখেন মানুষ জন সার্চ করে এটা এবং অলরেডি নিস সাইট আছে টপ ২০ এ। যদি দেখেন কোন নিস সাইট নাই শুধু ইকমার্স সাইট, তাহলে এভয়েড করাই ভালো। আগে দেখবেন কম্পেটিশন কেমন ও সার্চ ভলিউম কেমন।

  • Save

 

২১ -প্রশ্নঃ বেস্ট ওয়ার্ডপ্রেস ব্লগিং থিম কোনটি ? (আমাজন ও এডসেন্স এর জন্য)

উত্তরঃ উপরে দেয়া হয়েছে উত্তর। আবার দিচ্ছি – আপনি যেকোন থিমই ব্যবহার করতে পারেন। তবে দেখতে হবে কোন থিমটা খুব দ্রুত লোড হয় এবং আপনার সাইট ফাস্টার হয়। এক্ষেত্রে আমি পারসোনালি Astra PRO অথবা GeneratePress PRO ইউজ করতে বলবো। কারণ এই দুইটা থিম অনেক ফাস্ট এবং ইচ্ছেমত কাস্টমাইজ করা যায়।

  • Save

 

২২ -প্রশ্নঃ আসসালামু আলাইকুম ……

আমি এই গ্রুপ এ নতুন । অ্যামাজন affiliate এ ও নতুন শিখেছি। keyword research এর জন্য paid software কে কে ব্যাবহার করেন? আর কোনটা ভালো result দেয়? অনেকেই বলেন Paid software কিনার জন্য। আবার দেখি অনেকেই Paid software ছাড়াই ভালো result । এই বিষয় যদি দক্ষ Affiliate রা যদি বলতেন। please সবার কাছ থেকেই জানতে চাই। Thanks

উত্তরঃ Ubersuggest, Google KP, Google trend, Soovle, LSIgraph, Keyword everywhere-  এই ফ্রি টুলস গুলো ব্যবহার করুন। পেইড এর জন্য AhrefsSEMrush অনেক ভালো। আমি র‍্যাঙ্ক ট্র্যাকিং এর জন্যে ইদানীং SerpStat ব্যবহার করছি। এখন পর্যন্ত ভালোই ।

 

পোস্টের সব প্রশ্ন  কালেক্ট করা এবং অল্মোস্ট সব উত্তর মূলত দিয়েছেন নিপু ভাই। আমি শুধু ফাইনাল টাচ দিয়েছি, কিছু সংযোজন এবং বিয়োজন করেছি এবং কিছু উত্তর ব্রোড করেছি। – NUS

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

8 thoughts on “অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং নিয়ে সবার কমন কিছু প্রশ্ন এবং উত্তর! | প্রশ্নোত্তর পর্ব ০৪”

    • অনেক ধন্যবাদ। সবগুলুই গুরুত্বপূর্ণ ছিল। আপনি অনেক ভাল ভাল কাজ করছেন। আশাকরি আগামীতে ও এ দ্বারা অব্যাহত থাকবে।

      Reply
    • অ্যামাজন প্রোডাক্ট এইচটিএমএল লিংকটি হাইলাইট কপি করার পর পেষ্ট করার পর ঠিক ঐ লিংকে টার্চ করে নিদিষ্ট প্রোডাক্টে কেনো যায় না অথবা এইচটিএমএল টি কিভাবে যেকোন ওয়েবসাইটে ব্যবহার করা যাব।

      Reply
  1. Vai I have created an amazon affiliate account before creating my website. Because I had no enough idea about it. Now, what can I do? Please suggest to me.

    Reply
    • Okay, do you have any blog which has traffic? If so, grab some links from Amazon and place on your content. See whether you can generate some sales or not. 🙂

      Reply
  2. আপনাকে ধন্যবাদ জানাই এতো সুন্দর করে বুঝানোর জন্য।

    ওয়েবসাইট এসইও সম্পর্কে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য শিখতে পেরেছি। ওয়েবসাইট ট্রাফিক নিয়ে যাদের সমস্যা হচ্ছে। তাদেরকে আমি নিচের লেখাটি পড়তে বলবো। কিভাবে ওয়েবসাইট ও ব্লগ এসইও করতে হয় এই সম্পর্কে জানতে আশাকরি লেখাটি সাহায্য করবে।

    Reply

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap