কিভাবে একটা ব্লগ শুরু করবো? স্টেপ বাই স্টেপ ভিডিও, কিছু প্রশ্ন এবং উত্তর!

যারাই এসইও করতে চান তারাই মোটামোটি সবাই ব্লগিং এর সাথে পরিচিত। ব্লগিং এর ক্ষেত্রে থিম, নিস সিলেকশন, কীওয়ার্ড রিসার্চ, ওয়েব ২.০ ব্লগ, ইভেন্ট ব্লগিং নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে। ব্লগিং নিয়ে নতুনদের অনেক প্রশ্ন থাকে যা কিনা তারা দ্রুত সমাধান পেতে চায়। বিশেষত নতুনদের আগ্রহ ও প্রয়োজনের কথা মাথায় রেখেই আজকের প্রশ্ন উত্তর পর্ব সাজানোর চেষ্টা করলাম।

  • Save

১. প্রশ্নঃ একটা টপিক এর উপর ব্লগিং করতে চাই। ঐ রিলেটেড ব্লগ গুলা গুগলে কি করে খুঁজে পাবো ?

উত্তরঃ ধরুন আপনি হেলথ নিয়ে ব্লগ করবেন তাহলে  আপনি এই প্যারামিটার ব্যবহার করতে পারেন;

inurl: health

উপড়ের কুয়েরিটা দিয়ে গুগলে সার্চ দেন। অনেক ব্লগ পাবেন হেলথ রেরিলেটেড।

  • Save

২. প্রশ্নঃ event blogging er jonno site a minimum koto gulo article takte hobe?? google er top a aste hole ki ki korte hobe event blogging a? event blogging er kicu guideline dile uporkrito hoitam,,,Dhonnobad

উত্তরঃ

  • ২০-৩০ টা পোষ্ট করলে ভালো (তবে কম্পিটিটর অনুযায়ী আরো বেশি হতে পারে)।
  • ৩-৪  মাস আগে থেকেই ইভেন্ট সাইটের কাজ শুরু করে দিতে হবে।
  • আপনার ডোমেইনে ইভেন্টের নাম থাকলে ভালো। যেমন  friendshipday.com. তবে টাইটেলে সাল উল্লেখ করবেন যেমন  Friendship Day Messages For 2019.
  • ইভেন্টের ৩ মাস আগে থেকেই লিঙ্ক বিল্ডিং শুরু করে দিবেন।
  • ভালো মানের কন্টেন্ট দিতে হবে।যেই কন্টেন্ট/পেজ র‍্যাঙ্ক করতে চেষ্টা করছেন সেটা যাতে ৩০০০+ ওয়ার্ডের হয়।
  • সাইট দ্রুত লোড ও ইউজার ফ্রেন্ডলি হতে হবে।

  • Save

৩. প্রশ্নঃ ফ্রি ব্লগ সাইট থেকে এডসেন্সের মাধ্যমে ইনকাম করছেন এমন কেউ আছেন? যদি থাকেন তাহলে জানতে চাচ্ছি, ফ্রি ব্লগ সাইট কোনটা থেকে খুললে ভালো হবে, ওয়ার্ডপ্রেস নাকি ব্লগস্পট? কনটেন্ট বাংলা না ইংরেজিতে হলে ভালো হবে? ইউটিউবের জন্য পাওয়া এডসেন্স কিভাবে ব্লগে ব্যবহার করবো?

উত্তরঃ

– ব্লগার ও ওয়ার্ডপ্রেস দুটা দিয়ে করা যায়। তবে ফ্রি ব্লগস্পটে খুব সহজেই অ্যাডসেন্স ব্যবহার করতে পারবেন।

– কন্টেন্ট ইংরেজি হলে ভালো হয়। সিপসির ভালো পাবেন।

– ইউটিউব এর এডসেন্স দিয়ে ব্লগ করতে গেলে আপনাকে ডোমেইন + হোস্টিং কিনতে হবে এছাড়া হবেনা। তারপর ইউটিউবের সেটিং থেকে আপনার ব্লগের মানিটাইজেশন এর  জন্যে রিআপ্লাই করতে হবে।

  • Save

৪. প্রশ্নঃ wordpress দিয়ে এমন একটি blogging site বানাতে চাই যেটাতে google adsense বসানো যাবে। domain & hosting & ssl certificate & wordpress installed সঠিক ভাবে করেছি।

  1. blogging site করার জন্য কোন theme ভাল হবে??? paid or unpaid.
  2. blogging site টি seo, google rank, google analysis, alexa rank করার জন্য কোন কোন plaguing লাগবে বা কি কি করা লাগবে???
  3. একটি blogging site A to Z কমপ্লিট করার জন্য আর কি কি করা লাগবে???

এডমিন ও blogging এক্সপার্ট ভাইরা pls. একটু বিস্তারিত বললে ভাল হত।

উত্তরঃ

–  WordPress এর জন্য Astra, GeneratePress বা Genisis এর paid থিম ব্যবহার করতে পারেন ৷
–  SEO এর জন্য Yoast SEO plugin, (অথবা আপনার যেটা ভাল মনে হয় ) ব্যবহার করতে পারেন ৷
–  থিম, প্লাগিন, সাইট ডিসাইন, কনটেন্ট, অন-পেজ, অফ-পেজ।  কিছু দিন পর পর আপনার সাইটটি অডিট করুন সাথে কম্পেটিটর এনালাইসিস করুন।

  • Save

৫. প্রশ্নঃ ব্লগিং স্টার্ট করতে চাই, একজন বিগেনার হিসেবে অভিজ্ঞ ভাইদের কাছ থেকে সাহায্য আশা করছি।
> ব্লগিং স্টার্ট করার পূর্বে কি কি জানতে হবে?
> এর জন্য কি কোন কোর্সের প্রয়োজন হয়?
> পড়ালেখার পাশাপাশি কি ব্লগিং সম্ভব?
> প্রথম পর্যায়ে ওয়েবসাইট বানাতে কেমন খরচ হতে পারে?
> বিগেনিং-এ এবং প্রফেসনাল পর্যায়ে কেমন আয় হয়?

আশা করি উত্তর পাবো…
ধন্যবাদ

উত্তরঃ

– আপনাকে অবশ্যই কীওয়ার্ড সিলেকশন, নিস সিলেকশন, কি করে অর্গানিক উপায়ে ট্রাফিক আনবেন তা জানতে হবে অর্থাৎ SEO সম্পর্কে জানতে হবে।

– সেটা আপনার পড়াশুনার উপর নির্ভর করছে। আপনি কতটা গুছিয়ে শিখতে পারেন। আপনি কোনো ব্লগ থেকে শিখতে পারেন যেমনঃ nshamim.com

– কনটেন্ট যদি আপনি লিখেন তাহলে ডোমেইন হোস্টিং নিতে যা খরচ তাই।

– ব্লগিং এ মূলত আমরা এডসেন্স, এফিলিয়েট ইনকাম বুঝে থাকি আপনি এডসেন্স ছাড়াও CPA করে ইনকাম করতে পারেন।  ইনকামটা সম্পূর্ণ আপনার নিস টপিক ও সিপিসি অথবা প্রোডাক্ট প্রাইসের  উপর নির্ভর করে তবে একজন বিগেনার এর ৫০+ ডলার থেকে এক্সপার্টদের 5০০০+ ডলার ইনকাম হতে পারে।

  • Save

৬. প্রশ্নঃ ব্লগিং শুরু করার ক্ষেত্রে কোন টপিকস নিয়া কাজ করব সেটা সিলেক্ট করার উপায় কি?

আমি যেই টপিকস নিয়া কাজ করব সেটা কেমন ফলপ্রসু হবে সেটাই বা কিভাবে বুঝব?

ব্লগস্পট.কম এ কি এডসেন্স সম্ভব?

এখন যদি ব্লগস্পট.কমে কাজ শুরু করি পরে কি তা ওয়েবসাইটে কনভার্ট করা সম্ভব??

উত্তরঃ

–  আপনি ইয়াহু আনসার, গুগল নিউস, Quora থেকে আপনার নিস টপিকস নিতে পারেন।

–  আপনার সীড কীওয়ার্ড এর সার্চ ভলিউম ও কম্পেটিটরদের অবস্থা দেখলেই বুজবেন।

–   সম্ভব। তবে রেকমেন্ডেড হচ্ছে ডোমেইন হোস্টিং নিয়ে শুরু করা।

– অবশ্যই সম্ভব।

  • Save

৭. প্রশ্নঃ বাংলায় Article ব্লগিং করে কি বেশি দূর আগানো সম্ভব?

উত্তরঃ কোয়ালিটি ও কোয়ান্টিটি ঠিক রাখতে পারলে ও আপনার সিপিসি ভালো থাকলে আগাতে পারবেন।

  • Save

৮. প্রশ্নঃ ব্লগিং নিয়ে আমার কিছু প্রশ্ন

ব্লগস্পটে ফ্রি ডোমেইনে ব্লগিং করার জন্য যদি একটি এডসেন্স একাউন্ট ব্যবহার করি তাহলে পরে সেটাতে কি অন্য সাইট এ্যাড করা যাবে?? গেলে কয়টি সাইট এ্যাড করা যাবে?

যারা ইভেন্ট ব্লগিং করে তারা কি একটি এডসেন্সে অনেক গুলো সাইট এ্যাড করে নাকি সব সাইটের জন্য আলাদা আলাদা এডসেন্স একাউন্ট ব্যবহার করে??

উত্তরঃ

– ব্লগার এর এডসেন্স মুলত হোস্টড এটা একাদিক সাইটে ব্যাবহার করা যায় না।

– যারা ইভেন্ট ব্লগিং করে তারা এক এডসেন্সে একাদিক সাইটে ব্যাবহার করে। কিন্তু এডসেন্স নতুন সাইট ব্যবহার করলে গুগল নতুন সাইট কে আবার ভেরিফাই করে নেয়। এতে ৫/৭ দিন অথবা ১৪ দিন সময় নেয়।

  • Save

৯. প্রশ্নঃ ব্লগিং এর জন্য কে কোন থিম ইউজ করেন??
এবং প্রিমিয়াম না ফ্রি?

উত্তরঃ অনেক থিম পাবেন কিন্তু আপনি লক্ষ্য রাখবেন আপনার ওয়েবসাইট লোডিং স্পিড এর কি অবস্থা থিম ব্যবহারের পর। ফ্রি হলে আপনি ফোকাস ব্লগ/ জেনারেট প্রেস অথবা আস্ট্রা  থিম ব্যবহার করতে পারেন আর পেইড আপনি নিউসপেপার থিম ব্লগ এর জন্য ভালো।

  • Save

১০. প্রশ্নঃ আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারকাতুহ।
আমার কিছু প্রশ্ন ছিল ব্লগিং শুরু করার আগে, ব্লগিংয়ে নতুন হওয়াই এই প্রশ্নগুলো করা।
– ডোমেইন এবং হোস্টিং কোন কোম্পানী থেকে কিনলে ভাল হয় এবং ভাল সাপোর্ট পাওয়া যাবে!

– ব্লগিং শুরু করব ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ডোমেইন এবং হোসিটং কিনার পর।
– আমি লং টাইম ব্লগিং শুরু করতে চাচ্ছি।
যারা এই বিষয়ে জানেন দয়া করে একটু সাহায্য করবেন কমেন্ট করে।

ধন্যবাদ

উত্তরঃ

–  Site Ground অথবা WebHostingHub থেকে ভালো সাপোর্ট ভালো পাবেন।

–  হা, আপনাকে ভালো কোনো কিছু করতে হলে লংটাইম প্ল্যান নিয়ে আগাতে হবে।  আপনি আগে SEO নিয়ে স্টাডি করেন।

  • Save

১১. প্রশ্নঃ ব্লগিং করে টাকা ইনকামের কি ভালো কোনো উপায় আছে? একটি ব্লগ সাইট পপুলারিটি বাড়াতে কত দিন বা কেমন সময় লাগতে পারে? বিস্তারীত জানতে চাই। 

উত্তরঃ

–  কিওয়ার্ড রিসার্চ, আর্টিকেল পাবলিশ, অন-পেজ ঠিকঠাক করা তারপর অফপেজ >> কিওয়ার্ড Rank = ইনকাম ।

– সময় আপনার উপর নির্ভর করবে । আপনি পারলে ১ মাসেও একটি কিওয়ার্ড Rank করাতে পারেন, অথবা ২-৪ মাসেও লাগতে পারে। কিওয়ার্ড Rank করাতে পারলেই আপনার সাইট পপুলার । যেমন পরিশ্রম করবেন তেমন ইনকাম করতে পারবেন ।

  • Save

১২. প্রশ্নঃ Blogger free tamplete and paid template r modhe difference ki?

উত্তরঃ পেইড থিমে আলাদা কিছু ফিচার থাকে। দেখতেও সুন্দর। একটু বেশি কাস্টমাইজেশন এর সুযোগ পাবেন।

  • Save

১৩.  প্রশ্নঃ ব্লগিং সাইট কি সেল করা যায় এফিলিয়েট সাইটের মত?

উত্তরঃ হা, সেল করা যায়।

  • Save

১৪. প্রশ্নঃ আমার একটা portfolio site আছে, ৩ মাস হইছে খুলছি।
এখন ভাবছি আমি এখন এটাতে ব্লগ থিম দিএ ব্লগিং করব।

কোন প্রব্লেম হবে?????

উত্তরঃ না, আপনি ব্লগ নামে একটা পেজ খুলে ফেলুন আর পোর্টফোলিওটা হোমে রেখে দিন।

na…just blog name a ekta page khule felen…r portfolio ta home a rekhe den.

  • Save

১৫. প্রশ্নঃ ১- ব্লগারের ডোমেইন, হোস্টিং কি ফ্রি?

২- এই ধরনের সাইট র‍্যাংক করা কি ওয়ার্ডপ্রেস এর মত? যদি কঠিন হয় তাহলে কেমন কঠিন?

৩- ব্লগার আর ওয়ার্ডপ্রেস এর মধ্যে পার্থক্য কি?

উত্তরঃ

–  ফ্রী
–  ওয়ার্ডপ্রেস বলতে কি আপনি ফ্রি তা বুজাচ্ছেন ? ফ্রি আর পেইড ডোমেইন হোস্টিং একই রাঙ্ক পাবে না। গুগল পেইডকে এগিয়ে রাখবে। কারণ আপনি যখন ডোমেইন এবং হোস্টিং নিয়ে সাইট শুরু করবেন তখন গুগল ভাববে আপনি সিরিয়াস। ভিজিটররাও এখন আর ব্লগস্পট এর সাবডোমেইনকে খুব বেশি একটা ট্রাস্ট করে না।
–  ফ্রী তে হলে ব্লগার গুগলের প্রোডাক্ট –  কিন্তু যদি ওয়ার্ডপ্রেস সাইট এবং প্রিমিয়াম ডোমেইন হোস্টিং হয় তাহলে তো বুজলেন অনেক পার্থক্য।

  • Save

১৬. প্রশ্নঃ ১- ওয়ার্ডপ্রেস থেকে কি ফ্রি ডোমেইন পাওয়া যায়?
২- আমি শুনছি ব্লগার থেকেও নাকি পেইড ডোমেইন নেওয়া যায়। ব্লগার এর পেইড ডোমেইন এর সাইট আর ওয়ার্ডপ্রেস এর পেইড সাইট কে কি গুগল সেইম প্রায়োরিটি দিবে?
৩- ওয়ার্ডপ্রেস আর ব্লগারের সাইটের মধ্যে স্পীড কি ওয়ার্ডপ্রেসের সাইট এ বেশি থাকে?

উত্তরঃ

– হা
– হা, ব্লগার

থেকেও আপনি গুগল ডোমেইন ইউজ করে প্রিমিয়াম ডোমেইন কিনতে পারবেন। তবে গুগল ডোমেইন এবং অন্যান্য কোম্পানির ডোমেইনে আলাদা পার্থক্য নেই। মানে, র‍্যাঙ্কিং এ আলাদা গুরুত্ব পাবেন না।

–  স্পিড ইস্যু ডোমেইন এর জন্য না।

  • Save

১৭. প্রশ্নঃ ব্লগ পোস্ট আপডেট করার পর কি গুগল অটো ইনডেক্স করবে ? নাকি আমার আবার ইনডেক্স সাবমিট করতে হবে ?

উত্তরঃ অটো ইনডেক্স হয়।

সাইটম্যাপ ব্যবহার করবেন। তাহলে আপনাকে নেক্সটে আর ইনডেক্স নিয়ে ভাবতে হবে না।

 

১৮. প্রশ্নঃ ব্লগস্পটের সবচেয়ে ভাল টেম্পলেট কোনটি ব্লগিং করার জন্য?
প্লিজ কেউ ইগ্নোর করবেন না। জরুরী প্রয়োজন।

উত্তরঃ “NeedMag Blogger Template” এইটা দেখতে পারেন নরমালের মধ্যে।

  • Save

১৯. প্রশ্নঃ Badly needed web 2.0 list. Help me out. Thanks in Advance. 

উত্তরঃ Wordpress.com,blogger,trumbler ,blogspot, wix,livejournal, redifft,yola,wikidot, weebly etc. আরও লিস্টের জন্যে এই পোস্টটা দেখেন – https://www.nshamim.com/web-2-submission/

  • Save

২০. প্রশ্নঃ আসসালামু আলাইকুম । আমি biginner হিসেবে ব্লগিং দিয়ে শুরু করতে চাচ্ছি। নতুনদের ব্লগিং এর জন্য keyword research এ কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে। বড় ভাইদের কাছে সাজেশন চাচ্ছি…..

উত্তরঃ আপনার ভালো লাগার টপিক নেন। সাইট রেডি করেন। তারপর কিওয়ার্ড রিসার্চ করবেন। আপনার সাইটে তো আর ১টা কিওয়ার্ড থাকবে না। ১০০, ৫০০ অথবা ১০০০ কিওয়ার্ড আপনি টার্গেট করবেন। সুতরাং লো কম্পিটিটিভ অনেক কিওয়ার্ড আপনি আসতে  আসতে খুঁজে বের করবেন।

  • Save

২১. প্রশ্নঃ Event Blogging এর ক্ষেত্রে ব্যাকলিংক গুলো কিভাবে ইনডেক্স করছেন? সময় হাতে না থাকলে থার্ড পার্টি সাইট এর লিংক ইনডেক্সিং স্ট্র্যাটেজী কেমন হয় আপনাদের? জিএসএ বা এস ই ও নিউক এর মতো কোন সফটওয়্যার এর দারস্থ হতে হচ্ছে কি? জানাবেন দয়া করে।

উত্তরঃ 

– সেকন্ড টায়ার করে আরেকটা লিঙ্ক বিল্ডিং ক্যাম্পেইন করবেন প্রথম টায়ারের জন্যে। তাইলে ইনডেক্স রেট বাড়বে।
– হা স্ক্রেপবক্স অথবা সিনুক ইউজ করতে পারেন।

 

  • Save

২২. প্রশ্নঃ Technology related akta blog open korta cai..kivaba start korta pari & others advice diya kindly..Kew jodi aktu help korten.

উত্তরঃ নিচের ভিডিওতে বলা আছে ডিটেইলস। শুধু টেক নিস না, যে কোন নিসেই সেইম প্রসেস।

২৩. প্রশ্নঃ Is Blogger’s jump break feature SEO-friendly?

উত্তরঃ yes! its completely SEO friendly, Blogger has officially made it to make article for SEO friendly.

  • Save

২৪. প্রশ্নঃ কিছু সাজেশন দরকার। যদি একটু হেল্প করতেন।
১- আমরা ৩ জনের একটা টিম করছি, বাংলায় ব্লগ করার ইচ্ছে।
তো বাংলায় ব্লগিং করে কতটুকু আগানো যাবে? এডসেন্সে এভারেজ কেমন ইনকাম হতে পারে?

২- বাংলায় ব্লগিং এর ক্ষেত্রে কিওয়ারড রিসার্চ করে কন্টেন্ট লিখতে হবে? নাকি রেন্ডমলি কন্টেন্ট পোস্ট করতে হবে? কারন url এ তো বাংলা সাপোর্ট করে না

৩- আর কিওয়ারড রিসার্চ ছাড়া কন্টেন্ট পোস্ট করলে, ট্রাফিক কিভাবে জেনারেট হবে?
নাকি

৪- কোন থিম সবছেয়ে ভাল হবে? যেখানে ২/৩ জন অথর থাকতে পারে?

৫- আর বাংলা / ইংরেজি ২ ধরনের কন্টেন্ট একসাথে দেওয়া যাবে?

উত্তরঃ

–  অনেক দূরই যাওয়া সম্ভব। নির্ভর করছে আপনাদের ওপর। তবে কেবল এ্যাডসেন্স কেন, সাথে ইন্সট্যান্ট আর্টিকলও রাখুুন।

–  কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর ফলো ও ট্রেন্ড কাভার।  এই তিনটার মিশ্রনে কাজ করতে পারেন।

–  উপরের উত্তরটা ফলো করুন, ট্রাফিক পাবেন। পাশাপাশি নিস রিলেটেড একটি ফেসবুক পেইজ তৈরি করুন। ভাল কন্টেন্ট হলে অনেক সোসাল ট্রাফিক পাবেন।

–  সব থিমেই ২/৩ জন এই সুবিধা থাকে। একটা ক্লিন ও ফাস্ট লোডিং থিম নিলেই হল। ফ্রিতে অনেক ভাল থিম আছে। পেইডে যেতে হবে না।

–  hlang ট্যাগ ব্যবহার করে করতে পারেন বা সাব ডিরেক্টরি করে। কোনো সমস্যা নেই।

  • Save

২৫. প্রশ্নঃ ব্লগিং করতে চাই।ইচ্ছা আছে আলাদা ডোমেইন হোস্টিং নিয়ে ব্লগিং থেকে ইনকাম করার। বাট কিছু গাইডলাইন লাগবে।শুরু থেকে এডভান্স পর্যন্ত কিভাবে এগোলে ভালো হবে।
প্লিয হেল্প

উত্তরঃ আগে SEO সম্পর্কে জানেন ও শিখেন। কীওয়ার্ড রিসার্চ, নিস সিলেকশন, কনটেন্ট লিখা, অন-পেজ ও অফ-পেজ SEO। গাইড লাইন এর জন্য আপনি nshamim.com থেকে শিখতে পারেন ও যেটা না বুঝবেন SEO রিলেটেড গ্রুপ এ প্রশ্ন করতে পারেন।

  • Save

২৬. প্রশ্নঃ শুধুমাত্র ব্লগিং এবং এসইও এর জন্য জনপ্রিয় ফোরাম কোনটি ?

উত্তরঃ WebmasterWorld, BlackhatWorld, Warrior Forum & The MOZ Q&A Forum

 

  • Save

 ২৭. প্রশ্নঃ শুধু ব্লগিং করে সফল হতে হলে কি জাতীয় নিস সিলেক্ট করা উচিৎ?

উত্তরঃ যে নিস এ তুলনামূলক কম কম্পিটিশন, যে নিস আপনি ভাল কন্টেন্ট দিতে পারবেন এবং যে নিস এ একটা দীর্ঘ সময় পর্যন্ত কাজ করতে আগ্রহ ধরে রাখতে পারবেন।

 

  • Save

২৮. প্রশ্নঃ আমার একটি মাল্টিনিশ ব্লগিং সাইট। সেম্রাশ অরগানিক ট্রাফিক ছিলো ৩০০+। হঠাৎ করে ১১ তে এসে গেলো। ব্যাপারটা বুঝলাম না।

উত্তরঃ আপনার অর্গানিক কীওয়ার্ড গুলো রাঙ্ক হারাচ্ছে। আপনি পোস্ট করতে থাকেন সাথে যে কীওয়ার্ড গুলো রাঙ্ক হারাচ্ছে ঐগুলো কম্পেটিটর এনালাইসিস করে কনটেন্ট আপডেট ও ব্যাকলিংক করেন। আশা করি ট্রাফিক আবার চলে আসবে।

  • Save

২৯. প্রশ্নঃ ইভেন্ট ব্লগিং এর জন্য আমার ভাল হোস্টিং দরকার কোন কম্পানীর হোস্টিং ভাল হবে বলবেন কি?

উত্তরঃ WebHostingHub বা SiteGround দুটাই ভালো হোস্টিং। যে কোন একটা থেকে নিতে পারেন।

  • Save

৩০. প্রশ্নঃ ব্লগিং এবং নিশ সাইট এর জন্য ( ওয়ার্ডপ্রেস) আপনি কোন কোন প্রিমিয়াম থিম কে সব থেকে বেশি চয়েজ করেন?

উত্তরঃ নিস  সাইট এর জন্য –Generatepress/ Focus blog/ Astra ব্লগিং এর জন্য —Newspaper PRO

আশা করি আপনাদের জন্য ব্লগিং নিয়ে প্রশ্ন ও উত্তর পর্বের মাধ্যমে আমার এই ক্ষুদ্র প্রয়াস সকলের জন্য উপকার হবে।

এই পোস্ট এবং নিচের ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করুন বন্ধুদের সাথে।

 

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

6 thoughts on “কিভাবে একটা ব্লগ শুরু করবো? স্টেপ বাই স্টেপ ভিডিও, কিছু প্রশ্ন এবং উত্তর!”

  1. AdSense একাউন্টে ঢোকার পর site নামে একটা অপশন আছে। সেখানে Add Site নামে একটা বার আছে। ওখান থেকে সাইট এড করে দেয়া যাবে না?
    ইউটিউব চ্যানেল থেকে এডসেন্স একাউন্টটি খোলা হয়েছিল। এখন ইউটিউব চ্যানেলের মনোটাইজেশন অফ। তাতে ব্লগ সাইটে মনোটাইজেশনে কোন সমস্যা হবে?

    Reply
    • “Add Site” অপশনে সাইট এড করলেই কিন্তু আপনার সাইটে এড শো করবে না। গুগল ম্যেনুয়ালি আপনার সাইট এপ্রুভ করবে, তবেই আপনার সাইটে কোড বসানো থাকলে এড শো করবে। ইউটিউবের এডসেন্স দিয়েও ব্লগে মানিটাইজ করা যায়। সমস্যা নাই। একটা রিকুয়েস্ট পাঠাতে হয় জাস্ট।

      Reply
  2. মিনিমাম কি পরিমান ট্রাফিক হলে বুঝতে পারবো যে আমার সাইট মুটামুটি পপলার?

    Reply
  3. নতুন ব্লগে ট্রাফিক আনার জন্য কি কি করতে হবে?

    Reply
  4. ফ্রিতে কয়েকটি বাংলা কন্টেন রিসার্চ টুলের নাম

    Reply

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap