বাংলা কীওয়ার্ড সার্চ ভলিউম ও প্লাগেরিসম চেক করা টুলসসমূহ।

  • Save

আমরা তো অনেকেই ইংলিশ সাইট এর পাশাপাশি বাংলায় সাইট করে থাকি কিন্তু যেই ভাষাতেই ওয়েবসাইট তৈরী করেন না কেন আপনাকে কীওয়ার্ড রিসার্চ করতেই হবে আর কীওয়ার্ড রিসার্চ করতে হলে আপনাকে টার্গেটেড অডিয়েন্স এর ঐ কীওয়ার্ড গুলাতে কেমন সার্চ করছে মানে সার্চ ভলিউম দেখে নিতে হয়। তাই আপনাকে অবশ্যই কীওয়ার্ড রিসার্চ করার সময় ঐ দেশকে সিলেক্ট করে নিতে হবে।
আশার কথা হচ্ছে এখন আপনি বাংলায় ওয়েবসাইট তৈরী করলেও কীওয়ার্ড রিসার্চ করতে সমস্যা হবে না কারণ অনেক ট্রাস্টেড কীওয়ার্ড রিসার্চ টুলস এখন বাংলা কীওয়ার্ড সার্চ ভলিউম দেখায়। নিচে ৫ তা টুলস এর স্ক্রিনশট দেয়া হলো;
Ahrefs : স্ক্রিনশট লিংক: https://prnt.sc/xhry2x
Ubersuggest: স্ক্রিনশট লিংক: https://prnt.sc/xhrzjm
kwfinder: স্ক্রিনশট লিংক: https://prnt.sc/xhs0vw
Keyword Surfer: স্ক্রিনশট লিংক: https://prnt.sc/xhs35f
Semrush: স্ক্রিনশট লিংক: https://prnt.sc/xhs4qa

অন্যদিকে বাংলা কনটেন্ট লিখার পর প্লেগারিসম আছে কিনা তা চেক করার জন্য আগে তেমন কোনো টুলস ছিল না কিন্তু এখন আপনি চাইলে সহজেই আপনার কনটেন্ট প্লেগারিসম চেক করে নিতে পারবেন। নিচে ২ টি ফ্রি টুলস স্ক্রিনশটসহ দেয়া হলো যেগুলা দিয়ে বাংলা কনটেন্ট প্লেগারিসম চেক করতে পারবেন।

Duplichecker: স্ক্রিনশট লিংক: https://prnt.sc/xhsmrn
Plagiarism detector: স্ক্রিনশট লিংক: https://prnt.sc/xhsrds

যেহেতু এই ২ টি ফ্রি টুলস দিয়ে প্লেগারিসম চেক করা যাচ্ছে তার মানে আপনি অন্যান্য পেইড টুলস দিয়েও প্লেগারিসম চেক করতে পারবেন।

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

1 thought on “বাংলা কীওয়ার্ড সার্চ ভলিউম ও প্লাগেরিসম চেক করা টুলসসমূহ।”

  1. দীর্ঘদিন ধরে শামিম ভাইয়ের ফেসবুক গ্রুপ নিয়মিত অনুসরন করি। এসইও শিখি পাশাপাশি কাজের উৎসাহও পাই।

    Reply

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap