বিং ওয়েবমাস্টার ওভারভিউ

বিং সার্চ ইঞ্জিন হিসেবে গুগল থেকে ছোট হলেও ট্রাফিক গুরুত্ব হিসেবে একেবারে ফেলে দিতে পারবেন না। গুগল এর পরের অবস্থানটাই হচ্ছে বিং সার্চ ইঞ্জিন। এখন চলুন দেখে নেই বিং সার্চ ইঞ্জিন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। 

১) প্রথমেই আপনি  বিং ওয়েবমাস্টার এ  সাইট সাবমিট করবেন তার জন্য আপনি html কোডটি নিয়ে আপনার এসইও প্লাগিন এ অ্যাড করুন। 

২) বিং ওয়েবমাস্টার এ সাইটম্যাপ সাবমিট করুন।

৩) আপনার ওয়েবসাইট ভেরিফিকেশন এরপর ২/১ দিনের মধ্যে ক্রল ও ইনডেক্সিং করে থাকে। 

৪) যদি আপনার ওয়েবসাইট ইনডেক্সিং সমস্যায় ভুগে তাহলে আপনি রাঙ্ক ম্যাথ এসইও প্লাগিন ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে; 

-রাঙ্ক ম্যাথ ইনস্টল ও সেট আপ করুন 
-বিং এ ওয়েবসাইট ভেরিফাই করুন 
-ইনস্ট্যান্ট ইনডেক্স API এনাবল করুন 
-বিং API কী নিন 
-সেই API কী রাঙ্ক ম্যাথ ইনস্ট্যান্ট ইনডেক্স সেটিংস এ যুক্ত করুন। তাছাড়া আপনি চাইলে “index now” দিয়েও যেকোনো পোস্ট /পেজ ইনডেক্সিং রিকোয়েস্ট পাঠাতে পারেন।  

৫) আপনার সাইট বা পোস্ট ইনডেক্স হয়েছে কিনা সেইটা আপনি বিং ওয়েবমাস্টার টুলস এর ইন্সপেক্ট ইউআরএল টুলস দিয়েও চেক করতে পারবেন।  

৬) বিং ওয়েবমাস্টার গাইডলাইন এর মতে, কোয়ালিটি, ইউনিক কনটেন্ট ও ইনডেপ্থ আর্টিকেল দেয়া যাতে ইউসাররা উপকৃত হয়ে থাকে। তাই এই দিকটা ব্লগারদের মাথায় রাখা উচিত। 

আপনি যদি গ্লোবাল সার্চ ইঞ্জিন মার্কেট দেখেন তবে গুগল হোল্ড করে আছে ৯২.১৮% শেয়ার আর দ্বিতীয় পর্যায়ে আছে বিং যারা কিনা হোল্ড করে আছে ২.২৭% শেয়ার।  তারপরেও ট্রাফিক এর দিক  বিবেচনাতে বিং সার্চ ইঞ্জিনের এর গুরুত্ব এখনো বেশ ভালোই আছে।  

আশা করি বিং নিয়ে আপনারা ছোট একটা ওভারভিউ পেলেন।

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap