আমার যারা ওয়েবসাইট এর মাধ্যমে ব্লগিং বা এফিলিয়েট এর কাজ করি তারা সবাই জানি এবাউট পেজ এর গুরুত্ব কতটুকু। এবাউট পেজটি আপনার ওয়েবসাইট এর পরিচিতি ও একটা ওভারভিউ দিয়ে থাকে। তাহলে চলুন জেনে নেই এবাউট পেজ কেমন হওয়া চাই;
১) আপনার ওয়েবসাইট মিশন
২) কবে থেকে শুরু করেছেন সেই হিস্ট্রি
৩) সার্ভিস রিলেটেড সাইট হলে আপনার সার্ভিস সম্পর্কে বলবেন; আর যদি আপনার সাইট এফিলিয়েট সাইট হয়ে থাকে তবে আপনি প্রোডাক্ট রিসার্চ কিভাবে করে সেইটার রিভিউ লিখেন ঐটা বলবেন।
৪) ব্লগ সাইট বা ইনফো কনটেন্ট গুলার জন্য আপনি কিভাবে ডাটা কালেক্ট করেন সেইটা বলবেন
৫) রিডাররা কেন আপনাকে ট্রাস্ট করবে সেই কারণ তা বলেন।
অথর বায়োতে আপনি কি করেন ও কিভাবে আপনি নিজের নিস বিষয়ে এক্সপার্ট সেইটা বলবেন। অথর বায়ো ১০০ ওয়ার্ড এর মধ্যে হলেই ভালো এবং সিঙ্গেল অথর হলে আপনি অবশ্যই প্রতিটা পেজ/ পোস্ট এর নিচে অথর দিবেন।
আর গুরুত্বপূর্ণ আরো একটা বিষয় হচ্ছে অথর রাখলে তার নামে প্রতিটা সোশ্যাল প্রোফাইল খোলা ও অবশ্যই গুরুত্বপূর্ণ প্লাটফর্ম গুলাতে পার্টিসিপেট করা।
ভয়েস সার্চ কিভাবে অপ্টিমাইজ করা যায় ?
বর্তমানে ভয়েস সার্চ এর গুরুত্ব বেড়ে যাবার কারণ হচ্ছে দিন দিন মোবাইল সার্চার এর সংখ্যা বেড়েই চলছে। যার দরুন ভয়েস সার্চ অপ্টিমাইজ কনটেন্ট গুলা বর্তমানে বেশি ভালো করছে। এখন চলুন জেনে নেই কিভাবে ভয়েস সার্চ কনটেন্ট অপ্টিমাইজ করতে পারবেন ;
১) কোনভার্সনাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করুন
২) FAQ গুলা প্রপারলি অপ্টিমাইজ করুন। ২১ ওয়ার্ড থেকে ৪১ ওয়ার্ড এর মধ্যে উত্তর রাখুন।
৩) ‘Who,’ ‘What,’ ‘Where’ And ‘How’ প্রশ্ন গুলার উত্তর দেন।
৪) কনটেন্ট এর মূল প্রশ্ন তা আইডিনন্টিফাই করে অপ্টিমাইজ করুন।
৫) ভয়েস সার্চ ও ট্রাডিশনাল সার্চ এর জন্য অপ্টিমাইজ করুন
৬) সাইট স্পিড এর দিকে লক্ষ্য রাখুন
৭) স্কিমা ব্যবহার করুন
স্প্যাম স্কোর কি এসইও তে ইফেক্ট ফেলে ? ব্যাকলিংক ছাড়া স্প্যাম স্কোর থাকলে করণীয় কি ?
আসলে স্প্যাম স্কোর তাই এসেছে Moz টুল এর একটি ম্যাট্রিক্সস। যদিও এটি এসইও তে তেমন প্রভাব ফেলে না তবুও যদি স্প্যাম স্কোর বেশি হয় তাহলে আপনি খারাপ লিংক গুলা সনাক্ত করে বাদ দিয়ে দিবেন।
করণীয়:
১) স্প্যাম স্কোর বের করার জন্য Moz বার এক্সটেনশন টি ব্যবহার করা
২) Ahrefs দিয়ে চেক করে দেখা বাজে লিংক আছে কিনা
৩) বাজে লিংক গুলা disavow করা
৪) কোয়ালিটি লিংক বিল্ড করা
- অনলাইন ক্যারিয়ার গড়তে হলে সাপোর্ট কতটা ইম্পরট্যান্ট ? - December 2, 2022
- ২০২৩ এসইও কেমন হবে ?প্রেডিকশন। - December 1, 2022
- লাস্ট গুগল আপডেট এরপর আমি ১০০+ অডিট করতে যেয়ে, যে যে সমস্যা গুলা পেয়েছি। - November 30, 2022