কিভাবে প্রফিটেবল নিশ সিলেক্ট করবেন?

একটা নিশ সিলেক্ট করার পর, সেই নিশ নিয়ে ওয়েবসাইট করে এফিলিয়েট করতে চাই।
সেই নিশ নিয়ে কাজ করা প্রফিটেবল কিনা, বা ভালো আর্নিং করা যাবে কিনা সেটা চেক করার উপায় আছে?

আপনি যখন কোনো নিশ সিলেক্ট করেই ফেলবেন তখন তো আপনি আপনি অবশ্যই নিশ  প্রফিটেবলে কিনা সেইটা নিশ্চিত হয়েই নিবেন। তা না হলে আপনার নিশ সিলেকশন তো ঠিক হয় নাই যদি আপনি নিশ নেয়ার পর ভাবেন আপনার নিশ নেয়াটা প্রফিটেবল কিনা ? 

এখন চলুন আমরা জেনে নেই কিভাবে একটি প্রফিটেবল নিশ বের করতে পারেন; 

১) আপনি এফিলিয়েট সাইট তৈরী করতে চাইলে প্রথমেই আপনাকে “আমাজন বেস্ট সেলার” লিখে গুগল এ সার্চ করেন। 

২) বেস্ট সেলার থেকে যেকোনো একটি মাইক্রো নিশ সিলেক্ট করে নিন 

৩) গুগল ট্রেন্ড এ ঐ নিশের ১ বছর বা ৫ বছরের ট্রেন্ড চেক করুন। অবশ্যই কান্ট্রি হিসেবে ইউনাইটেড স্টেট কেই সিলেক্ট করবেন 

৪) নিশের সেশনালিটি চেক করুন  

৫) সিসোনালিটি চেক করার পর ও ট্রেন্ড ভালো থাকলে এখন আপনি আবার আমাজন এ যান। সেখান থেকে প্রোডাক্ট  এভেইল্যাবল আছে কিনা সেইটা দেখে নেন। 

৬) প্রোডাক্ট রেটিং ৪ বা তার উপর আছে কিনা চেক করুন

৭) প্রোডাক্ট প্রাইস ৫০$ বা তার অধিক কিনা সেইটা চেক করুন 

৮) কমপক্ষে ৫০ তা বেস্ট বা রিভিউ টাইপ কনটেন্ট দিতে পারবেন কিনা সেইটা চেক করুন। 

উপরের সবগুলা যদি “হা” উত্তর হয় তবে নিশটি নিয়ে নেন। 

Web 3.0 পুরোদমে আসলে, SEO এর ভবিষ্যৎ কতটা ক্ষতিগ্রস্ত হবে?

সহজ উত্তর হচ্ছে না কারণ ওয়েব ৩.০ কিন্তু সার্চ ইঞ্জিন এর মাধ্যমেই ব্যবহার হবে। সার্চ ইঞ্জিনকে রিপ্লেস করবে না। যদি এসইও টেকনিক এ কিছু চেঞ্জ আসবে কিন্তু ক্ষতি হবে না বরং আরো ভালো হবে কারণ এটি করেই হচ্ছে ইউসার ফ্রিন্ডলী করার জন্য আর এসইও করা হয় ইউসার ফ্রিন্ডলী করার জন্যই। আপনারা এই ভিডিওটি দেখতে পারেন পুরা ধারণা পাবার জন্য; ; https://www.facebook.com/profile/100050774314755/search/?q=web%203.0      

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap