নোফলো ট্যাগ, স্পনসর করা কনটেন্ট এবং ইউজিসি এট্রিবিউটগুলির মতো Rel এট্রিবিউটগুলির সঠিক ব্যবহারের অর্থ হল আপনার লিঙ্কগুলি সঠিকভাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে যা গুগলকে আপনার সাইটটি আরও সহজে বুঝতে সহায়তা করতে পারে। কীভাবে সেগুলি ব্যবহার করতে হয় তা বোঝার জন্য, প্রথমে আপনাকে জানতে হবে যে Rel এট্রিবিউটগুলি কী ?
rel attribute কি?
rel এট্রিবিউটগুলি হচ্ছে এক পেজ থেকে অন্য পেজ এ লিংক করার জন্য এইচটিএমএল ট্যাগ। লিঙ্ক বা সাইট নেভিগেশন মতো এইচটিএমএল-এর অন্যান্য এলিমেন্টগুলির জন্য ও rel এট্রিবিউট ব্যবহার করা হয়। এটি ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে সার্চ ইঞ্জিন এর ক্রলার বা গুগল স্পাইডার আপনার ওয়েবসাইটে কি ঘটছে এবং কিভাবে বিভিন্ন এলিমেন্ট একসাথে কাজ করে তা বুঝতে সাহায্য করে। গুগল অনেকগুলা rel ট্যাগের মধ্যে ৩ টিকে গুণগতসম্পর্ণ মনে করে থাকে। নিচে ৩টি এট্রিবিউট নিয়ে ছোট পরিসরে আলোচনা করা হলো;
rel=”sponsored” – এই ট্যাগটি দ্বারা স্পন্সরড বা পেইড কনটেন্ট লিংক বুঝানোই হয়ে থাকে।
rel=”ugc” – এই ট্যাগটি দ্বারা ইউসার তৈরীকৃত কনটেন্ট গুলাকে বুঝিয়ে থাকে যেমন কমেন্ট, রিভিউ, পোস্ট ইত্যাদি।
rel=”nofollow” – এই ট্যাগটি ব্যবহার করা হয়ে থাকে যেই কনটেন্ট গুলাকে আপনি লিংক জুস পাস্ করতে চান না এমন কনটেন্ট এ। অন্যভাবে বলা যায়, যেই কনটেন্ট এ স্পন্সরড ও UGC ট্যাগ ব্যবহার করা না হয় সেই কনটেন্ট গুলাতে এই ট্যাগ ব্যবহার করা হয়।
অতিরিক্ত টিপস:
rel=”sponsored” ট্যাগটি এখন আর না ব্যবহার করাই ভালো কারণ গুগল সব সময় পেইড লিংক করাটা নিরুসাহিত করে। এই ট্যাগের বদলে নো-ফলো ট্যাগ ব্যবহার করা ভালো।
ডু-ফলো লিংকের ক্ষেত্রে কোনো প্রকার rel ট্যাগ ব্যবহার করা হয় না।
- অনলাইন ক্যারিয়ার গড়তে হলে সাপোর্ট কতটা ইম্পরট্যান্ট ? - December 2, 2022
- ২০২৩ এসইও কেমন হবে ?প্রেডিকশন। - December 1, 2022
- লাস্ট গুগল আপডেট এরপর আমি ১০০+ অডিট করতে যেয়ে, যে যে সমস্যা গুলা পেয়েছি। - November 30, 2022