মে ২০২১ এ গুগলের যেই Page Experience Update (Page Speed – Core Web Vitals) আসার কথা ছিলো, সেটা আপাতত স্থগিত করেছে গুগল।
সোর্সঃ https://developers.google.com/…/more-details-page…
জুনের মাঝামাঝি সময় থেকে আস্তে আস্তে আপডেটটা এপ্লাই হবে এবং আগস্ট পর্যন্ত চলবে। মানে সাইট অপ্টিমাইজ করার জন্যে আরো কিছু সময় পাওয়া গেলো।
পাশাপাশি Search Console এ পেইজ এক্সপেরিএন্স নামে আলাদা একটা রিপোর্ট ট্যাব চালু করেছে গুগল যেখান থেকে আপনি এক নজরে আপনার সাইটের পেইজ এক্সপেরিয়েন্স এর বিস্তারিত দেখে নিতে পারেন।
এইটা দেখতে আপাতত এইরকম – https://go.nshamimpro.com/share/AL8Jz2WadlO6dUigLoIYএর সাথে গুগল আমাদেরকে Signed Exchanges (SXGs) ইউজ করতে বলছে যেটা নিয়ে কেউ হয়ত কোন একটা প্লাগিন বানাবে এবং আমি সেই অপেক্ষায় আছি।

শুভ কামনা।
Latest posts by Yaqub Nipu (see all)
- অনলাইন ক্যারিয়ার গড়তে হলে সাপোর্ট কতটা ইম্পরট্যান্ট ? - December 2, 2022
- ২০২৩ এসইও কেমন হবে ?প্রেডিকশন। - December 1, 2022
- লাস্ট গুগল আপডেট এরপর আমি ১০০+ অডিট করতে যেয়ে, যে যে সমস্যা গুলা পেয়েছি। - November 30, 2022