গুগল পেজ এক্সপিরিয়েন্স আপডেট [২০২১]

মে ২০২১ এ গুগলের যেই Page Experience Update (Page Speed – Core Web Vitals) আসার কথা ছিলো, সেটা আপাতত স্থগিত করেছে গুগল।

সোর্সঃ https://developers.google.com/…/more-details-page…

জুনের মাঝামাঝি সময় থেকে আস্তে আস্তে আপডেটটা এপ্লাই হবে এবং আগস্ট পর্যন্ত চলবে। মানে সাইট অপ্টিমাইজ করার জন্যে আরো কিছু সময় পাওয়া গেলো।

পাশাপাশি Search Console এ পেইজ এক্সপেরিএন্স নামে আলাদা একটা রিপোর্ট ট্যাব চালু করেছে গুগল যেখান থেকে আপনি এক নজরে আপনার সাইটের পেইজ এক্সপেরিয়েন্স এর বিস্তারিত দেখে নিতে পারেন।

এইটা দেখতে আপাতত এইরকম – https://go.nshamimpro.com/share/AL8Jz2WadlO6dUigLoIYএর সাথে গুগল আমাদেরকে Signed Exchanges (SXGs) ইউজ করতে বলছে যেটা নিয়ে কেউ হয়ত কোন একটা প্লাগিন বানাবে এবং আমি সেই অপেক্ষায় আছি।

🙂
  • Save
এই SXGs নিয়ে বিস্তারিত এইখানে – https://web.dev/signed-exchanges/#toolingযেহেতু কিছু সময় পেয়েছেন, তাই আপনার সার্চ কনসোল এর Page Experience ট্যাবটা খুলুন এবং দেখুন কোন কোন পেইজ Failing দেখাচ্ছে। সেগুলো নিয়ে কাজ করা শুরু করুন।

শুভ কামনা

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap