রেডিট মার্কেটিং স্ট্রেটেজি !

রেডিট এ যারা কাজ করেন তারা জানেন ট্রাফিক সোর্স হিসেবে এই প্লাটফর্ম কতটা গুরুত্বপূর্ণ ? এই প্লাটফর্মটি আপনার টার্গেটেড ট্রাফিক এনে দিতে বেশ কাযকরী ভূমিকা পালন করে থাকে। তাই আপনি যদি সঠিক উপায়ে রেডিট ব্যবহার করতে পারেন তাহলে লং-টাইম এ আপনার ওয়েবসাইট এ ভালো পরিমান ট্রাফিক এই প্লাটফর্ম থেকে নিয়ে আসতে পারেন। 

চলুন রেডিট নিয়ে কিছু প্রশ্নের উত্তর জেনে নেই;    

# রেডিট মার্কেটিংয়ের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে ?

উত্তরঃ

১) রেডিট লেটেস্ট ট্রেন্ড বের করার জন্য কাস্টমার রিসার্চ টুলস হিসেবে বিবেচনা করা।
২) একটি eye-catchy শিরোনাম কীভাবে লিখতে হয় সে সম্পর্কে ধারণা পেতে Reddit ব্যবহার করুন।
৩) আপনার নিশ এর সাব রেডিটে যুক্ত হন।
৪) রেডিটে ভ্যালু অ্যাড করে কারমা বাড়িয়ে নিন।
৫) রেডিটে তাদের সাথে কানেক্ট হন যারা আপনার নিশ/ ব্র্যান্ড নিয়ে আগ্রহী।   

# কোন কাজগুলো করলে একাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকে?

উত্তরঃ

২ টি কারণে আপনার একাউন্ট সাসপেন্ড বা লক করা হতে পারে। ১) আপনি যদি রেডিট এর পলিসি ভায়োলেশন করেন (স্প্যামি লিংক বা কনটেন্ট লিংক দেন যেইটা স্প্যামি মনে করতে পারে সাব রেডিট মডারেটর) বা আপনার এক্টিভিটিতে যদি সন্দেহজনক কিছু পাওয়া যায় তাহলে আপনার একাউন্ট সাসপেন্ড বা লক করতে পারে। 

রেডিট পলিসি ভায়োলেশন লিংক; https://reddit.zendesk.com/hc/en-us/articles/360045734511
রেডিট একাউন্ট সাসপেনশন লিংক; https://reddit.zendesk.com/hc/en-us/articles/360043504111  

# কারমা বাড়ানোর ক্ষেত্রে আপনারা কোন বিষয়গুলো প্রয়োগ করে থাকেন?

উত্তরঃ
– রবিবার ইস্টার্ন টাইম অনুযায়ী সকাল ৬ টা থেকে সকাল ৮টার মধ্যে পোস্ট করেন। 
– r/AskReddit সাব-রেডিটে প্রশ্ন করুন 
– নতুন ও রাইসিং পোস্টে কমেন্ট করুন 
– কথোপকথন চালিয়ে যাওয়ার জন্য সর্বদা রেসপন্স করুন।

# এটলিস্ট অ্যাকাউন্ট তৈরি করার কতদিন পর থেকে মার্কেটিং শুরু করা উচিত ?

উত্তরঃ

আপনার কারমা ২০০+ হলেই আপনি মার্কেটিং এ যান। তবে মার্কেটিং করার ক্ষেত্রে মনে রাখবেন যাতে যেই পোস্ট করছেন সেইটা যেন সাব-রেডিট অনুযায়ী হয়ে থাকে। আর অবশ্যই কমেন্ট ও পোস্ট যেন রিসোর্সফুল হয়ে থাকে। 

কারমা দ্রুত ২০০ করার টিপস:

কারমা বাড়ানোর একটি ভালো পদ্ধতি হচ্ছে ট্রেন্ডি বিষয় গুলা নিয়ে পোস্ট দেয়া। যেমন ইউক্রেইন ও রাশিয়া হচ্ছে এখন সব থেকে আলোচিত বিষয়।     

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap