এসইও অডিট টুলস লিস্ট (ফ্রি ও পেইড)

আপনারা জানেন গুগল ১২ মাসের মধ্যে ১৩ বার আপডেট দিতে থাকে (কথার কথা) এর মধ্যে আরো কত গোপন আপডেট দেয় যা গুগল অফিসিয়ালি স্বীকার করে না। তাই এত কিছুর মধ্যে আপনার সাইটটি ঠিক থাক আছে কিনা তা জানার জন্য আপনাকে সাইট অডিট করতে হবে।
তাই কনটেন্ট, সাইট স্ট্রাকচার, লোডিং স্পিড, ব্যাকলিংক চেক করার জন্য অডিট করা বাঞ্ছনীয়। আজ তাহলেচলুন কিছু পেইড ও ফ্রি অডিট টুলস সম্পর্কে জেনে নেই। 🙂

ফ্রি অডিট টুলস লিস্ট 

  • Save

১) Google Search Console  
গুগল সার্চ কনসোল ফ্রীতে আপনাকে পারফেক্ট অডিট রেজাল্টস দেখাবে। যেমনঃ  load speed, indexed pages, broken links, HTML markups সহ clicks, impressions, average click-through rate; সাইট পারফরমেন্স ও কীওয়ার্ড পজিশন দেখায়। তাই সার্চ কনসোল হতে পারে আপনার জন্য বেস্ট এসইও অডিট টুলস গুলার মধ্যে অন্যতম। লিংক: https://search.google.com/search-console/ 
২) SEMrush
ইনডেপ্থ এসইও অডিট করার জন্য আপনি SEMrush টুলসটি ব্যবহার করতে পারেন। আপনি সাইট অডিট সেকশন থেকে আপনার সাইট অডিট করে নিতে পারেন। যদি একটি ওয়েবপেজ এর দরকার হয় তও আপনি অডিট করে নিতে পারেন। ফ্রীতে আপনাকে ১০০ পর্যন্ত ক্রল পেজের ডাটা দেখাবে। সাইট হেলথ; কীওয়ার্ড পজিশন; সাইট এরর সহ অনেক গুরুত্বপূর্ণ ডাটা পাবেন। তবে এইটা পেইড ভার্শনে সব রকম ডাটা এক্সপ্লোর করতে পারবেন। লিংক: https://www.semrush.com/siteaudit/      
৩) Ahrefs webmaster tools
আপনি এই টুলসটি সেট করার মাধ্যমে আপনার ওয়েবসাইট এর হেলথ স্কোর; ইনডেক্সিং পেজ; ইন্টারনাল লিংক; অন-পেজ; রেডিরেক্শন; পারফরমেন্স; ট্রাফিক; অর্গানিক কীওয়ার্ড; টপপেজসহ আরো অনেক কিছু দেখতে পারবেন। লিংক: https://ahrefs.com/webmaster-tools
৪) Screaming Frog
স্ক্রিমিং ফ্রগ দিয়ে আপনি ৫০০ ইউআরএল পর্যন্ত ফ্রীতে ক্রল করে রিপোর্ট বের করতে পারবেন। আপনি এর মাধ্যমে মেটা ডেসক্রিপশন; টাইটেল এসইও ফ্রেন্ডলি কিনা জানতে পারবেন। ইমেজ সাইজ ও alt tag ব্যবহার করেছেন কিনা জানতে পারবেন। ৩০১, ৪০৪ সহ আরো অনেক ইস্যু আপনি এই টুলস এর মাধ্যমে অডিট করে জানতে পারবেন। লিংক: https://www.screamingfrog.co.uk/seo-spider/ 
৫) HubSpot’s Website Grader
এই টুলসের মাধ্যমে আপনি পারফরমেন্স; মোবাইল অপ্টিমাইজেশন; এসইও ; সিকিউরিটি ও সাইট হেলথ সম্পর্কে একদম ফ্রীতে জানতে পারবেন। আপনার ওয়েবসাইট গ্রেড করে কি করতে হবে তার একটা লিস্ট করে দিবে এই টুলস। লিংক: https://website.grader.com/  
৬) GTmetrix
এই টুলস দিয়ে আপনি আপনার ওয়েবসাইট এর লোডিং স্পিড এনালাইসিস করতে পারবেন। লোডিং টাইম; পেজ সাইজ ও রিকোয়েস্ট নম্বর দেখায়। সাথে আপনি কি কি সমস্যা আছে তার একটি লিস্ট পাবেন স্ট্রাকচার বাটন এ ক্লিক করলেই। লিংক: https://gtmetrix.com/ 
৭) Found’s SEO Audit Tool
এই অনলাইন টুলস দিয়ে আপনি টেকনিক্যাল ইস্যু গুলা সম্পর্কে জানতে পারবেন যেমনঃ কনটেন্ট; লিংকবিল্ডিং; মেটাডাটা ও ক্যানোনিক্যালাইজেশন ইস্যু গুলা আপনি খুঁজে বের করতে পারবেন। শুধু আপনার ইউআরএল এন্টার করলেই হবে বাকিটা টুলস করে দিবে। 
৮) Varvy’s SEO Overview Tool
এই টুলসটি দিয়ে আপনি ডোমেইন স্ট্রেনথ; লিংক; সোশ্যাল কাউন্ট; টেকনিক্যাল এসইও; পেজ স্পিডসহ আরো অনেক ডাটা দেখায়। এই টুলসটিও আপনি ফ্রীতে ব্যবহার করতে পারবেন। লিংক: https://webmastersquare.com/tools/varvy/          
৯) Ubersuggest
আপনি এই টুলসটি দিয়ে আপনার ওয়েবসাইট এর এসইও সমস্যা গুলা অডিট করে বের করতে পারবেন। যদিও এই টুলসটা পুরাপুরি ফ্রি না তবে আপনি ৩ তা ইউআরএল প্রতি দিন এক্সপ্লোর করতে পারবেন একদম ফ্রীতে। আপনার ওয়েবসাইট সাইট অ্যানালাইজার এ যেয়ে এক্সপ্লোর করলে সাইট হেলথ; অন-পেজ স্কোর; ট্রাফিক; অর্গানিক কীওয়ার্ড; ক্রিটিকাল এরর, টপ ইস্যু ও পেজ স্পিডসহ আরো অনেক গুলা ফিচারস পাবেন। লিংক: https://app.neilpatel.com/en/seo_analyzer/
১০) Website Auditor
এই টুলস দিয়ে আপনি রোবট ডট টিএক্সটি; সাইটম্যাপ; টাইটেল; ওয়ার্ড কাউন্ট; সাইট স্ট্রাকচার ভিজুয়ালাইজেশন; কনটেন্ট অপ্টিমাইজ; TF-IDF এনালাইসিস করে দিয়ে থাকে। এত সব কিছু আপনি ফ্রীতেই অডিট করতে পারবেন। লিংক: https://www.link-assistant.com/website-auditor/ 

পেইড টুলস এর মধ্যে আপনি ব্যবহার করতে পারেন Ahrefs; Website Auditor; SEMrush; Ubersuggest ও Screaming Frog             

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap