এসইও সার্টিফিকেট লিস্ট।

  • Save

আপনি যদি এসইও এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনার কাজের প্রমানের মাধ্যমে ক্লায়েন্ট থেকে কাজ পাবেন কিন্তু আপনি যদি বিগেনার হয়ে থাকেন তখন কাজ পেতে আপনার বেগ পেতে হয় তাই আপনার যদি ঐ কাজের প্রফেশনাল সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু বায়ারকে বুঝানো সম্ভব হয় যে আপনি ঐ কাজটা অন্ততপক্ষে পারবেন।
এসইও ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরেনর সার্টিফিকেট কোর্স আছে যেগুলো আপনি কমপ্লিট করার পর অনলাইন সার্টিফিকেট পাবেন আর ঐগুলা ট্রাস্টেডও বটে। তাহলে চলুন জেনে নেই কি কি সার্টিফিকেট কোর্স আপনি করতে পারেন !!

টপ ১০ ফ্রি এসইও সার্টিফিকেট লিস্ট:

আমি আপনাদের যেই কোর্স লিস্ট দিবো তা অবশ্যই ফ্রীতে কিন্তু ঐ কোর্স গুলার সার্টিফিকেট ভ্যালু ও রিসোর্স নিয়ে কোনো প্রশ্ন নাই।
১) HubSpot Inbound Marketing Course
কোর্স টাইপ: ফ্রি
Inbound Marketing Course টি Hubspot কোর্সটি করিয়ে থাকে। আপনি এই কোর্সে যা যা পাচ্ছেন ভিসিটর আকর্ষণ করা; লিড কনভার্ট করা সহ আরো অনেক টিপস ও ট্রিকস পাবেন। নতুনদের জন্য এই কোর্সটি বেশ কাজের। ৩৪টি ভিডিও ও ৮টি কুইজ পাবেন এই কোর্সে। লিংক: https://academy.hubspot.com/courses/seo-training
২) On-Page and Technical SEO Course (SEMRUSH)
কোর্স টাইপ: ফ্রি
আপনি এই কোর্সটিতে অনপেজ এসইও ও অফ-পেজ এসইও নিয়ে অনেক ভালো মানের ভিডিও পাবেন। কোর্সটিতে আপনি পাচ্ছেন; সাইট অডিট; HTTPS ইস্যু; ক্রাউলাবিলিটি ইস্যু বের করে ফিক্স করা; লগ ফাইল এনালাইসিস; এসইও ফ্রেন্ডলি কনটেন্ট এনালাইসিস; অনপেজ এসইও ইম্প্রোভ করার টিপস ও ট্রিকস।
কোর্স লিংক: https://www.semrush.com/academy/courses/on-page-and-technical-seo-course
তাছাড়াও আপনি SEO Toolkit Course (SEMRUSH) তা করে নিতে পারেন। কোর্স লিংক: https://www.semrush.com/academy/courses/seo-toolkit-course  
৩) Free SEO training: SEO for beginners (Yoast)
কোর্স টাইপ: ফ্রি
এই কোর্সটি একদম নতুনদের জন্য ক্রাশ কোর্স। যাদের একদম এসইও নিয়ে কোনো জ্ঞান নাই তাদের জন্য এই কোর্সটি একদম পারফেক্ট। কোর্স লিংক: https://yoast.com/academy/free-seo-training-seo-for-beginners/
৪) SEO Training Course by Moz (Udemy)
কোর্স টাইপ: ফ্রি
udemy এই কোর্সটিতে সর্বোচ্চসংখ্যক স্টুডেন্ট এখন পর্যন্ত এনরোল করেছে। এই কোর্সটি একদম বেসিক থেকে শুরু। মাত্র ৩.৫ ঘন্টার ভিডিও আছে এই কোর্সে। রেটিং ৪.৩ (৫ এর মধ্যে) সব থেকে সমস্যা হচ্ছে এই কোর্সটি আপডেট করা হয়নি যার দরুন কিছু ভিডিও আউটডেট হয়ে গেসে।
কোর্স লিংক: https://www.udemy.com/course/whiteboard-seo/
৫) Free SEO Course (ClickMinded)
কোর্স টাইপ: ফ্রি
Tommy Griffith হচ্ছে এই কোর্স এর ইন্সট্রাক্টর। আপনি এই কোর্স এর মাধ্যমে একটি বড় কোম্পানি এসইও করার জন্য কি কি স্টেপ ফলো করতে হয় তা জানতে পারবেন সাথে এসইও নিয়ে অনেক ভালো রিসোর্স জানতে পারবেন। কোর্স লিংক: https://www.clickminded.com/mc-registration-seo-keyword-strategy-2/
৬) Search Engine Optimization ( SEO) Specialization (Coursera)
কোর্স টাইপ: ফ্রি
এই কোর্সটিতে আপনি পাবেন; সার্চ ইঞ্জিন পরিচিতি; সার্চ ইঞ্জিন অপ্টিমাইজ ফান্ডামেন্টাল; ওয়েবসাইট সার্চ অপ্টিমাইজেশন; অ্যাডভান্স কনটেন্ট ও সোশ্যাল ট্যাক্টিক্সস ও অ্যাডভান্স সার্চ ইঞ্জিন অপ্টিমাইজশন স্ট্রাটেজি।কোর্স লিংক: https://www.coursera.org/specializations/seo
৭) Free SEO 6-Part Video Series (Moz)
কোর্স টাইপ: ফ্রি 
এই কোর্সটি udemy কোর্স এর সাথে অনেকখানি সিমিলারিটি আছে। এই কোর্সে যা পাচ্ছেন; SEO Strategy
Keyword Research ; Searcher Satisfaction ; On-page Optimization ; Technical SEO ; Link Building কোর্স লিংক: https://moz.com/learn/seo/one-hour-guide-to-seo
৮) Advanced Google Analytics

কোর্স টাইপ: ফ্রি
যদিও গুগল এসইও’র সরাসরি কোনো কোর্স করায় না কিন্তু গুগল এনালিটিক্স একাডেমীর কয়েকটা কোর্স আপনি অনলাইনে পাবেন তার মধ্যে অ্যাডভান্স গুগল এনালিটিক্স অন্যতম। আপনি এই কোর্সে পাচ্ছেন; রিপোর্ট থেকে কিভাবে ডাটা কালেক্ট করতে হবে; কনফিগারেশন; ডাইমেনশন; কাস্টম মেট্রিকস; ইভেন্ট ট্র্যাকিং;; চ্যানেল রিপোর্ট; অডিয়েন্স রিপোর্ট; কাস্টম রিপোর্ট। কোর্স লিংক: https://analytics.google.com/analytics/academy/course/7   
৯) SEO Training and Tutorials (LinkedIn Learning)
কোর্স টাইপ: ফ্রি   

লিন্ডাটাই এখন লিংকডইন লার্নিং কোর্স নামে পরিচিত। lynda সব কোর্স আপনি লিংকডইন এর মাধ্যমে পাবেন। তার মধ্যে আপনি এসইও ফাউন্ডামেন্টাল কোর্সটি অন্যতম। যা যা পাবেন কোর্সটিতে; ontent marketing planning; Understanding your website’s audience ; Internal linking best practices ; Measuring SEO effectiveness ও Local SEO কোর্স লিংক: https://www.lynda.com/Google-Analytics-tutorials/SEO-Foundations/737788-2.html
১০) SEO Today: SkillShare
কোর্স টাইপ: ফ্রি

স্কিলশেয়ার অনলাইন প্লাটফর্মে বিভিন্ন কোর্স আছে। তাদের ফ্রি কোর্স এর সাথে সাথে পেইড কোর্স আছে কিন্তু আপনি SEO Today কোর্সটি সম্পূর্ণ ফ্রীতেই পাবেন। SEO Today এর ইন্সট্রাক্টর হচ্ছেন Rand Fishkin যিনি সুপরিচিত ও জনপ্রিয় একজন এসইও এক্সপার্ট। কোর্সটিতে যা থাকছে; লিংক বিল্ডিং স্ট্রেটেজি; অনপেজ এসইও প্রাকটিস; রিচ স্নিপেট এর জন্য কন্টেন্ট অপ্টিমাইজ ও মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট অপ্টিমাইজ এর জন্য এসইও টিপস। কোর্স লিংক: https://www.skillshare.com/classes/SEO-Today-Strategies-to-Earn-Trust-Rank-High-and-Stand-Out/423483018?via=search-layout-grid                   

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap