সাইটম্যাপ কতটা গুরুত্বপূর্ণ?

সাইটম্যাপ কি ?
সাইটম্যাপ সার্চইঞ্জিন এর আপনার ওয়েবসাইটের সমস্ত পেজ ও পোস্ট ক্রল এবং ইনডেক্স করে থাকে।সাইটম্যাপ ইঞ্জিনকে বলে দেয় যে আপনার সাইটের কোন পেজ/পোস্ট গুরুত্বপূর্ণ। 

  • Save

সাইটম্যাপ ৪ ধরণের হয়ে থাকে; 
১) নরমাল সাইটম্যাপ : এটি সাধারণ সাইটম্যাপ যার মাধ্যমে আপনার ওয়েবসাইট এর পেজগুলা ক্রল করতে সাহায্য করে থাকে।  
২) ভিডিও সাইটম্যাপ : আপনার ওয়েবসাইট এর ভিডিও কনটেন্ট গুলা বুঝতে সাহায্য করে থাকে।  
৩) নিউস সাইটম্যাপ : গুগল নিউস এ অপ্প্রভ হওয়া সাইট গুলার কনটেন্ট ক্রল করতে সাহায্য করে থাকে।
৪) ইমেজ সাইটম্যাপ : ইমেজ হোস্টেড সাইট গুলার ইমেজ ক্রল করতে সাহায্য করে থাকে। 

সাইটম্যাপ এর প্রয়োজনীয়তা:      
আপনি যদি সাইটম্যাপ না করে থাকেন তাহলে SEOতে এর প্রভাব পরে থাকে কারণ সাইটম্যাপ আপনার সাইটকে সার্চইঞ্জিনে ক্রল করতে সাহায্য করে থাকে। 
১) আপনার সাইট যদি নতুন হয়ে থাকে তাহলে সাইটম্যাপ আপনার ওয়েবসাইট এর পোস্ট ও পেজকে সার্চ ইঞ্জিনকে বুঝতে সাহায্য করে থাকে। 
২) আপনার ওয়েবসাইট যদি কয়েক হাজার পেজ বা পোস্ট থাকে সাথে অনেক লিংকস থাকে তখন সাইটম্যাপ আপনার সাইটকে সার্চ ইঞ্জিন এ বুঝতে সাহায্য করে থাকে। 

সাধারণত সাইটম্যাপ দেখতে যেমন হয়; https://urdomain/sitemap_index.xml

সাইটম্যাপ নিয়ে John এর উক্তি “It seems like something to fix regardless. Making a sitemap file automatically seems like a minimal baseline for any serious website.” 

  • Save
Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap