ইউআরএল রি-রাইটিং ও কিভাবে ইউআরএল ৩০১ রিডাইরেক্ট করবেন ?

আপনি যদি ইউআরএল রি-রাইটিং বিষয়টি লক্ষ্য না করে থাকেন তবে আপনি সার্চ ইঞ্জিন অপ্টিমাইজারের মতো ভাবছেন না। অনেক সাইট ইউসার ফ্রেন্ডলি (এবং এসইও-বান্ধব) ইউআরএল তৈরি করতে এই পদ্ধতি ব্যবহার করছে। আপনি যদি না জেনে থাকেন কিভাবে ইউআরএল রি-রাইট করে ইউআরএল ইম্প্রোভ করার মাধ্যমে SEO ফ্রেন্ডলি করা যায় ও ট্রাফিক বাড়ানো যায়। এটি খুব একটা কঠিন কাজ না যে আপনি পারবেন না।

ইউআরএল রি-রাইটিং কি?

একটি সাধারণ ওয়েব কিভাবে কাজ করে থাকে;

-ব্যবহারকারী একটি লিঙ্ককে ক্লিক করে

-ব্রাউজারটি অনুরোধ করা ডোমেনের ঠিকানাটি সন্ধান করে

-ব্রাউজারটি প্যারামিটারগুলির সাথে কোয়েরি স্ট্রিং ব্যবহার করে সার্ভারে একটি অনুরোধ প্রেরণ করে

-সার্ভার অনুরোধ করা সংস্থানটি সন্ধান করে এবং একটি প্রতিক্রিয়া প্রেরণ করে

-ব্রাউজার প্রতিক্রিয়া রেন্ডার করে

ব্রাউজারে ফিরে পাঠানো পেজটি কোনও স্থিতিশীল এইচটিএমএল ফাইল ডিরেক্টরিতে বসে থাকতে পারে বা একাধিক ডাটাবেস থেকে ডেটা একত্রিত করে এটি গতিশীলভাবে তৈরি করা যেতে পারে। ডায়নামিক পেজ এর ক্ষেত্রে সার্ভারের ডেটা সন্ধান এবং একত্র করার জন্য সেই ক্যোয়ারিং স্ট্রিং প্যারামিটারগুলির প্রয়োজন।

কোয়েরি স্ট্রিং প্যারামিটার সহ দুটি ইউআরএল-এর একটি উদাহরণ দেখা যাক:
১) http://www.facebook.com/profile.php?id=500608523&ref=profile

২) http://www.facebook.com/people/Aaron-Bronow/500608523

এই দুটি ইউআরএল একই গতিশীল পেজ নির্দেশ করে। পার্থক্যটা সুস্পষ্ট। একটি কেবল সার্ভারের সাথে প্রাসঙ্গিক এবং অন্যটি প্রাসঙ্গিক সার্চ ইঞ্জিন এর সাথে। এই প্রভাবটি পুনর্লিখন ইঞ্জিন ব্যবহার করে সম্পন্ন হয়। দ্বিতীয় ইউআরএলটি সার্ভার দ্বারা ব্যাখ্যা করা হয়েছে এবং একটি প্রশ্ন চিহ্ন (?) দিয়ে শুরু হওয়া এবং এম্পারস্যান্ডস (&) দ্বারা পৃথক হওয়া নাম / মান জোড়া সহ স্ট্যান্ডার্ড ক্যোয়ারী স্ট্রিং ফর্ম্যাটে রূপান্তরিত হয়েছে। আমার প্রোফাইল ইউআরএল পুনরায় লেখাই এমন একটি সংগঠিত ডিরেক্টরি কাঠামোর ছাপ দেয় যেখানে সত্যিকার অর্থে কিছুই নেই। আপনি কী 175 মিলিয়ন সক্রিয় ব্যবহারকারীর উপ ডিরেক্টরিতে একটি পিপল / ডিরেক্টরিতে ভরা ডিরেক্টরিটি কল্পনা করতে পারেন?

ইউআরএল কেমন রাখা উচিত ?

এসইও ফ্রেন্ডলি ইউআরএল এ অবশ্যই মেইন কীওয়ার্ড থাকবে। মেইন কীওয়ার্ড না থাকলেও কোনো রকম সংখ্যা রাখবেন না।
উদহারণ হিসেবে;
এসইও ফ্রেন্ডলি ইউআরএল গুলা হচ্ছে;
http://www.fih.ch/hockey-basics/history/
কিন্তু যদি সংখ্যা থাকতো ? তাহলে কি এসইও ফ্রেন্ডলি ইউআরএল হতো ? উত্তর হচ্ছে না। নিচের ইউআরএলটা হচ্ছে তার উদাহরণ;
xyzexample.com/1234?

ইউআরএল চেঞ্জ করলে কি সমস্যা হবে ?

যদি আপনার পোস্ট ইনডেক্স না হয়ে থাকে তবে আপনি ইউআরএল চেঞ্জ করলেও সমস্যা নাই তবে যদিও আপনার পোস্টটি ইনডেক্স হয়ে থাকে তবে সমস্যা আছে। সেই ক্ষেত্রে আপনাকে ৩০১ পারমানেন্ট রিডাইরেক্ট করতে হবে। 

৩০১ পারমানেন্ট রিডাইরেক্ট কিভাবে করবো ?

৩০১ পারমানেন্ট রিডাইরেক্ট হচ্ছে ধরেন আপনি কোনো কারণে ইনডেক্স হওয়া ইউআরএল চেঞ্জ করলেন সেই ক্ষেত্রে আপনাকে ৩০১ রিডাইরেক্ট করতে হবে এখন চলুন দেখে নেই কিভাবে ৩০১ রিডাইরেক্ট করতে পারেন; 

ইয়োস্ট এসইও প্রিমিয়াম 

ধাপ-০১: আপনি ইয়োস্ট যদি প্রিমিয়াম ব্যবহার করে থাকেন তাহলে আপনি ড্যাশবোর্ড থেকে SEO তে ক্লিক করলেই রিডাইরেক্ট অপসন পাবেন https://prnt.sc/113bzj8
ধাপ-০২: তারপর আপনি রিডাইরেক্ট থেকে from এ আপনি যেই ইউআরএল রিডাইরেক্ট করবেন অর্থাৎ ওল্ড ইউআরএল দিবেন আর to তে আপনি নতুন অর্থাৎ যেই  লিংকে রিডাইরেক্ট করতে চান তা করতে পারবেন

ইয়োস্ট এসইও ফ্রি 

ধাপ-০১: যদি আপনি প্রিমিয়াম ইউসার না হোন তো আপনি রিডাইরেক্ট প্লাগিনটি অ্যাড করে নিন; https://prnt.sc/113c4yc
ধাপ-০২: তারপর আপনি টুলস থেকে রিডাইরেক্ট এ গেলে; https://prnt.sc/113c7gj রিডাইরেক্ট অপসন পেয়ে যাবেন। 
ধাপ-০৩: আপনি যেই ইউআরএল রিডাইরেক্ট করবেন অর্থাৎ ওল্ড ইউআরএল দিবেন আর আপনি নতুন অর্থাৎ যেই লিংকে রিডাইরেক্ট করতে চান তা করতে পারবেন। এই লিংকের মতন; https://prnt.sc/113blyh 

রাঙ্কম্যাথ :

Rankmath এ খুব সহজেই ৩০১ রিডাইরেক্ট করতে পারবেন। 
ধাপ-০১:  এই স্ক্রিনশট এর মতন রাঙ্কম্যাথ এর রিডাইরেক্ট অপসন এ যাবেন; https://prnt.sc/113cv11 
ধাপ-০২ তারপর আপনি Add New তে যাবেন অ্যাড নিউ তে গেলে আপনি এই রকম একটি অপসন পাবেন; https://prnt.sc/113cwxb 
ধাপ-০৩: আপনি source এ যেয়ে ওল্ড ইউআরএল দিবেন তারপর Destination এ যেয়ে আপনি আপনার নতুন
ইউআরএলটা দিয়ে অ্যাড রি-ডাইরেকশন এ ক্লিক করবেন। 

আশাকরি আপনার রিডাইরেক্শন সফল ভাবে কমপ্লিট হয়েছে।      

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap