ওয়েবসাইটে ওয়াডপ্রেস ইনস্টল এর ক্ষেত্রে www. রাখা ভালো নাকি ভালো নয়।

আপনি যদি SEO নিয়ে জানার আগ্রহ থাকে তাহলে আপনার জন্যে এই প্রশ্ন উত্তর গুলা জানা বেশ জরুরি।  আমাদের SEO Masterminds Bangladesh গ্রুপের মেম্বারদের প্রশ্ন থেকে বাছাই করা কিছু প্রশ্নের উত্তর দিলাম।  

# ওয়েবসাইটে ওয়াডপ্রেস ইনস্টল এর ক্ষেত্রে www. রাখা ভালো নাকি ভালো নয়। বা বর্তমান সময়ে ওয়াডপ্রেসে ওয়েবসাইট শুরুর ক্ষেত্রে কি www. রাখা উচিত।

উত্তরঃ  আসলে আপনার ইউআরএল যত ছোট রাখা যায় ততই ভালো। তাই www না রাখাই ভালো SEO এর দৃষ্টিকোন থেকে।  

# Homepage এর লিঙ্ক দিয়ে যদি গেস্ট পোস্ট করি তাহলে কি হোমপেজে এর মধ্যে থাকা সব লিঙ্ক গুলো তেও link Juice pass হবে?

উত্তরঃ হ্যা পাস হবে। পুরা সাইটটি একটা বুস্ট পাবে। 

# Post লিংক দিয়ে যদি গেস্ট পোস্ট করি তাহলে কি পোস্ট আর হোমপেজ দুইটাতেই লিংক জুস পাস্ হবে?

উত্তরঃ কোনো নির্দিষ্ট পোস্ট এ গেস্ট পোস্ট করলে শুধু ঐ পোস্টের লিংক জুস পাবে। 

# আমার ওয়ার্ডপ্রেস এ একটা সাইটে আমি পোস্ট করি আজ ৫ দিন হলো কিন্তু অটো পোস্ট ইন্ডেক্স হচ্ছে না তাই আজ বাধ্য হয়ে রিকুয়েস্ট ইন্ডেক্সিং করেছি। কয়েকটা পোস্ট করেছি সেগুলো রিকুয়েস্ট ইন্ডেক্সিং করে গুগলে ইন্ডেক্স করেছি। কি করলে অটো ইন্ডেক্স হবে?

উত্তরঃ ইনস্ট্যান্ট ইনডেক্স API ব্যবহার করতে পারেন অথবা গুগল নিউস অপঃপ্রভাল নিয়ে নেন।  তাছাড়া আপনি যেই কনটেন্ট লিখাবেন বা লিখবেন আপনি অবশ্যই ইনটেন্ট ঠিক রাখতে বলবেন মানে কনটেন্ট এর ইনটেন্ট যাতে ফুলফিল থাকে। 

তাছাড়া সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার অথর বা ব্র্যান্ড নামে একটিভ থাকলে; আপনার পোস্ট গুলা আপনি শেয়ার করেন খুব সহজেই ইনডেক্স হয়ে যাবার কথা।  

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap