কেন ইমেজ এসইও তে গুরুত্বপূর্ণ ? ইউনিক ইমেজ কেন একটা সাইট এর জন্য প্রয়োজন ?

কনটেন্ট ভিসিবিলিটি বাড়ানোর জন্য ও ইউসার এক্সপেরিয়েন্স ভালো করার জন্য ইমেজ বেশ গুরুত্বপূর্ণ; তাহলে চলুন জেনে নেই ইমেজ এসইও তে কেন গুরুত্বপূর্ণ; 

১) প্রাসঙ্গিক ইমেজ দিন : আপনি কনটেন্ট এর কনটেক্সট অনুযায়ী প্রাসঙ্গিক ইমেজ দিন। গুগল সাজেস্ট করে ভিজ্যুয়াল ইমেজ গুলা যেন ওয়েব পেজ এর জন্য ভ্যালু অ্যাড করে। 

২) ইমেজ প্লেসমেন্ট: আপনার ইমেজ যত সম্ভব রিলেভেন্ট টেক্সট এর সাথে দিন। 

৩) ইম্পরট্যান্ট টেক্সট ইমেজ এর ভিতর এম্বেড না করা: আপনার ইম্পরট্যান্ট কোনো টেক্সট, হেডিং মেনু আইটেম এইগুলা ইমেজ এর ভিতর এম্বেড না করা। আপনি তার বদলে ইমেজ অল্ট ট্যাগ ব্যবহার করুন। 
৪) ভালো কনটেন্ট দিন : কনটেন্ট কোয়ালিটি ভালো হলে ঐ কনটেন্ট এ রিলেভেন্ট ইমেজ ব্যবহার করাও সহজ হয় অন্যদিকে, পেজ কনটেন্ট গুলা টেক্সট স্নিপেট এর জন্য ব্যবহার করা হয়ে থাকে রিলেভেন্ট ইমেজ ব্যবহারের জন্য। 

৫) ডিভাইস ফ্রেন্ডলি সাইট তৈরী করুন: ইউসাররা ডেস্কটপ থেকে বেশি মোবাইলে ইমেজ খুঁজে থাকে। তাই সাইট তৈরী করার সময় আপনার সাইটটি যাতে সকল ডিভাইস ফ্রেন্ডলি যাতে হয়। 

ইউনিক ইমেজ সম্পর্কে John Mueller “it is essential for website owners to use unique images on each of their pages. He states that posting unique images helps increase image search traffic.” 

তাহলে বুঝতেই পারতেসেন ইউনিক ইমেজ এর কদর কতখানি ? ইউনিক ইমেজ কি করে পাবেন ? 

আপনি ইমেজ Youtube থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে ক্যানভা দিয়ে রি সাইজ করতে পারেন। এখন বুঝবেন কি করে আপনার ইমেজটি ইউনিক কিনা ? তার জন্য আপনি এই কনটেন্টটি পরে নিতে পারেন; #টুকটাক_টিপস: ০৮

অন্যথায় আপনি বিভিন্ন ইমেজ সাইট থেকে প্রিমিয়াম ইমেজ ব্যবহার করতে পারেন। যেমন Jump Story, Free pick, Shutterstock. 

তাছাড়া এখন অনেক টুলস আছে যারা AI জেনারেটেড ইউনিক ইমেজ দিচ্ছে যেমন সাম্প্রতিক Nichesss নামের একটি AI টুলস এই ফিচারস অ্যাড করেছে।

তাই বুঝাই যাচ্ছে সামনে ইউনিক ইমেজ নিয়ে গুগল হয়তো আপডেটও আসতে পারে।

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap