অনেকের অনেক বহুল ধারণা আছে সার্চ ভলিউম ও কীওয়ার্ড ডিফিকাল্টি নিয়ে সাথে গুগল কেন পোস্ট ইনডেক্স করছে না লাস্ট আপডেট এরপর তাছাড়া আপনি কনটেন্ট আইডিয়া ফ্রীতে কিভাবে পাবেন সেইটাও বলা হইসে। এইগুলা নিয়েই আজকের পোস্ট;
কীওয়ার্ড রিসার্চ এ search volume & KD কত হলে ভালো হয়?
উত্তরঃ কীওয়ার্ড রিসার্চ এর ক্ষেত্রে আসলে ভলিউম ও KD তেমন একটা ফ্যাক্টর না। কেন ? কারণ KD আসলে গুগল এর কোনো ম্যাট্রিক্স না এইটা টুলস গুলা নিধারণ করে। আপনি খেয়াল করলে দেখবেন একই কীওয়ার্ড এর কীওয়ার্ড ডিফিকাল্টি এক এক রকম হয়ে থাকে। কারণ হচ্ছে কীওয়ার্ড যদি সিজনাল হয় তবে সার্চ ভলিউম উঠা নামা করতে পারে।
অন্য দিকে কীওয়ার্ড এর সার্চ ভলিউম ক্ষেত্রে আপনি দেখবেন এক এক টুলস এক এক রকম ভলিউম দেখায় তবে এভারগ্রীন কীওয়ার্ড এর ক্ষেত্রে ভিন্ন কথা।
Google last update এর পর নতুন পেজ আর Index হচ্ছেনা। কি করণীয় ?
উত্তরঃ আসলে এইখানে গুগল আপডেট যতটা না দায়ী তার থেকে আমাদের দায়টা বেশি। কিভাবে ? আপনি যদি নিয়মিত মানে একটা রুটিন ফলো করে পোস্ট না করেন মানে মাসে ১ তা করে করেন কিন্তু রেগুলার ঐ ফরম্যাটে এ পোস্ট দিয়ে যান। অনেক দিন কাজ বন্ধ রাখলেন তারপর আবার পোস্ট দিলেন তারপর দেখলেন পোস্ট ইনডেক্স হচ্ছে না সেইটার জন্য অনেকখানি আপনি দায়ী।
যে যে কারণে পোস্ট ইনডেক্স করা না হয় :
১) আপনার ওয়েবসাইট এ কাজ যদি সময় সময় না করেন
২) কনটেন্ট কোয়ালিটি না হলে
৩) সাইট এর টেকনিক্যাল সমস্যা থাকলে
৪) কনটেন্ট অন-পেজ ঠিক না থাকলে
৫) E.A.T এর কারণে
সমাধান:
আপনি ইনস্ট্যান্ট ইনডেক্স API ব্যবহার করতে পারেন অথবা গুগল নিউস পাবলিশার ব্যবহার করেন সাথে কোয়ালিটি কনটেন্ট, কনটেন্ট অন-পেজ ও E.A.T সকল দিক মোটামোটি ফলো করে কাজ করেন।
ফ্রি মেথড এ কনটেন্ট আইডিয়া জেনারেট করতে আপনি কি ব্যবহার করেন ?
উত্তরঃ ফ্রীতে আপনি অনেক গুলা টুলস পাবেন কনটেন্ট আইডিয়া জেনারেট করতে। ১) buzzsumo (https://buzzsumo.com/content-discovery/) ২) Ubbersuggest (https://app.neilpatel.com/en/ubersuggest/content_ideas) ৩) গুগল কোয়েস্টিং ৪) Answersocrates 5) soovle
বাল্ক এফিলিয়েট লিংক কিভাবে রিপ্লেস করা যায় ?
উত্তরঃ অনেকেই এফিলিয়েট সাইট কিনেন। তারপর অনেকের মাথা ব্যথার কারণ হয় এফিলিয়েট লিংক গুলা রিপ্লেস করা। ম্যানুয়ালি করা যায় কিন্তু এত্ত লিংক আপনাকে রিপ্লেস করতে অনেক সময় এর প্রয়োজন হয়। তাই সহজেই যেটা করা যায় আপনি একটা প্লাগিন ব্যবহার করতে পারেন যেইটা হচ্ছে add and replace affiliate links for amazon প্লাগিন। তবে এটি দিয়ে লিংক রিপ্লেস করার আগে আপনাকে ওয়েবসাইট এর ব্যাকআপ নিয়ে তারপর কাজ করবেন।
- কি কি কারণে ওয়েবসাইট এডসেন্স পেতে সমস্যা হয়ে থাকে। - May 29, 2023
- ইনফরম্যাশনাল ও বায়িং কীওয়ার্ড কত রকমভাবে খুঁজতে পারেন ? - May 28, 2023
- ফ্রীতে কিভাবে আপনার ব্যাকলিংক ইনডেক্স করাতে পারেন ? - May 27, 2023