অ্যামাজনের নতুন ফি স্ট্রাকচার নিয়ে এই ফিল্ডের সবাই খুবই বিরক্ত এবং হতাশ।
এটা খুবই স্বাভাবিক।
সুতরাং এখন কি করা যায়?
আমার একান্ত কিছু ভাবনা আপনাদের সাথে শেয়ার করতে চাই।
অ্যামাজনেই থাকবো নাকি জাম্প করবো?
অ্যামাজন এমনিতেই কমিশন কম দেয় অন্যসব প্লাটফর্মের চেয়ে, এটা সত্যি। আবার মানুষ অ্যামাজনকে বিশ্বাসও করে বেশি, সুতরাং সেলওঃ বেশি পাওয়া যায়।
এর বাইরে কিন্তু একটা জিনিশ এখানে ম্যানশন করা প্রয়োজন, আর সেটা হচ্ছে – কুকি পলিসি।
মানে, আপনার এফিলিয়েট লিঙ্ক ধরে একটা বায়ার/ট্রাফিককে জাস্ট অ্যামাজনএ পাঠাতে পারলেই হলো। আপনার কুকিজ এক্সপায়ার্ড হওয়ার আগ পর্যন্ত (সাধারণত ২৪ ঘণ্টা, আর Add to Cart করে রাখলে ৯০ দিন) সে যা যা কিনবে, আপনি তার সব কিছুর কমিশন পাবেন। ধরুন, আপনার হেডফোন বিক্রি করার লিঙ্ক ধরে গিয়ে সে হেডফোন কিনলো, পাশাপাশি সে ডাপায়ারও কিনলো তার বাচ্চার জন্যে, আবার সন্ধ্যা-বেলায় পান খাওয়ার জন্যে এক প্যাকেট সুপারিও কিনলো 🙂 ; আপনি তিনটারই কমিশন পাবেন।
এই কুকি জমা করে রাখার সিস্টেমটা অ্যামাজনের খুবই ভালো। যেটা অন্যান্য এফিলিয়েট প্লাটফর্মে নাই বললেই চলে। জাস্ট একবার ট্রাফিক আপনার লিঙ্ক ধরে অ্যামাজনে গেলেই হলো, বাকি কাজ অ্যামাজনের।
ঠিক এই কারণেই অ্যামাজন তার এফিলিয়েট কমিশন/ফি আগের চেয়ে ঠিক অর্ধেক করে ফেললেও আমি এখনো অ্যামাজনের পক্ষে। মানে, আমি এখনো সবাইকে অ্যামাজনেই ফোকাস রাখতে বলবো।
অ্যামাজনের নতুন এবং পুড়নো ফি স্ট্রাকচার এবং কম্পারিজন
এই নতুন কমিশন ফি টেবিলটা বানিয়েছে Jon Gillham – তাকে ধন্যবাদ।
এটা ইমেজ আকারে আছে এখানে। ডাউনলোড করে জুম করে দেখে নিন।
Product Category | Previous | New | Comment |
Amazon Fashion Private Brands | 4.00% | 4.00% | potentially unchanged |
Amazon Gift Cards | 0.00% | 0.00% | unchanged |
Automotive | 4.50% | 4.50% | potentially unchanged |
Baby & Nursery | 4.50% | 3.00% | Confirmed Changed |
Beauty & Grooming | 6.00% | 3.00% | Confirmed Changed |
Books & Textbooks | 4.50% | 4.50% | potentially unchanged |
Business & Industrial Supplies | 6.00% | 3.00% | Confirmed Changed |
Camera, Photo & Video | 4.00% | 4.00% | potentially unchanged |
Cell Phones & Accessories | 4.00% | 4.00% | potentially unchanged |
Clothing & Accessories | 4.00% | 4.00% | potentially unchanged |
Computers, Tablets & Components | 2.50% | 2.50% | potentially unchanged |
Electronic Components & Home Audio | 4.00% | 4.00% | potentially unchanged |
Furniture | 8.00% | 3.00% | Confirmed Changed |
Grocery & Gourmet Food | 5.00% | 1.00% | Confirmed Changed |
Health & Household | 4.50% | 1.00% | Potentially Changed* |
Home | 8.00% | 3.00% | Confirmed Changed |
Home Entertainment | 4.00% | 4.00% | potentially unchanged |
Home Improvement | 8.00% | 3.00% | Confirmed Changed |
Kindle Books | 4.00% | 4.00% | potentially unchanged |
Kitchen & Dining | 4.50% | 4.50% | potentially unchanged |
Miscellaneous | 4.00% | 4.00% | potentially unchanged |
Musical Instruments | 6.00% | 3.00% | Confirmed Changed |
Office & School Supplies | 4.00% | 4.00% | potentially unchanged |
Outdoor Recreation | 5.50% | 3.00% | Confirmed Changed |
Patio, Lawn & Garden | 8.00% | 3.00% | Confirmed Changed |
Pet Food & Supplies | 8.00% | 3.00% | Confirmed Changed |
Power & Hand Tools | 5.50% | 3.00% | Confirmed Changed |
Shoes, Handbags, Wallets, Sunglasses | 4.00% | 4.00% | potentially unchanged |
Sports & Fitness | 4.50% | 3.00% | Confirmed Changed |
Toys & Games | 3.00% | 3.00% | potentially unchanged |
Audible Audiobooks | 7.00% | 7.00% | potentially unchanged |
Blu-Ray & DVD | 2.50% | 2.50% | potentially unchanged |
CDs & Vinyl | 5.00% | 5.00% | potentially unchanged |
Handmade | 5.00% | 5.00% | potentially unchanged |
Jewelry | 4.00% | 4.00% | potentially unchanged |
Luggage | 4.00% | 4.00% | potentially unchanged |
Luxury Beauty | 10.00% | 10.00% | potentially unchanged |
Magazines | 4.00% | 4.00% | potentially unchanged |
Major Appliances | 4.00% | 4.00% | potentially unchanged |
Mobile Electronics | 4.00% | 4.00% | potentially unchanged |
Other | 0.00% | 0.00% | rare but has shown up as 0 |
Prime Pantry | 8.00% | 1.00% | Confirmed Changed |
Tires & Wheels | 4.00% | 4.00% | potentially unchanged |
Video Games | 1.00% | 1.00% | potentially unchanged |
Watches | 7.00% | 7.00% | potentially unchanged |
Software Download | 4.00% | 4.00% | potentially unchanged |
Video On Demand: Rent or Buy | 2.00% | 2.00% | potentially unchanged |
any other unknown | 4.00% | 4.00% | catch all if anything else didn’t change |
অ্যামাজন অ্যাফিলিয়েট নতুন কমিশন টেবিল ২০২০
অ্যামাজন তাদের সাইটে নতুন এই কনফার্মড ফি শিডিউলটা আপডেট করেছে। আপনি এই লিঙ্ক থেকে দেখে নিতে পারেন অথবা নিচে টেবিলটা দিয়ে দিয়েছি।
Product Category | Fixed Standard Program Fee Rates |
---|---|
Luxury Beauty, Amazon Coins | 10.00% |
Digital Music, Physical Music, Handmade, Digital Videos | 5.00% |
Physical Books, Kitchen, Automotive | 4.50% |
Amazon Fire Tablet Devices, Amazon Kindle Devices, Amazon Fashion Women’s, Men’s & Kids Private Label, Apparel, Amazon Cloud Cam Devices, Fire TV Edition Smart TVs, Amazon Fire TV Devices, Amazon Echo Devices, Ring Devices, Watches, Jewelry, Luggage, Shoes, and Handbags & Accessories | 4.00% |
Toys, Furniture, Home, Home Improvement, Lawn & Garden, Pets Products, Pantry, Headphones, Beauty, Musical Instruments, Business & Industrial Supplies, Outdoors, Tools, Sports, Baby Products | 3.00% |
PC, PC Components, DVD & Blu-Ray | 2.50% |
Televisions, Digital Video Games | 2.00% |
Amazon Fresh, Physical Video Games & Video Game Consoles, Grocery, Health & Personal Care | 1.00% |
Gift Cards; Wireless Service Plans; Alcoholic Beverages; Digital Kindle Products purchased as a subscription; Food prepared and delivered from a restaurant; Amazon Appstore, Prime Now, Amazon Pay Places, or Prime Wardrobe Purchases | 0.00% |
All Other Categories | 4.00% |
তবে, অ্যামাজনের সাথে সাথে এতোদিন যেগুলো কখনোই আমরা মাথায় আনি নাই, সেটা এখন ইমপ্লিমেন্ট করতে হবে। অনেক হাই পেয়িং এফিলিয়েট এবং ডিসপ্লে এড প্লাটফর্ম আছে; সেগুলোও ধীরে ধীরে আমাদের সাইটে এড করার চেষ্টা করতে হবে। তবে মনে রাখতে হবে – মেইন ফোকাস কিন্তু অ্যামাজনই। মাঝখান দিয়ে, চেষ্টা করলে তো দোষের কিছু নেই।
চলুন দেখা যাক আমরা কি কি করতে পারি।
১। আমাজনের পাশাপাশি, অন্যান্য এফিলিয়েট নেটওয়ার্কের লিঙ্ক ইউজ করতে পারি। যেমন–
- – Home, Kitchen & Garden Niche: ShareASale, CJ, Rakuten
- – Health, Beauty, Sports & Fitness Niche : MarketHealth, CJ, MoreNiche, Rakuten
- – Outdoors & Travel Niche: Avantlink, Impact, REI, CJ
- – Baby Products Niche: CJ, Rakuten
- – Shoes & Apparel Niche: ShareASale, Rakuten, CJ
- – Music & Arts Niche: ShareASale
- – Computers & Electronics Niche: – ShareASale, CJ
- – Gift Items Niche: Rakuten,
- – Books & Magazines Niche: Rakuten.
একটা একটা করে সবগুলো প্লাটফর্মে একাউন্ট তৈরি করে ফেলুন। যাদের সাইটে অলরেডি ভালো ট্রাফিক আছে এবং সেলস আসছিলো ভালো, তারা অ্যামাজনের এর পার মান্থ কতো সেল হচ্ছিলো সেটা উল্লেখ করে দিবেন এপ্লিকেশন করার সময়; তাহলে এপ্রুভাল পেতে সুবিধা হবে।
আপনি অ্যামাজনের পাশাপাশি উপরের সবগুলো প্লাটফর্মই ইউজ করতে পারবেন। জাস্ট আপনার প্রাইভেসি এবং ডিস্ক্লেইমার পেজে সব এফিলিয়েটগুলোর ম্যান্ডাটরি পলিসিগুলো ম্যানশন করে দিতে হবে আরকি।
২। ডিসপ্লে এড ব্যবহার করতে পারি এফিলিয়েশন এর পাশাপাশি। যেমন ––
- Google Adsense
- Ezoic
- Mediavine
তবে ডিসপ্লে এডগুলো সাধারণত ব্লগ অথবা ইনফো সেকশনে দেয়া উচিত। বায়িং অথবা মানি পেজে ডিসপ্লে এড শো না করাই ভালো (কনভার্সন এফেক্টেড হয়)। অ্যাডসেন্স ছাড়া বাকি দুইটা প্লাটফর্মে ১০কে+ সেশন লাগে পার মান্থ, সুতরাং ভিজিটর সংখ্যাটা মাথায় রাখবেন এপ্লাই করার সময়।
শেষ কথাঃ
আমি ব্যাক্তিগত ভাবে এক্সপেরিমেন্ট এর পক্ষে। মুরুব্বিরা বলেন – অনেকগুলো ডিম একটা ঝুড়িতে রাখা ঠিক নয়। এতোদিন যেহেতু অ্যামাজন ছাড়া অন্য কোথাও যান-নাই; এখন একটু সবকিছু ঘুরে ফিরে আসুন এই সুযোগে। অভিজ্ঞতা হবে। নতুন প্লাটফর্মে কাজ করলে আপনার কনফিডেন্সও বাড়বে। তবে, আমার মনে হয়, একমাত্র কুকি পলিসি আর ট্রাস্ট-ফ্যাক্টর এর কারণে আমার ভোট স্টিল অ্যামাজনেই থাকবে। আমি যাই করবো, অ্যামাজনকে নিয়েই করবো।পাশাপাশি গুগল অ্যাডসেন্স অথবা ইযোইক এর জন্যে ডেডিকেটেড ব্লগ বানানোর চিন্তা করুন। সব সেক্টর থেকেই আয় হউক। কারণ আপনি অনলাইনে আর্নিং করার যেটা আসল মন্ত্র – “কিভাবে এসইও করে অরগানিক ট্রাফিক আনতে হয়” সেটাতো জানেনই অলরেডি। কোথাও সমস্যা হবে না আশা করি।
আরেকটা কথা – হতাশ হবেন না। অনলাইনের সব সেক্টরই প্রতিনিয়ত চেঞ্জ হয়। আপনার এতোদিনকার জ্ঞান, শিক্ষা, দক্ষতা, ইন্ডাস্ট্রির অন্য সবার সাপোর্ট আর পরিশ্রম আপনাকে সবরকম প্রতিকূল অবস্থা এবং ম্যাসিভ পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করবে। নতুন একটু কিছু আসলে বিচলিত না হয়ে; এটাকেই গ্রহণ করে কাজে লেগে পড়ুন।
যারা কাজে লেগে যায় (পরিস্থিতি যতোই খারাপ হউক না কেন) , তাদের সাথে ভাগ্যও একজোট হয়ে কাজে লেগে পড়ে।
শুভকামনা।
- এসইও (SEO) কি ওয়েব থ্রি (Web 3.0) যুগে থাকবে? নাকি হারিয়ে যাবে? - May 15, 2022
- ব্ল্যাক ফ্রাইডে ছাড় ২০২১ (মার্কেটার এবং ব্লগারদের জন্যে যত টুলস) - November 24, 2021
- গুগল স্প্যাম আপডেট – নভেম্বর ২০২১ টা কি এবং কি কি স্প্যাম উপেক্ষা করতে হবে? - November 6, 2021
খুব সুন্দর বলেছেন ভাইয়া 🙂 নতুন করে একটু সাহস পেলাম। আর হ্যা সব গুলা ডিম এক ঝুড়িতে না রাখাই বুদ্ধিমানের কাজ হবে।
“প্রাইভেসি এবং ডিস্ক্লেইমার পেজে সব এফিলিয়েটগুলোর ম্যান্ডাটরি পলিসিগুলো ম্যানশন করে দিতে হবে আরকি”। আপনার আবার কোন একটা লিখায় respective mentioned marketplace গুলোর ম্যান্ডাটরি পলিসিগুলো এক্টু উল্লেখ করবেন please।
আচ্ছা।
জাজাকুমুল্লাহ
অনেক ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর এবং রিয়েলিস্কটিক ভাবে লিখার জন্য। জাজা কাল্লাহ খাইরান
ভালো লাগলো এবং অপেক্ষায় ছিলাম কখন আপনার কাছ থেকে এমন ১টা artticle পাবো। এখন তো মনে হচ্ছে কেন আপনি বার বার mention করলেন Amazon ই main ফোকাস(confidence বেশি বাড়লে যা হয় আর কি )
ভাইয়া health এ আপনি “Potentially Changed” দিয়ে কি মিন করলেন? মানে এটা কি এখন ও সিউর না যে চেঞ্জ হবে?
কিছু চেঞ্জ অ্যামাজন কনফার্ম করেছে তাদের নতুন ফি টেবিলে। ঐ টেবিলে দেখবেন ওই টেবিলে দেখবেন ওরা নিশ স্পেসিফিক করে নাই। কিছু কিছু জিনিশ ভাসা-ভাসা রয়ে গেছে। ওইগুলাই Potentially Changed বলা হয়েছে।
পেট নিসের জন্য Alter Network কোনটা ভালো হবে? ভাই
ভাই ভাল লেখেছেন, আশা করি আমাদের সবাইর ভাল কাজে লাগবে.
Thanks for your valuable information
ধন্যবাদ ভাইয়া পোস্টটি দেওয়ার জন্য, আমার জানা মতে ছোট্ট একটি ভুল আছে, ওয়াচ ক্যাটাগরি কমিশন রেট ৪% আপনি একটু চেক করে আপডেট করে দিয়েন।
ধন্যবাদ ভাইয়া,আমি এই সেক্টরে একেবারে নতুন। আমার সাইটের বয়স মাত্র ৮ মাস।প্রথমে খুব ঘাবড়ে গিয়েছিলাম।আপনার লেখা পড়ে অনেকটা রিলিফ পেলাম।
ধন্যবাদ।
আমি তো নতুন। জাস্ট শুরু করবো বলে মন স্থির করছিলাম।এর মধেই এই অবস্থা। হায়রে কপাল।অভাগা যেদিকেই যাই,সাগর সেখানেই শুকিয়ে যাই।ব্যাট, আমি মনে করতেছি, এবার কম্পেটিশন কিছুটা হলেও কমবে। বাকিটা সময় এলেই দেখা যাবে।
মাত্র শুরু করবো ভাবতেসি, আর এই খবর শুনে মনে কেমন জানি লাগতেসে, আমিও আপনার সাথেই তাকবো এমাজন এ
Dear Shamim vai you are not only our mentor but also our online guardian.
A lot of thanks for providing an authentic guideline at this crucial moment.
Avantlink আপ্লাই করেছিলাম, ৩৫ হাজার প্লাস ট্র্যাফিক সাইটে
তারা বললো লেস ট্রাফিকের কারনে আপনার এপ্লিকেশন ডিক্লাইন করা হলো ।