ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো।

ফ্রিল্যান্সিং কি

ফ্রীল্যানসিং অর্থই হচ্ছে আপনি একটি নির্দিষ্ট কাজের জন্য চুক্তিবদ্ধ হওয়া। ফ্রিল্যান্সারদের অন্যান্য কোম্পানির/ব্যক্তির দ্বারা খণ্ডকালীন বা স্বল্প-মেয়াদী ভিত্তিতে নিয়োগ করা হয়, কিন্তু তারা পূর্ণ-সময়ের কর্মচারীদের মতো সুযোগ সুবিধা পায় না। কাজ শেষ হলেই তারাদের সাথে চুক্তিও শেষ হয়ে থাকে। মোটামোটি তো বুঝতে পারলেন ফ্রীল্যানসিং বিষয়টা কি ? এখন চলুন জেনে নেই কি কি ভাবে আপনি অনলাইন এ ফ্রীল্যানসিং শিখতে পারেন ও এই কাজের জন্য নিজেকে প্রস্তুত করে নিতে পারেন।

কি কি বিষয় ফ্রীল্যাংসিং এ আছে ?

ফ্রীল্যাংসিং বলতেই আমাদের মাথায় কিছু বিষয় ঘুরপাক খায় যেমনঃ SEO, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডাটা এন্ট্রি এইগুলাই। কিন্তু এইসব ছাড়াও ফ্রীল্যানসিং আসলে অনেক অনেক কাজ আছে যেইটা হয়তো আমরা নামও শুনি নাই তাই কি কি বিষয়ে ফ্রীল্যানসিং করা যায় তার একটা তালিকা নিচে দিয়ে দিলাম;

Admin Support Jobs

Virtual Assistant

Administrative Assistant

Project Management

Order Processing

Data Entry

Transcription

Online Research

Design and Creative Jobs

Freelance design and creative jobs include:

Brand Identity and Strategy

Animation

Presentation Design

Motion Graphics Design

Audio Production

Video Production

Voice Talent

Physical Design

Graphic Design

UX/UI Design

Art and Illustration

Photography

Videography

Writing Jobs

Freelancing writing jobs include:

Copywriting

Editing

Proofreading

Content Writing

Ghostwriting

Grant Writing

Writing Tutoring

Career Coaching

Creative Writing

Technical Writing

Business Writing

Accounting and Consulting Jobs

Freelance accounting and consulting jobs include:

Business Analysis

Instructional Design

Recruiting

Tax Preparation

Accounting

Bookkeeping

Financial Analysis

Financial Modeling

Management Consulting

HR Administration

Training and Development

Financial Management

Virtual CFO

Legal Jobs

Business Law

Corporate Law

Tax Law

International Law

Securities and Finance Law

Intellectual Property Law

General Counsel

Labor and Unemployment Law

Regulatory Law

Immigration Law

Paralegal

Data Science and Analytics Jobs

Data Mining

Data Analytics

Data Extraction

Deep Learning

Machine Learning

A/B Testing

Data Engineering

Data Visualization

Data Processing

Knowledge Representation

Experimentation and Testing

Sales and Marketing Jobs

Marketing Strategy

Social Media Marketing

Community Management

Display Advertising

Telemarketing

Lead Generation

Public Relations

Market Research

Email Automation

Marketing Automation

Search Engine Optimization

Search Engine Marketing

Customer Service Jobs

Customer Service

Technical Support

IT and Networking Jobs

Freelance IT and networking jobs include:

Network Security

Information Security

Solutions Architecture

Systems Engineering

System Administration

Systems Compliance

Database Administration

DevOps Engineering

Systems Architecture

Network Administration

Engineering and Architecture Jobs

Civil Engineering

Structural Engineering

Architecture

Mechanical Engineering

Electrical Engineering

Sourcing and Procurement

3D Modeling

CAD

Interior Design

Chemical Engineering

Product Design

Translation Jobs

Legal Translation

Language Tutoring

Language Localization

Technical Translation

Written Translation

Medical Translation

তাছাড়া আপনি বর্তমান যুগের চাহিদা অনুযায়ী কি কি ফ্রীল্যানসিং জব পাওয়া যাচ্ছে সেইগুলা আপনি আপওয়ার্ক বা ফাইভার এর জব ক্যাটাগরিতে গেলেই দেখতে পাবেন।

যেহেতু আমি একজন SEO লার্নার তাই আমি SEO ও আমাদের দেশে প্রচলিত কিছু ফ্রিল্যান্স কাজের ব্যাপারে কথা বলতে পারবো। আপনি কিভাবে ঘরে বসেই শিখতে পারবেন ও কিভাবে আপনার নিজের পোর্টফোলিও তৈরী করতে পারবেন। কি কি রিসোর্স থেকে আপনি শিখতে পারবেন সেইটা আমি A টু Z বলবো।

কিভাবে আপনি শিখা শুরু করবেন ?

আপনাকে আগে মনঃস্থির করতে হবে আপনি আসলে কোন সেক্টরে কাজ করতে চান ও যেই সেক্টরে আপনি কাজ করতে চাচ্ছেন সেই সেক্টরের রিসোর্স গুলা আপনি এভেইল্যাবল পাচ্ছেন কিনা ? জেনে নেই কিভাবে আপনি শিখতে পারেন;

১) গুগল: আপনার যেকোনো ইনফরমেশন এর উত্তর দিতে সক্ষম এই সার্চ ইঞ্জিন। আপনি যেই সেক্টর নিয়ে শিখতে চান তার সব প্রশ্নের উত্তর আপনি এই সার্চ ইঞ্জিনে সার্চ করে পাবেন। 

২) ইউটিউব: ভিডিও কনটেন্ট এ বিশ্বের প্রথম ও সার্চ ইঞ্জিন হিসেবে বিশ্বের ২য় বৃহৎ সার্চ ইঞ্জিন। আপনি আপনার পছন্দের ভিডিও রিসোর্স গুলা ইউটিউব থেকে সহজেই পেতে পারেন। অবশ্যই পজিটিভ কমেন্ট দেখলেই সেই ভিডিও দেখবেন না হলে আপনার সময় নষ্ট হবার চান্স থাকে। 

৩) ব্লগ: আপনার সেক্টর অনুযায়ী যেইসব লিডিং ব্লগ আছে সেই ব্লগ গুলা থেকে আপনি অনেক অনেক রিসোর্স পেতে পারেন। যেমনঃ আপনি ব্লগ পেতে গুগল করেন kw + top ten blog 

৪) ফোরাম: যেই কাজ করতে চাচ্ছেন সেই অনুযায়ী অনেক ফোরাম আপনি গুগল করলেই পাবেন তার মধ্যে আপনি টপ ফোরাম গুলা ফলো করলেই রিসোর্স গুলা পাবেন। যেমনঃ আপনি ফোরাম পেতে গুগল করেন kw + top ten forum      

৫) ফেইসবুক গ্রুপ: আপনার সেক্টর অনুযায়ী একটিভ ফেইসবুক গ্রুপ গুলাতে আপনি অ্যাড হয়ে যেতে পারেন। সেখানে আপনি অন্যদের প্রশ্ন গুলা থেকেও অনেক কিছু শিখবেন। একটিভ কিভাবে বুঝবেন ? যেইসব গ্রুপে দেখবেন প্রশ্ন হবার পর পরেই উত্তর পাচ্ছে ও রিসোর্স শেয়ার করছে।    

কি কি রিসোর্স থেকে আপনি শিখতে পারেন ?

ফ্রীল্যানসিং মানেই হচ্ছে রিমোট জব। তারমানে এই নয় যে আপনি কম এক্সপার্ট হয়েই এই সেক্টরে টিকে যাবেন। আপনাকে পরিপূর্ণ নলেজ নিয়েই এইখানে কাজ করতে হবে। বাংলাদেশে প্রচলিত ও ভবিষ্যত আছে এমন টপ ৫ টি স্কিল এর রিসোর্স আমি আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে চলুন কি কি রিসোর্স থেকে আপনি ফ্রীল্যাংসিং সম্পর্কে জানতে পারেন তা নিয়ে আলোচনা করি।

২০২১ সালে শেখার জন্য ৫টি সেরা ফ্রিল্যান্স স্কিল 

১) SEO 

সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন এর গুরুত্ব ফ্রিল্যান্স ইন্ডাস্ট্রিতে অনেক। আপনি যদি seo industry worth লিখে গুগল এ সার্চ করেন তবে আপনি দেখবেন এই ইন্ডাস্ট্রি ৮০ বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি যেটা প্রতিনিয়ত বাড়ছে। স্ক্রিনশটটি দেখে নিতে পারেন;  https://prnt.sc/1zsce60

যেই রিসোর্স গুলা আপনি ফলো করতে পারেন; 

  • Save
  • ফেইসবুক গ্রুপ: আপনি যদি এসইও শিখতে চান তবে SEO Masterminds Bangladesh/ SEO Signals Lab/ Superstar SEO গ্রুপ গুলাতে জয়েন করতে পারেন। তাদের মেম্বারদের প্রশ্ন উত্তর ও রিসোর্স গুলা দেখতে পারেন।  
  • ফোরাম: ফোরাম গুলার মধ্যে আপনি  Reddit » Big SEO/ The Moz Q&A Forum/  WebmasterWorld » SEOChat/ Balck Hat World ফলো করতে পারেন। 
  •  ব্লগঃ ব্লগ গুলার মধ্যে আপনি bn.nshamim.com/ Yoast SEO/ Search engine roundtable/ Search engine Journal
  • ইউটিউব চ্যানেল: ইউটিউব চ্যানেলগুলার মধ্যে আপনি Nasir Uddin Shamim ভাইয়ের চ্যানেল/ Authority hackers/ Passive Income Geek এর চ্যানেল গুলা ফলো করতে পারেন। 

২) Web development 

ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে আসলে কম্পিউটার ল্যাংগুয়েজ। যেমনঃ Javascript /joomla/ Paython / HTML /CSS আপনি যদি web development industry worth লিখে গুগল এ সার্চ করেন তবে আপনি দেখবেন এই ইন্ডাস্ট্রি 38-40 বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি যেটা প্রতিনিয়ত বাড়ছে। স্ক্রিনশটটি দেখে নিতে পারেন; https://prnt.sc/1zsexnk  

  • Save

যেই রিসোর্স গুলা আপনি ফলো করতে পারেন;

  • ফেইসবুক গ্রুপ: আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান তবে; WEB DESIGNER AND DEVELOPER GROUP BANGLADESH/ Web Development (HTML, CSS, JavaScript, jQuery, AngularJS)/ PHP MySQL AJAX jQuery JSON CSS HTML! গ্রুপ গুলাতে জয়েন করতে পারেন। তাদের মেম্বারদের প্রশ্ন উত্তর ও রিসোর্স গুলা দেখতে পারেন।
  • ফোরাম: ফোরাম গুলার মধ্যে আপনি #frontendDevelopers/ Webdeveloper.com Forum/ Larachat ফলো করতে পারেন।
  • ব্লগঃ ব্লগ গুলার মধ্যে আপনি Scotch.io/ WebdesignerDepot/ Codrops/ A-List Apart/ https://www.packtpub.com/ পড়তে পারেন।     
  • ইউটিউব চ্যানেল: ইউটিউব চ্যানেলগুলার মধ্যে আপনি Learn with Hasin Hayder/ Jhankar Mahbub/ Freelancing Care এর ভিডিও গুলা দেখতে পারেন। 

৩) Graphics Design

সময়, প্রচেষ্টা এবং নিষ্ঠার সাথে, নিজেই একজন গ্রাফিক ডিজাইনার হওয়াটা খুব কঠিন কাজ না। আপনাকে ডিজাইনের কিছু মৌলিক বিষয়গুলা জানতে হবে; রঙ তত্ত্ব, গ্রিড, স্পেসিং, টাইপোগ্রাফি সম্পর্কে জানুন, যা ভিজ্যুয়াল ডিজাইনের মৌলিক বিষয়। আপনি যদি Graphics Design industry worth লিখে গুগল এ সার্চ করেন তবে আপনি দেখবেন এই ইন্ডাস্ট্রি $45.8 billion ডলারের ইন্ডাস্ট্রি যেটা প্রতিনিয়ত বাড়ছে। স্ক্রিনশটটি দেখে নিতে পারেন; https://prnt.sc/1zsjelj

  • Save
  • ফেইসবুক গ্রুপ: আপনি যদি গ্রাফিক্সস ডিসাইন শিখতে চান তবে Graphic Design/Graphic Design : গ্রাফিক ডিজাইন/গ্রাফিক ডিজাইন বিডি-Graphic Design BD গ্রুপ গুলাতে জয়েন করতে পারেন। তাদের মেম্বারদের প্রশ্ন উত্তর ও রিসোর্স গুলা দেখতে পারেন।
  • ফোরাম: ফোরাম গুলার মধ্যে আপনি Graphic Design Forum (GDF)/ HOWDesign/ Estetica/ All Graphic Design/ Design Forum এই ফোরাম গুলা ফলো করতে পারেন। 
  • ব্লগঃ ব্লগ গুলার মধ্যে আপনি Creative Bloq/ Made by Folk/ Envato Tuts +/ Telepathy/ The Design Blog আপনি পড়তে পারেন নিয়মিত।  
  • ইউটিউব চ্যানেল: ইউটিউব চ্যানেলগুলার মধ্যে আপনি THE FUTUR/ Yes Im A Designer/ Design Course/ Creative Station/ Mike Locke চ্যানেল ফলো করতে পারেন। 

৪) WordPress Design & Development

ওয়ার্ডপ্রেস হল ওয়েব সফটওয়্যার যা আপনি একটি অত্যন্ত কার্যকরী ওয়েবসাইট বা ব্লগ তৈরি করতে ব্যবহার করতে পারেন। ওয়ার্ডপ্রেস একটি ব্লগিং সিস্টেম হিসাবে শুরু হয়েছিল, কিন্তু তারপর থেকে এটি হাজার হাজার প্লাগিন, উইজেট এবং থিমগুলির মাধ্যমে একটি সম্পূর্ণ কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এবং আরও অনেক কিছু হিসাবে ব্যবহার করা হচ্ছে। আপনি যদি WordPress Design & Development industry worth লিখে গুগল এ সার্চ করেন তবে আপনি দেখবেন এই ইন্ডাস্ট্রি $143 Billion ডলারের ইন্ডাস্ট্রি যেটা প্রতিনিয়ত বাড়ছে। স্ক্রিনশটটি দেখে নিতে পারেন; https://prnt.sc/1zskpc9

  • Save
  • ফেইসবুক গ্রুপ: আপনি যদি ওয়ার্ডপ্রেস ডিসাইন ও ডেভেলপমেন্ট শিখতে চান তবে আপনি WordPress Developers & Themes Suggestion/ Web Design and Development/ WordPress Developers এই গ্রুপ গুলাতে জয়েন করতে পারেন। তাদের মেম্বারদের প্রশ্ন উত্তর ও রিসোর্স গুলা দেখতে পারেন।
  • ফোরাম: ফোরাম গুলার মধ্যে আপনি Developing with WordPress Forum/ WordPress Web Development | Forum One/ CMS & WordPress – SitePoint Forums এই ফোরাম গুলা ফলো করতে পারেন।
  • ব্লগঃ ব্লগ গুলার মধ্যে আপনি  Tom McFarlin/ WP Theme Tutorial/ Pippins Plugins/  WP Tuts+/ Paulund/ Smashing Magazine আপনি এই ব্লগগুলা পড়তে পারেন নিয়মিত।
  • ইউটিউব চ্যানেল: ইউটিউব চ্যানেলগুলার মধ্যে আপনি Tyler Moore/ Website Learners/ Learn with Hasin Hayder চ্যানেলগুলা ফলো করতে পারেন।  

৫) Data Science & Analysis

ডাটা সায়েন্স হল এমন একটি ধারণা যা বড় ডেটা সমস্যা সমাধান করতে ব্যবহৃত হয় এবং এতে ডেটা পরিষ্কার, প্রস্তুতি এবং বিশ্লেষণ অন্তর্ভুক্ত থাকে। একজন ডেটা সায়েন্টিস্ট একাধিক উৎস থেকে ডেটা সংগ্রহ করেন এবং সংগৃহীত ডেটা সেট থেকে গুরুত্বপূর্ণ তথ্য বের করতে মেশিন লার্নিং, ভবিষ্যদ্বাণীমূলক বিশ্লেষণ এবং সেন্টিমেন্ট বিশ্লেষণ করে থাকেন। আপনি যদি Data Science & Analysis লিখে গুগল এ সার্চ করেন তবে আপনি দেখবেন এই ইন্ডাস্ট্রি $190 Billion ডলারের ইন্ডাস্ট্রি যেটা প্রতিনিয়ত বাড়ছে। স্ক্রিনশটটি দেখে নিতে পারেন; https://prnt.sc/1zsmf3s

  • Save
  • ফেইসবুক গ্রুপ: আপনি যদি ডাটা সায়েন্স এবং এনালাইসিস শিখতে চান তবে আপনি এই ফেইসবুক গ্রুপ গুলা ফলো করতে পারেন Data Science World/ Data science and python/ Google Data Analytics Coursera Global Professional Certificate Networking/ Data Analyst/ Data Science তাদের মেম্বারদের প্রশ্ন উত্তর ও রিসোর্স গুলা দেখতে পারেন।
  • ফোরাম: ফোরাম গুলার মধ্যে আপনি  Discussion Forum – Data Science Central/ Data Science, Analytics and Big Data discussions/ Community Forums Meets Data Science | by Adam Zawel/ Machine Learning & Data Science Forum Discussions | Kaggle এই ফোরাম গুলা ফলো করতে পারেন।
  • ব্লগঃ ব্লগ গুলার মধ্যে আপনি Data Science Central/  SmartData Collective/ No Free Hunch/ What’s The Big Data?/ insideBIGDATA আপনি এই ব্লগগুলা পড়তে পারেন নিয়মিত।
  • ইউটিউব চ্যানেল: ইউটিউব চ্যানেলগুলার মধ্যে আপনি Ken Jee/ David Robinson/ Ali Abdaal/Data Professor/ Lander Analytics চ্যানেলগুলা ফলো করতে পারেন।

কিভাবে আপনি নিজের পোর্টফোলিও তৈরী করতে পারেন ?

শিখা তো শেষ এখন আপনি তাহলে কিভাবে নিজের পোর্টফোলিও সাজাতে পারেন ? পোর্টফোলিও জন্য আপনি নিজের ব্লগ / ইউটিউব চ্যানেল/ লিংকডইন / ফেইসবুক পেজ ও ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারেন। আপনার ক্লায়েন্ট এর পসিটিভ ফিডব্যাক গুলার স্ক্রিনশট গুলা অ্যাড করার মাধ্যমে ও নিজের এক্সপার্টাইজ নিয়ে ব্লগ বা রিসোর্স শেয়ার করার মাধ্যমে আপনি আরো ক্লায়েন্ট একুইজিশন করতে পারেন।  

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap