কিভাবে রেডিট মার্কেটিং করবেন? পূর্ণাঙ্গ গাইডলাইন।

রেডিট ইন্টারনেট জগতের মধ্যে সব থেকে জনপ্রিয় কমিউনিটি গুলোর একটি এবং সর্ববৃহৎ ৩০০ মিলিয়ন একটিভ ইউসার আছে বর্তমানে। 
বর্তমানে রেডিট টুইটার, লিংকডইন , পিন্টারেস্ট, স্ন্যাপচ্যাট থেকেও জনপ্রিয়। আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে শুনে থাকলে রেডিট সম্পর্কেও শুনে থাকবেন নিশ্চিতভাবে। চলুন তাহলে জেনে নেই রেডিট মার্কেটিং কি করে করবেন।      

রেডিট মার্কেটিং কৌশল

১) রেডিটকে আপনি কাস্টমার রিসার্চ টুলস হিসেবে ব্যবহার করে লেটেস্ট ট্রেন্ড পেতে পারেন

আমি আশা করি এই কৌশল সব ধরণের মার্কেটারদের কাজে আসবে। আপনি রেডিট মার্কেটিং করেন অথবা না করেন বা আপনার কাছে সামান্য সময় থাকলেও এই কৌশল অবলম্বন করতে পারেন।

এই টিপস এর সব থেকে ভালো দিক হচ্ছে আপনাকে রেডিট কান্ট্রিবিউটর হতে হবে না। আজকাল যেকেউ রেডিট ব্যবহার করে রিসার্চ করতে পারে।  রেডিট রিসার্চ করতে আপনার কিছু মিনিট ব্যয় হলেও কিন্তু আউটপুট অনেক বিশাল। তাহেল চলুন জেনে নেই কি কৌশল অবলম্বন করতে হবে ?
কৌশলটা একদম সহজ:
রেডিটকে মার্কেটিং টুলস হিসেবে ব্যবহার করিতে চাইলে আপনি রেডিট এ যেয়ে দেখবেন এখন মানুষ কি নিয়ে বেশি কথা বলছে ও এখনকার ট্রেন্ড কি ?

স্টেপ-০১: আপনার বিসনেস অথবা ব্র্যান্ড এর সাব-রেডিট খুঁজে বের করুন:
সাব- রেডিট খুঁজে বের করার অনেক গুলা মাধ্যম আছে। আপনি রেডিট সার্চ এ যান তারপর আপনি যে টপিক এ ইন্টারেস্টেড সেই টপিকে যেয়ে সার্চ করলেই পপুলার রিলেটেড কনটেন্ট পাবেন সার্চ টার্ম অনুযায়ী। 

  • Save

স্টেপ-০২: অন্য আরো একটি পদ্ধতি হচ্ছে কোন সাব-রেডিট এ মানুষ কেমন পার্টিসিপেট করছে অথবা আপনি রেডিটলিস্ট থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করতে পারেন। রেডিটলিস্ট সার্চ টার্ম অনুযায়ী আপনাকে পপুলার সাব-রেডিট দেখাবে সাথে এক্টিভিটি ও সাবস্ক্রাইবার কত তা দেখাবে। 

  • Save

যখনি আপনি আপনার রিসার্চ করা সাব-রেডিট পেয়ে যাবেন তখন আপনাকে ম্যানুয়ালি চেক করে দেখতে হবে প্রতি দিন, সপ্তাহ,বা মাস সাব-রেডিট এর ভলিউম কেমন। আপনি চাইলে এর জন্য feedly ব্যবহার করতে পারেন। Feedly সার্চ/পার্টিসিপেশন এর উপর নির্ভর করে সাব-রেডিট এর প্রশ্ন গুলা রাঙ্কিং সাজিয়ে থাকে। Feedly ব্যবহারে যে সুবিধা পাবেন তা নিচে দেয়া হলো; 
–  মানুষ কি প্রশ্ন করছে তা আপনি জানতে পারবেন। 
– কোন টপিকটা বেশি আকর্ষিণীয় মানুষের কাছে তা জানতে পারেবন।
– কম্পিটিটর প্রোডাক্ট ও নিত্যি নতুন ট্রেন্ডস এর দিকে চোখ রাখতে পারবেন।

২)  কিভাবে আকর্ষণীয় হেডলাইন লিখতে হয় তা রেডিট থেকে আইডিয়া নিতে পারেন

আপনি সাব-রেডিট এর কনটেন্ট গুলা দেখতে পারেন। যেসকল কনটেন্ট গুলাতে আপভোটে বেশি পরে তাদের হেডলাইন গুলা থেকে আইডিয়া নিতে পারেন। আপনি সাব-রেডিট অথবা সম্পূর্ণ রেডিট এর পপুলার পোস্ট গুলা থেকেও আকর্ষণীয় হেডলাইন কিভাবে লিখসে তার আইডিয়া নিতে পারেন। 

৩) আপনার ব্র্যান্ড এর প্রতি যাদের আগ্রহ আছে তাদের কানেক্ট করুন

আপনি আপনার রিলেভেন্ট সাব-রেডিট গুলাতে চোখ রাখুন। সেখানে আপনার প্রোডাক্ট বা সাব-রেডিট নিয়ে যদি কোনো প্রকার কথোপকথনের সুযোগ থাকে তাহলে কোনভার্সেশনে যোগ দিন তবে অবশ্যই প্রসঙ্গ বুঝে শুনে তারপর রিপ্লাই দিয়েন। কারণ আপনি যদি কথার প্রসঙ্গ না বুজেই কোনো উল্টা পাল্টা মন্তব্য করলেন বা নিজের প্রোডাক্ট এর মার্কেটিং করলে তার জন্য নেতিবাচক প্রতিক্রিয়ায় পড়বেন। আর যদি সঠিক রিসোর্স শেয়ার করতে পারেন তবে আপনি বেশ সুবিধা পাবেন সাথে আপনার গ্রহণযোগত্যাও বেড়ে যাবে। 

৪) রেডিট থেকে কিভাবে আরো ট্রাফিক পাবেন (সঠিক পথ)

মানুষ যখন রেডিট মার্কেটিং নিয়ে কথা বলে তখন তারা চিন্তা করে কিভাবে ওয়েবসাইট এ  ট্রাফিক আনা যায়। আপনি যদি ইন্টারেস্টেড হন রেডিট এর রেফারেল ট্রাফিক এর জন্য তাহলে নিচের উপদেশ আপনার জন্য; 
– প্রথম এবং প্রধান শর্তই হচ্ছে আপনাকে অবশ্যই ভালো কান্ট্রিবিউটর হতে হবে রেডিট কমিউনিটিতে। আপনি যদি সত্যিকার অর্থে ট্রাফিক আপনার ওয়েবসাইট এ নিতে চান তবে আপনাকে অবশ্যই রেডিট এ ভালোই কান্ট্রিবিউশন করতে হবে। 
–  ট্রাফিক পাবার শর্টকাট পদ্ধতি হচ্ছে পেইড মার্কেটিং কিন্তু আপনি যদি রেডিট থেকে ট্রাফিক পেতে চান তবে অবশ্যই নিচের টিপস ফলো করতে পারেন;  

# আদর্শ সাব-রেডিট খুঁজে বের করুন:

রেডিটলিস্ট ব্যবহার করে আপনি আপনার আদর্শ সাব-রেডিট খুঁজে বের করতে পারেন। 

# রেডিট ডেমোগ্রাফিক বুঝতে হবে

রেডিট ব্যবহারকারী বেশির ভাগ মার্কিন ও তাদের বয়স ২৫-৪৪ বছরের মধ্যে। আপনি ডেমোগ্রাফিক অনুযায়ী টার্গেট করলে আপনার নিস অনুযায়ী আপনাকে রেডিট এর ফ্রন্ট পেজ টার্গেট করতে হবে অথবা নির্দিষ্ট নিশ এর স্পেসিফিক সাব-রেডিট পেজকে আপনাকে টার্গেট করতে হবে। যেখানে মোটামোটি ১ লক্ষ্ ইউসার থাকবে।     

৫) কমিউনিটিতে ভ্যালু অ্যাড এর মাধ্যমে কারমা পয়েন্ট অর্জন করুন 

কারমা পয়েন্ট হচ্ছে রেডিট ব্যবহারকারীর জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ কারমা ছাড়া আপনি অনেক সাব-রেডিট এ লিংক শেয়ার করতে পারবেন না। এই কারমা আপনি আপভোটে বা ভালো কমেন্ট এর মাধ্যমে পেতে পারেন। আপনি যদি রেডিটে সাফল্য চান তবে আপনাকে কারমা পয়েন্ট বাড়াতে হবে। অন্ততপক্ষে, ২০০ কারমা পয়েন্ট আপনাকে পেতে হবে।     
কারমা পয়েন্ট আসলে আপনার রেডিট ফলোয়ারদের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে সাহায্য করে থাকে। কারমা পয়েন্ট এর মাধ্যমে আসলে আপনার কান্ট্রিবিউশন কত বেশি রেডিট এ তা বুঝা যায়। 
নিচে কারমা পয়েন্ট বাড়ানোর টিপস দেয়া হলো; 
# পপুলার সাব-রেডিট এ সংযুক্ত থাকেন যেমন : today-I-learned এবং  Ask-Reddit  এই সাব রেডিট গুলা দিয়ে আপনি ভালো ভাবে শুরু করতে পারবেন। 
# আর আপনার কনটেন্ট যখনি রেডিট এ শেয়ার করবেন পাশাপাশি ফেইসবুক টুইটাররেও শেয়ার করবেন। 

৬) ক্রস পোস্ট করুন অন্য সাব-রেডিটের সাথে

আপনি যখন আপনার পোস্টের সাথে অন্য একটি পোস্ট ক্রস করবেন তখন নিচের ক্রস বাটন এ ক্লিক করুন এবং অন্য যেকোনো সাব-রেডিটের সাথে ক্রস করুন যাতে অনেক মানুষ আপনার পোস্টটি দেখতে পারেন।একটি বিষয় মাথায় রাখবেন আপনি অবশ্যই এই কৌশলটি বার বার ব্যবহার করবেন না।          

  • Save

৭) আপনার কনটেন্ট এ রেডিট পেইড অ্যাড বসান  

রেডিট এডভার্টাইসিং অন্যান্য সোশ্যাল সাইট এর মতন। তাই অ্যাড থেকে আপনার ভালো কিছু আসবে তা আশা করে যায়। 

  • Save

রেডিট এডভার্টাইসিং কস্ট পার ক্লিক বেসিস হয়ে থাকে। আপনি আপনার ক্যাম্পেইন অপ্টিমাইজ করতে পারেন রিচ, ভিডিও ভিউ, ট্রাফিক এবং কনভার্সন থেকে। 
আপনি চাইলে রেডিট থেকে বা যেকোনো সাব-রেডিট টার্গেট করে এড দিতে পারেন।    

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap