ঘরে বসেই রিমোট জব পাওয়ার উপায়!

আপনি কি জানেন? 

ঘরে বসেই আপনি আমেরিকার বড় বড় ফার্মে চাকরি পেতে পারেন এবং ঘরে বসেই সেই চাকরি করতে পারেন! 

কিভাবে? চলুন জেনে নিই। 

indeed.com এ যান, এবং রিমোট জব ক্যাটাগরি সিলেক্ট করুন। অথবা Find Jobs মেনুতে ক্লিক করে What বক্সে আপনার স্কিল Where বক্সে Remote লিখুন, তারপর সার্চ দিন। নিয়মিত এপ্লাই করে যেতে থাকুন (প্রথমেই রেজিস্ট্রেশন করে একটা সিভি দিয়ে রাখুন)। ওদের সব এভেইলএবল রিমোট জবস দেখতে এখানে ক্লিক করুনঃ https://www.indeed.com/l-Remote-jobs.html

আপনার মোবাইলে LinkedIn Jobs অ্যাপটি ইন্সটল করে রাখুন। রিমোট জবস এর নোটিফিকেশন এনাবল করে রাখুন। আপনার লিঙ্কডইন প্রোফাইল দিয়েই এক ক্লিকে এইসব রিমোট জবে এপ্লাই করতে পারবেন। লিঙ্কডইন এর সব রিমোট জবঃ https://www.linkedin.com/jobs/remote-jobs?pageNum=0&position=1

ফেইসবুক : আপনি ফেসবুকের মাধমেও রিমোর্ট জব পেতে পারেন। আপনার ফেইসবুক একাউন্ট লগইন করে ফেসবুকের সার্চ বক্সে আপনি যখন সার্চ করবেন “SEO expert needed” বা “looking for SEO expert” এমন সার্চ পেরামিটার ব্যবহার করতে পারেন। দেখবেন কত কত জব ফেইসবুক থেকে পাচ্ছেন।

টুইটার : টুইটার সার্চ বক্সে যেয়ে আপনি সার্চ করবেন “SEO expert needed” বা “looking for SEO expert” আপনি ঐখানেও পাবেন হাজার হাজার জব। তাছাড়া আপনি সহজেই টুইটারে একটিভ থেকে বিভিন্ন seo কোম্পানি ফলো করে তাদের জব পোস্ট গুলায় এপ্লাই করতে থাকেন।

জিপ রিক্রুইটার : আপনি জিপ রিক্রুইটার এ একাউন্ট করে পছন্দের জব এপলাই করে জব ইন্টারভিউ দিয়ে সহজেই জব পেতে পারেন। তবে আপনার সিভি ও পূর্বের অভিজ্ঞতা হলে ভালো।

বিডি জবস : আপনি বিডি জবস পোর্টাল থেকেও জব পেতে পারেন। জব পোর্টালটিতে ঢুকলেই আপনি বিভিন্ন জবস এর পাশাপাশি ফ্রীল্যানসিং জব পাবেন নিশ্চিতভাবে।

রিমোট জবের জন্যে আরও ৬টি খুবই জনপ্রিয় ওয়েবসাইটঃ (কাজ পাওয়া উপড়ের দুই সোর্স থেকেও সহজ এগুলোতে)ঃ 

১। https://weworkremotely.com/
২। https://remoteok.io/
৩। https://remote.co/
৪। https://remote.com/jobs/browse
৫। https://angel.co/jobs
৬। https://pangian.com

ফুলটাইম, রিমোট জব – একটা নতুন ধারা সৃষ্টি করবে অচিরেই। 

খণ্ড খণ্ড কাজের চেয়ে ফুল্টাইম রিমোট জব অনেক বেশি স্বস্তির! নিজেকে গড়ে তুলুন। আপনার আজকেই ফুল্টাইম রিমোট জব ব্যাপারটা এমন নয়। ওইসব সাইটে যান। প্রত্যেকটা জব ডেসক্রিপশন পড়ে ফেলুন। 

ধরুন আপনি এসইও নিয়ে জব করতে চান। এসইও জবগুলোর ডেসক্রিপশন ভালো করে পড়ুন। কোনটা আপনি জানেন না মনে হয়? সেটা শিখে ফেলুন। যখন শেখা শেষ হবে, তখন অনেক কনফিডেন্ট ফিল করবেন আপনি। জব পাওয়া অপেক্ষাকৃত সহজ হবে তখন। সুতরাং, তাড়াহুড়া নয়, নিজেকে চিনুন এবং তৈরি করুন। 

দিনশেষে, দক্ষতাই একমাত্র আপনাকে সবচেয়ে বেশী টাকা-পয়সা এনে দিতে পারবে, আর কিছু নয়। ধরুন আপনি SEO শিখতে চান। তাহলে গুগল করুন – “SEO Training in Bangladesh”, তারপর সেটা নিয়ে পড়াশুনা করুন। কোন কোর্স থাকলে সেটা করে ফেলুন। 

পাশাপাশি আপনার লিঙ্কডইন প্রোফাইলটাকে আরো সমৃদ্ধ করুন। 

এসইও শিখুন, রিমোট জব শুরু করুন ! 

নাসির উদ্দিন শামীম
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

1 thought on “ঘরে বসেই রিমোট জব পাওয়ার উপায়!”

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap