ইউটিউব এসইও – যে ৯ টি টুল আমি নিয়মিত ব্যবহার করি!

২০১৯ সালে এসে ভিডিও প্রায় সব প্লাটফর্মেই অনেক জনপ্রিয়। মানুষ এখন একটা লেখা পরার চেয়ে ভিডিও দেখতে বেশি অভ্যস্ত হয়ে পড়েছে।

আমরা যারা মার্কেটার, তাদের জন্যেও ভিডিও বানানো এবং সেগুলোর এসইও করা খুবই প্রয়োজনীয় একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইউটিউব এসইও করার অনেক স্টেপস আছে। আজকে সেগুলা নিয়ে আলোচনা করবো না। তবে কিছু টুলস নিয়ে কথা বলবো যেগুলা আমার মনে হয় সবারই ইউজ করা উচিত।

YouTube SEO এর জন্যে আমি নিয়মিত যেসব ফ্রি টুলস ব্যবহার করি –

1. (https://vidiq.com/) – KW Difficulty, Rank Checker & Video stats. আপনি যেই কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়েছেন সেটা কততম পজিশনে আছে সেটা ডান পাশের সাইডবারে দেখায়, যেটা আমার কাছে খুবই কাজের একটা জিনিশ। 

2. (https://keywordtool.io/youtube) – Finding right keywords for your next video. আমি এইটার পাশাপাশি AHREFS ও ইউজ করি। 

3. (https://rapidtags.io/generator/) – To generate Tags for videos. ইংরেজি ভিডিও সিরিজের জন্যে বেশ কাজের। বাংলায় তেমন ভালো কাজ করে না এখনো। 

4. (https://ytrank.net/) – Youtube Rank Checker – Keyword Web-Based Video Rank Checker. আপনি শুধু আপনার টার্গেট কিওয়ার্ড দিবেন এবং আপনার ভিডিওএর লিঙ্ক দেন। বাকিটা সেই খুঁজে বের করবে। 

5. (https://www.canva.com/) – To design awesome thumbnails. অনেক রেডিমেইড টেম্পলেট আছে। খুবই সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। শুধু এলিমেন্ট বসানোর সময় দেখবেন ওটা ফ্রি নাকি পেইড (পেইড হলে ডলার সাইন থাকবে, অথবা Free কথাটা লেখা থাকবে না)। 

এছাড়াও আপনি আরো কিসু টুলস ব্যবহার করতে পারেন যেগুলো আপনার ইউটিউব এসইও তে কাজে দিবে। নিচে এইগুলোর বিবরণ দেয়া হলো;
6. https://socialblade.com/: সোশ্যাল ব্লেড হচ্ছে আপনার কম্পেটিটর এনালাইসিস টুলস। এর মাধ্যমে আপনি আপনার কম্পেটিটর কাজ ট্রাক করতে পারবেন। আপনার কম্পেটিটর এর কোন কোন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ব্যবহার করছে তা এর মাধ্যমে জানতে পারবেন।

7. https://awario.com: এর মাধ্যমে আপনি আপনার কীওয়ার্ড নিয়ে কথা বলতে পারেন, প্রজেক্ট তৈরী করতে পারেন, আপনি সহজেই টপ কীওয়ার্ড নিয়ে অন্যানদের সাথে কথা বলে একটা গাইড লাইন পেতে পারেন।

8. https://apple-imovie/: এটি ফ্রি ভিডিও এডিটিং টুলস। এটি দিয়ে আপনি যেকোনো ভিডিও সুনিপুনভাবে এডিটিং করতে পারবেন। তবে এটি শুধু ম্যাক ইউসার ফ্রেন্ডলি সফটওয়্যার।

9. https://neilpatel.com/ubersuggest/: এটি দিয়ে আপনি কীওয়ার্ড রিসার্চ করতে পারবেন। কম্পেটিটর এনালাইসিস করতে পারবেন। কীওয়ার্ড সিপিসি দেখতে পারবেন। মোট কথা এই টুলস দিয়ে ফ্রিতে আপনি নিজের কীওয়ার্ড ও রিসার্চ যেমন করতে পারবেন তেমনি আপনি কম্পেটিটর এনালাইসিস করতে পারবেন সহজেই।

আপনি কোন কোন টুলস ইউজ করেন এইগুলোর বাইরে? 

কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করুন। 🙂

নাসির উদ্দিন শামীম
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

7 thoughts on “ইউটিউব এসইও – যে ৯ টি টুল আমি নিয়মিত ব্যবহার করি!”

  1. অনেক উপকৃত হলাম।

    ধন্যবাদ।

    আমার রান্না বিষয়ক ইউটিউব চ্যানেলের জন্য অনেক চিন্তিত ছিলাম । এই ব্লগ এ আমি অনেক কিছু জানতে পারি।

    Reply
  2. ভেহিক্যালস রিলেটেড চ্যানেলের SEO নিয়ে অনেক টেনশনে ছিলাম, সাইট থেকে অনেক তথ্য জেনে উপকৃত হলাম।

    Reply

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap