কি করে সহজেই খুব দ্রুত আপনার ওয়েবসাইট ভিসিটর বাড়াতে পারেন ?

আমরা সবাই ওয়েবসাইট এ কনটেন্ট দিয়ার পর ব্যস্ত হয়ে পরি রাঙ্ক কেন হচ্ছে না বা রাঙ্ক হলেও কি করে দ্রুত ভিসিটর আনা যায় তার জন্য ব্যস্ত হয়ে যাই। আজ আমি আপনাদর সাথে ভিসিটর বাড়ানোর একটা সিম্পল ফর্মুলা দিবো যা আপনার ভিসিটর খুব দ্রুত বাড়াবে।

স্টেপ-০১: প্রথমেই আপনি আপনার ডোমেইন নাম ubbersuggest (https://neilpatel.com/ubersuggest/) এ সার্চ দিয়ে টপ পেজ গুলো পাবেন যেগুলা আপনার ওয়েবসাইট এ ট্রাফিক আনছে।
স্টেপ-০২: তারপর আপনি সার্চ কনসোল (https://search.google.com/search-console/welcome) থেকে আপনার কীওয়ার্ড সিলেক্ট করুন কোনটা থেকে ট্রাফিক চাচ্ছেন।
স্টেপ-০৩: আবার ubbersuggest বা LSI Graph (https://lsigraph.com/) এ যান এবং লংটেইল কীওয়ার্ড গুলো নিয়ে আপনার কনটেন্ট এ apply করেন। মানে আপনি আপনার কনটেন্টকে ইনডেপ্থ ভাবে লিখুন যাতে ভিসিটর আপনার কনটেন্ট এ সব কিছু পেয়ে যায়।
স্টেপ-০৪: আপনি আপনার পোস্টটিকে সোশ্যাল শেয়ার করবেন। যত বেশি এনগেজমেন্ট হবে ততো বেশি ট্রাফিক পেয়ে যাবেন। যেসকল সোশ্যাল শেয়ার আপনি করবেন;
১. ফেইসবুক: ফেসবুকের মাধ্যমে আপনি একটি পেজ করে আপনার ওয়েবসাইট এর প্রোমোটে করতে পারেন বিভিন্ন রিসোর্স শেয়ার করে অথবা আপনি সহজেই আপনার নিস রিলেটেড ফেইসবুক পেজ গুলোতে যেয়ে বিভিন্ন রিসোর্স দিয়ে সহায়তার মাধ্যমে কৌশলে আপনার সাইট প্রোমোট করতে পারেন।
২. টুইটার: (https://www.nshamim.com/twitter-marketing/) টুইটার এ আপনি হেস ট্যাগ দিয়ে টুইট করবেন আপনার পোস্ট অথবা আপনার নিস রিলেটেড যেকোনো রিসোর্স। হেস ট্যাগ ব্যবহারে টুইট করলে আপনি বেশি এনগেজমেন্ট পাবেন।
৩. পিন্টারেস্ট (https://www.nshamim.com/pinterest-marketing/): পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়ার মধ্যে একটু আলাদা। এইখানে শুধু আপনি ছবি পিন করতে পারবেন। আপনি আপনার নিস পিন্টারেস্ট নাম ঠিক করবেন তারপর ক্যাটাগরি অনুযায়ী বোর্ড করবেন। প্রতিদিন বোর্ড এ পিন করার চেষ্টা করবেন ৫/৬ টা।
৪. রেডিট (https://www.nshamim.com/reddit-marketing/): এটি একটা জনপ্রিয় সোশ্যাল মিডিয়া। রেডিট থেকে আপনি খুব ভালো কোনভার্শন পাবেন যদি আপনি নিস অনুযায়ী সাব রেডিট এ রিসোর্স দিয়ে পার্টিসিপেট করতে পারেন। আপনার কারমা ২০০+ হলে আপনি আপনার ওয়েবসাইট লিংক প্রোমোট করতে পারবেন। সেক্ষত্রে আপনার ট্রাফিক কনভার্সন অনেক বেড়ে যাবে।
স্টেপ-০৫: এই পর্যায়ে আপনি ব্যাকলিংক করতে পারেন যাতে খুব দ্রুত আপনার ওয়েবসাইট এ ট্রাফিক আসে।
নিচে কিছু ব্যাকলিংক মেথডস আলোচনা করা হলো;
১. ব্লগ কমেন্টিং(https://www.nshamim.com/seo-blog-commenting/): ব্লগ কমেন্টিং হচ্ছে বেসিক লিংক বিল্ডিং এর মধ্যে অন্যতম। আপনি আপনার নিস রিলেটেড সাইট খুঁজে বের করবেন তারপর ঐ ব্লগের কনটেন্ট অনুযায়ী আপনি একটা রিলেটেড কমেন্ট করবেন যেটি কনটেন্ট এর বিষয়বস্তুর সাথে যায়।
২. ফোরাম পোস্টিং(https://www.nshamim.com/forum-posting-commenting-qa/) : আপনার নিস রিলেটেড ফোরাম খুঁজে বের করবেন তারপর আপনি ঐসব ফোরামে পার্টিসিপেট করবেন রিসোর্স শেয়ার করবেন সাথে কৌশলে আপনি আপনার লিংক দিয়ে আসবেন।
৩. ব্রোকেন লিংক (https://www.nshamim.com/broken-link-building/): আপনি নিস রিলেটেড সাইট এ যেয়ে check my links এক্সটেনশন দিয়ে সহজেই ঐ ওয়েবসাইট এর ব্রোকেন লিংক খুঁজে বের করুন। তারপর আপনি ঐ ওয়েবসাইট এর অথরকে মেইল করুন। যাতে সে ব্রোকেন লিংক এর জায়গায় আপনার রিলেটেড লিংক বসায়।
৪. ডকুমেন্ট শেয়ারিং (https://www.nshamim.com/pdf-marketing-video-tutorial/) : ডকুমেন্ট শেয়ারিং এর মধ্যে আপনি পিডিএফ সাইট গুলো অন্যতম। এই লিংক গুলো ভালো কাজ করে। আপনি নিস অনুযায়ী অনেক সাইট পাবেন পিডিএফ শেয়ার বা PPT করার জন্য।
৫. গেস্ট পোস্টিং (https://www.nshamim.com/guest-posting/): গেস্ট পোস্টিং হচ্ছে লিংক বিল্ডিং এর মধ্যে অন্যতম একটি মেথডস। আপনি আপনার নিস রিলেটেড এমন সাইট খুঁজে বের করুন যাতে করে আপনি একটা কনটেন্ট তৈরী করে তাদেরকে জমা দিয়ে একটা লিংক নিয়ে আস্তে পারেন।
৬. HARO (https://www.nshamim.com/haro-link-building/): এই ক্ষেত্রে আপনি লগইন করে আপনার নিস্ রিলেটেড প্রশ্ন গুলো উত্তর দিয়ে আপনি আপনার সাইট এর জন্য লিংক নিতে পারেন।
এছাড়াও আপনি প্রেস রিলিজ, ইনফোগ্রাফিক, গেস্টওগ্রাফিক, পডকাস্ট, ওয়েব ২.০ , উইকিপেডিয়া লিংক, .edu এবং .gov লিংক করতে পারেন।

এই ফর্মুলা আপনার প্রতিটা কীওয়ার্ড এ apply করুন আশা করি আপনি খুব দ্রুত ভিসিটর বাড়াতে পারবেন।

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

2 thoughts on “কি করে সহজেই খুব দ্রুত আপনার ওয়েবসাইট ভিসিটর বাড়াতে পারেন ?”

  1. Hi,
    Web 2.0 Links বর্তমানে কতটুকু কার্যকর? (Out of 10)
    And thank you for the informative post on traffic increasing.

    Reply

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap