কিভাবে টিকটক মার্কেটিং করবেন ? পূর্ণাঙ্গ গাইডলাইন।

টিকটক হচ্ছে সবচাইতে দ্রুত বর্ধমান সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম। বর্তমান যুবক-যুবতিদের কাছে সব চাইতে জনপ্রিয় সোশ্যাল প্লাটফর্ম এখন টিকটক। এখন তো টিকটক শব্দটি ক্রিয়াবাচক শব্দ হিসেবে ব্যবহৃত হচ্ছে। যেমনঃ এখন বলতে শুনা যায়, “চলো আজ একসাথে টিকটক করি।”
অনেক ব্র্যান্ড সিদ্বান্ত নিয়েছে যে, তারা এখন থেকে টিকটক এ প্রমোশন এ যাবে। কিন্তু এখনো পর্যন্ত তারা জানেই না তাদের কি করা উচিত।

টিকটক এখনো নতুন তাই অনেক ব্র্যান্ড ও মার্কেটার এখনো টিকটক নিয়ে নিশ্চিতভাবে সিদ্ধান্ত নিতে পারছে না এটি কি তাদের কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা !!

আমি আপনাদের সামনে কিছু টিকটক এর তাৎপর্য মার্কেটিং কৌশল তুলে ধরবো যাতে আপনি বুঝতে সক্ষম হোন কিভাবে আপনি টিকটক মার্কেটিং কৌশল অনুসরণ করে সর্বাধিক মার্কেটিং সাকসেস পেতে পারেন।

টিকটক মার্কেটিং স্ট্রেটেজি টিপস

১) সঠিক হেসট্যাগ ব্যবহার
২) বর্তমান টিকটক ট্রেন্ড অনুসরণ
৩) টিকটক ইনফ্লুয়েন্স আপনার ক্যাম্পাইন অন্তর্ভুক্ত করুন।
৪) প্রতিদিন কমেন্ট করুন এবং নিজের পোস্টে কমেন্ট করতে উদ্ভুদ্দ করুন।
৫) প্রায় পোস্ট করুন।
৬) আপনার পোস্ট টিকটক প্রভাব রাখুন।
৭) মজাদার ভিডিও তৈরী করুন পরিষ্কার বর্ণনা দিয়ে
৮) টিকটক এডস ব্যবহার করুন
৯) হেসট্যাগ চ্যালেঞ্জ সেট করুন
১০) ব্র্যান্ড কনটেন্ট মিশ্রণ করুন।
চলুন পয়েন্টগুলোর বিস্তারিত বর্ণনাতে চলে যাই;

১) সঠিক হেসট্যাগ ব্যবহার করুন

  • Save

অন্যান্য সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক এর মতন টিকটক ইউসারাও হেসট্যাগের উপর নির্ভর করে থাকে। তাদের ভিডিও ক্যাটাগরি করতে ভিডিও ক্লিপ অনুযায়ী হেসট্যাগ ব্যবহার করতে হবে। যদি ইউসাররা ডিসকভার এ ক্লিক করে (ম্যাগ্নিফাই গ্লাস এ ) উপরের স্ক্রিন এ তারা হেস ট্যাগ অনুযায়ী ভিডিও লিস্ট দেখতে পাবে। যেসব কারণে আপনি হেসট্যাগ ব্যবহার করবেন;
# আপনার কনটেন্ট রিচ বাড়ানোর জন্য।
#কম্পিটিটর সনাক্ত করার জন্য।
# ফলোয়ার বাড়ানো
জন্য
আপনি অবশ্যই রিলেভেন্ট হেসট্যাগ আপনার ভিডিওতে ব্যবহার করবেন। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, টিকটক ইন্সট্রাগ্রামের মতন না। তাই আপনি চাইলেই ২১ টা হেসট্যাগ ব্যবহার করতে পারবেন না।

২) বর্তমান টিকটক ট্রেন্ড অনুসরণ করুন

ট্রেন্ডিং হেসট্যাগের মাধ্যমে আপনি আরো একটি মার্কেটিং স্ট্রেটেজি ব্যবহার করতে পারেন। আপনি ট্রেন্ডিং ভিডিও গুলার মতন ভিডিও বানিয়ে ও শেয়ার করার মাধ্যমে। মনে রাখবেন ট্রেন্ড খুব দ্রুত সকলের মধ্যে ছড়িয়ে যায়। আপনি ট্রেন্ড কনটেন্ট গুলায় চোখ রাখার মাধ্যমে ঐ ধাঁচের নতুন নতুন ভিডিও বানাতে পারেন।
কিন্তু একটি বিষয় খেয়াল রাখবেন, ট্রেন্ডি ভিডিও বানাতে যেয়ে আপনি কোনো ভিডিও কপি করবেন না। সম্পূর্ণ ইউনিক ভিডিও বানানোর চেষ্টা করবেন ট্রেন্ডি টপিক নিয়ে।

৩) টিকটক ইনফ্লুয়েন্স আপনার ক্যাম্পাইন অন্তর্ভুক্ত করুন

বর্তমানে টিকটকের ইনফ্লুয়েন্সার হিসেবে কিশোর-কিশোরীরাই বেশি ভূমিকা রাখছে। তরুণদের মধ্যে যারা অন্যানদের থেকে নিজেদের আলাদা করতে চায় বা যারা টেলিভশন ও মুভি ষ্টারদের মতন নিজেদের উপস্থাপন করতে চায় তাদের আপনি আপনার টিকটক মার্কেটিং ক্যাম্পাইন এ ইনফ্লুয়েন্সার হিসেবে অন্তর্ভুক্ত করতে পারেন।

৪) প্রতিদিন কমেন্ট করুন এবং নিজের পোস্টে কমেন্ট করতে উৎসাহিত করুন

অন্যান্য সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক এর মতন টিকটক ইউসার এনগেজমেন্ট সাপোর্ট করে থাকে। কমেন্ট হচ্ছে সব চাইতে চমৎকার মাধ্যম এনগেজমেন্ট বাড়ানোর জন্য। এর মাধ্যমে আপনি গুরুত্বপূর্ণ কাস্টমার এর সাথে কথোপকথন করতে পারেন।
আপনি অবশ্যই অর্থবহ কমেন্ট করবেন যাতে করে এনগেজমেন্ট বাড়াতে সহায়ক হয়।

৫) ঘন ঘন পোস্ট করুন

টিকটক এমন একটি সোশ্যাল প্লাটফর্ম যেখানে আপনি ঘন ঘন পোস্ট করলে ভালো ফল পেতে পারেন। যত বেশি ভিডিও পোস্ট করবেন তত তাড়াতাড়ি ফলোয়ার বাড়তে থাকবে।
যত বেশি পোস্ট দিবেন ততই মানুষ আপনাকে খুঁজেও পাবে ও আপনার একাউন্ট ফলো করা শুরু করবে।

৬) আপনার পোস্টে টিকটক বিশেষ ইফেক্ট রাখুন

  • Save

টিকটক এ মিলিয়ন ভিডিও ডেইলি হয়ে থাকে তাই আপনাকে অবশ্যই কিছুটা ভিন্নধর্মী ভিডিও বানাতে হবে, যদি ভালো এনগেজমেন্ট পেতে চান তো।

টিকটক এর বিভিন্ন ইফেক্টস আপনাকে এই ক্ষেত্রে সহায়তা করবে। আপনি ইফেক্টস গুলা পাবেন বিভিন্ন ট্যাব, স্প্লিট, নতুন, ইন্টারেক্টিভ, এডিটিং, বিউটি, ফানি, ওয়ার্ল্ড ও এনিম্যাল ক্যাটাগরিতে।
আপনি চাইলে ব্যাক গ্রাউন্ড চেঞ্জ করতে পারেন আপনার ভিডিও প্রয়োজন মতন।

৭) মজাদার ভিডিও তৈরী করুন ইউনিক ডেসক্রিপশন দিয়ে

টিকটক ভিডিও ১ মিনিট এর হয়ে থাকে। তাই আপনাকে ভিডিও বানানোর সময় ঐ ১ মিনিট এর কথা মাথায় রেখে আপনাকে আকর্ষণীয় ভিডিও বানাতে হবে। সাথে আপনাকে ভালো ভিডিও ডেসক্রিপশন দিতে হবে। যাতে করে ভিডিও ডেসক্রিপশন পরে মানুষ আপনার ভিডিওর কমেন্ট সেকশন এ কমেন্ট করে।
এসইওতেও একটি ভালো ডেসক্রিপশন অনেক বেশি গুরুত্ববহন করে থাকে। আপনি ডেসক্রিপশন এ অবশ্যই কীওয়ার্ড রাখবেন এবং কীওয়ার্ড যেন ভিডিও সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে থাকে।

ভিডিও ডেসক্রিপশন ছোট ও ভিডিও এর সাথে সামঞ্জস্যপূর্ণ রাখবেন। আপনি যখন ইউটিউব, ফেইসবুক, স্ন্যাপ চ্যাট বা ইন্সট্রাগ্রামের জন্য ভিডিও বানাবেন তখন অবশ্যই টিকটক এর সময়ের কথা মাথায় রেখে বানাবেন যাতে এক ভিডিওতে সব গুলা কাভার হয়ে যায়।

৮) টিকটক এডস ব্যবহার করুন

  • Save

টিকটক অন্যান্য প্লাটফর্ম এর মতন সাধারণ এডভার্টাইসিং সিস্টেম। এর মাধ্যমে আপনি সহজেই এড দিতে পারবেন। সাধারণত ৩ ধরণের এডস অফার করে থাকে। তা নিচে দেয়া হলো;
#নেটিভ এডস: এটি ট্রাডিশনাল টিকটক এডস এর মতন। আপনি এডস এর মধ্যে ওয়েবসাইট লিংক আর অর্ডার বাটন যুক্ত করতে পারবেন।
# হেসট্যাগ চ্যালেঞ্জ এডস : নির্দিষ্ট কাস্টমার টার্গেট করার জন্য এই এডস ব্যবহার করা হয়ে থাকে। হেসট্যাগ এডস ব্যানার এডস এর মতন হয়ে থাকে।
# ব্যান্ড টেকওভার এডস : এইগুলা বিভিন্ন ইমেজ এর মিশ্রণ, GIF এবং ভিডিও ক্লিপ হয়ে থাকে যেগুলা হেসট্যাগ চ্যালেঞ্জ বা ল্যান্ডিং পেজ এ দেয়া হয়।

৯) হেসট্যাগ চ্যালেঞ্জ সেট করুন

হেসট্যাগ চ্যালেঞ্জ এডস গুলোর মধ্যে সবচাইতে জনপ্রিয় একটি এড। বিসনেস এর এনগেজমেন্ট বাড়ানোর জন্য ও ব্র্যান্ড সচেতনতা বাড়ানোর জন্য আপনি হেসট্যাগ চ্যালেঞ্জ দিতে পারেন।
একটি ভালো হেসট্যাগ চ্যালেঞ্জ আপনার প্রোডাক্ট সম্পর্কে অফ-লাইন এ কথা বলতে ও অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও আলোচনায় আসতে সহায়তা করে থাকে। যেমনঃ McDonald’s হেসট্যাগ চ্যালেঞ্জ এ যুক্ত করেছে #bigmactiktok চ্যালেঞ্জ নামে।

১০) ব্র্যান্ড কনটেন্ট মিশ্রণ করুন

প্রতিটা সোশ্যাল মার্কেটিং প্লাটফর্ম এর মতন টিকটকও আপনি ব্যালান্স কনটেন্ট শেয়ার করবেন। যেমন কিছু ইনফো ও এন্টারটেইন বা ফানি ভিডিও দিয়ে আপনি ইউসার এনগেজমেন্ট বাড়ানোর পর আপনার ব্র্যান্ড বা মার্কেটিং ভিডিও দিতে পারেন।

অনেক টিকটক ইউসার আছে যারা এডস পছন্দ করে না। তাই আপনাকে প্রথমে বিশ্বস্ততা আনতে হবে প্রমোশনাল মেটেরিয়াল দেয়ার পূর্বে। যেমনঃ আপনি দিতে পারেন; কিভাবে আপনার প্রোডাক্ট ব্যবহার করে লাভবান হওয়া যায় অথবা আপনি আপনার প্রোডাক্ট এর ফীচারগুলা নিয়ে বিশ্লেষণ করতে পারেন।

আপনি যদি টিকটক প্লাটফর্মকে সত্যিকার অর্থে কাজে লাগাতে চান তবে অবশ্যই এর ট্রেন্ড বুঝে মার্কেটিং করতে হবে, তবেই আপনি এই প্লাটফফরমে সফলতা পাবেন।

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap