আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন, আজকে আমি আপনাদের সামনে গল্পে গল্পে কিভাবে SSL কিনবেন ও ইন্সটল করবেন? সে সম্পরকে আলোচনা করবো।বন্ধুরা গত পর্বগুলোতে আমরা জেনেছিঃ
• এসইও কি?
• এসইও কেন করবেন?
• কিভাবে গুগল তার সার্চ রেজাল্ট দেখায় ?
• রাঙ্কিং ফ্যাক্টর কি?
• অ্যালগোরিদমকি?
• এসইও কত প্রকার ও কি কি?
• ব্ল্যাক হ্যাট এসইও কি?
• হোয়াইট হ্যাট এসইও কি?
• গ্রে হ্যাট এসইও কি?
• অন পেজ এসইও কি?
• অফ পেজ এসইও কি ?
• কিওয়ার্ড রিসার্চ কি, কিভাবে গুগল কিওয়ার্ড প্লানার ইউস করে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন
• সেমরাস দিয়ে কিভাবে ইউস করে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন
• সেমরাস দিয়ে কিভাবে নিস সাইট এর জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারেন?
• ওয়ার্ডপ্রেস কিভাবে ইন্সটল করবেন ।
• কিভাবে থিম ইন্সটল করবেন ।
তো যাওয়া যাক আমাদের আজকের পর্বে।
করিম তারপরের দিন গেল আইটি এক্সপার্ট ভাই এর কাছে কিভাবে SSL কিনবেন ও ইন্সটল করবেন তা নিয়ে জানবার জন্য ।
করিমঃ ভাই ভাল আছেন?
আইটি এক্সপার্টঃ জি ভাল আছি, আপনি ভাল আছেন তো?
করিম :ভাই SSL কি ?
আইটি এক্সপার্ট : ভাই, SSL পুরা মানে হচ্ছে, Secure Sockets Layers এইটা আসলে ওয়েবসাইট ব্যবহারকারী তথ্যের সুরক্ষা করে থাকে। আমরা যারা ইন্টারনেট ব্যবহার করে কোনো তথ্য পেতে বিভিন্ন ওয়েবসাইট এ যাই কোনো কোনোটায় আবার আপনি মেইল ID বা ফেইসবুক ID দিয়ে ঢুকছেন। তাই আপনার তথ্যগুলো সুরক্ষিত রাখতেই SSL এর ব্যবহার। এই সুরক্ষা থাকার জন্য আপনাকে একটা সার্টিফিকেট ইস্যু করার প্রয়োজন পরে থাকে। এই SSL আবার TLS নামেও পরিচিত যার পূর্ণরূপ Transport Layer Security protocol
করিম : SSL কেন প্রয়োজন ?
আইটি এক্সপার্ট : আপনি যদি সাইট হয় আপনার মানি সাইট যেমন এডসেন্স ব্লগিং বা এফিলিয়েট সাইট বা ই-কমার্স সাইট তবে SSL খুবই গুরুত্বপূর্ণ।
বিশেষ করে পেমেন্ট তথ্যাদি যদি গ্রহণ করে থাকেন বা আপনার সাইট এর সিকিউরিটি সুরক্ষা লাগে তখন যেমন দেখবেন Paypal, Payoneer,Upwork, Fiverr সবাই SSL বেবহার করে থাকে। কারণ তাদের সেলার ও বায়ারের সকল তথ্যাদি সুরক্ষা দিতে হয় সাথে সাথে পেমেন্ট ও সুরক্ষা প্রয়োজন।
এছাড়াও গুগল কিসু দিন আগেই বলে দিয়েছে, যেসব সাইট এ SSL ব্যবহার করবে ওই সব সাইটকে সার্চ ইঞ্জিন দ্রুত রাঙ্ক করাবে। আপনার সাইট এ যদি SSL থাকে তাহলে আপনি বাড়তি সুবিধা পাবেন রাঙ্কিং এ।
করিমঃ ভাই আমি কিভাবে SSL কিনবো ?
আইটি এক্সপার্টঃ আপনি প্রথমে SSL কিনতে আপনি আপনার ডোমেইন প্রদানকারী কোম্পানি থেকে কিনতে পারেন বা SSL সেলার থেকে কিনতে পারেন । SSL সেলার এর মাঝে রয়েছে নেমচিপ, নেমসিলো, ব্লোহোস্ট , হোস্টগেটর ,আইপেজ ইত্যাদি অন্যতম ।
চলুন আমরা একটা SSL কিনি নেমচিপ থেকে ।
প্রথমে আমরা এই ইউআরএলে যাবো
https://www.namecheap.com/security/ssl-certificates.aspx
তারপর আপনার সামনে নিচের মতন একটা উইন্ডো আসবে ।

তারপর আপনাকে বাছাই করতে হবে যে কয়টা ডোমেইনের জন্য SSL কিনবেন । আপনার যেহেতু একটা তাই আমরা পজিটিভ SSL কে বাছাই করছি । নিচের ছবিটি লক্ষ্য করুন ।

এখানে গিয়ে আপনি চাইলে বছর ঠিক করে দিতে পারেন । তাহলে আপনার বছর অনুযায়ী দাম বাড়বে ও কমবে ।
আপনি কত বছর এর জন্য কিনবেন ঠিক করে Buy Now বাটন ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে বলবে । অ্যাকাউন্ট না থাকলে আপনাকে অ্যাকাউন্ট করে কার্ড অ্যাড করতে হবে তারপর আপনার কার্ড থেকে ডলার কেটে নিবে SSL এর জন্য । তাহলেই আপনার SSL কিনা হয়ে যাবে ।
করিমঃ ভাই টাকা পয়সা কম আছে বলেন কিভাবে ফ্রীতে SSL ইউস করতে পারি ও কিছু ফ্রী SSL এর নাম বলুন ভাই !
আইটি এক্সপার্টঃ আপনি চাইলে ফ্রীতে SSL ইউস করতে পারবেন আমি নিচে কিছু ফ্রী SSL প্রদানকারী কোম্পানি থেকে সার্ভিস নিতে পারেন ।
• https://letsencrypt.org/
• https://ssl.comodo.com/free-ssl-certificate.php
• https://www.cloudflare.com/
• https://www.startssl.com/
• https://www.sslforfree.com/
• https://www.cloudways.com/en/
উপরের সবগুলি থেকে আপনি ফ্রী SSL সার্টিফিকেট নিয়ে ইউস করতে পারবেন।
করিমঃ ভাই যদি একটা ফ্রী SSL সার্টিফিকেট ইন্সটল করতে পারি তা যদি দেখাতেন করে তাহলে খুবই ভাল হত !
আইটি এক্সপার্টঃ আমি আপনাকে ক্লাউড ওয়ে দিয়ে কিভাবে ফ্রী SSL সার্টিফিকেট ইন্সটল করতে পারেন তাই দেখাচ্ছি ।
প্রথমে আপনি এই খানে অ্যাকাউন্ট ওপেন করবেন তারপর আপনি আপনার অ্যাকাউন্ট এ লগ ইন করবেন । নিচের ছবিটি লক্ষ্য করুন ।

চিত্রের বক্স এর সাইন দেয়া জাইগায় ক্লিক করবেন ।

তারপর SSL সার্টিফিকেট নামক বক্সে ক্লিক করবেন। তারপর ২য় বক্সের জাইগায় ক্লিক করবেন তারপর নিচের ১ম বক্সে ইমেইল অ্যাড্রেস দিবেন ,তার নিচের বক্সে আপনার ডোমেইন এর নাম দিবেন তারপর যদি আপনার সাব ডোমেইন থাকে তাহলে নিচের ২ বক্সে তা একে একে অ্যাড করে দিয়ে ইন্সটল সার্টিফিকেট নামক বক্সে ক্লিক করুন ।
নিচের ছবিটি লক্ষ্য করুন ।

এইভাবে কিছু সময় নিবে SSL সার্টিফিকেট প্রসেস হতে ।
তারপর আপনি দেখতে পারবেন যে আপনার SSL সার্টিফিকেট অ্যাক্টিভ হইয়া গেছে ।
আপনি আপনার ওয়েবসাইট এর SSL সার্টিফিকেট অ্যাক্টিভ হয়েছে কিনা চেক করতে পারেন নিচের দেয়া এই ওয়েবসাইট থেকে
https://www.sslshopper.com/ssl-checker.html
করিমঃ ভাই কিভাবে ওয়েবসাইট এর SSL সার্টিফিকেট অ্যাক্টিভ হয়েছে কিনা চেক করতে পারবো যদি একটু শেয়ার করতেন তাহলে খুবই ভাল হত !
আইটি এক্সপার্টঃ আমি আপনাকে এক্সামপল হিসাবে ফেসবুক কে ইউস করে দেখাচ্ছি । নিচের ছবিটি লক্ষ্য করুন ।

এর মানে হচ্ছে SSL অ্যাক্টিভ ও ঠিক ভাবে সার্টিফিকেট করা আছে ।
করিমঃ জি ভাই তাই দেখাচ্ছে।
আইটি এক্সপার্টঃ ভাই কি সব বুঝতে পারছেন?
করিমঃ জি ভাই বুঝতে পারছি।
- এসইও (SEO) কি ওয়েব থ্রি (Web 3.0) যুগে থাকবে? নাকি হারিয়ে যাবে? - May 15, 2022
- ব্ল্যাক ফ্রাইডে ছাড় ২০২১ (মার্কেটার এবং ব্লগারদের জন্যে যত টুলস) - November 24, 2021
- গুগল স্প্যাম আপডেট – নভেম্বর ২০২১ টা কি এবং কি কি স্প্যাম উপেক্ষা করতে হবে? - November 6, 2021