আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আজকে আমি আপনাদের সামনে গল্পে গল্পে সেমরাস দিয়ে কিভাবে নিস সাইট এর জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারেন ? সে সম্পরকে আলোচনা করবো । বন্ধুরা গত পর্বগুলোতে আমরা জেনেছিঃ
- এসই ও কি?
- এসই ও কেন করবেন?
- কিভাবে গুগল তার সার্চ রেজাল্ট দেখায় ?
- রাঙ্কিং ফ্যাক্টর কি?
- অ্যালগোরিদম কি?
- এসই ও কত প্রকার ও কি কি?
- ব্ল্যাক হ্যাট এসই ও কি?
- হোয়াইট হ্যাট এসই ও কি?
- গ্রে হ্যাট এসই ও কি?
- অন পেজ এসইও কি?
- অফ পেজ এসইও কি ?
- কিওয়ার্ড রিসার্চ কি, কিভাবে গুগল কিওয়ার্ড প্লানার ইউস করে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন
তো যাওয়া যাক আমাদের আজকের পর্বে ।
করিম তারপরের দিন গেল আইটি এক্সপার্ট ভাই এর কাছে সেমরাস (SEMRush) দিয়ে কিভাবে নিশ সাইট এর জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারেন তা নিয়ে জানবার জন্য ।
করিমঃ ভাই ভাল আছেন?
আইটি এক্সপার্টঃ জি ভাল আছি, আপনি ভাল আছেন তো?
করিমঃ ভাই সেমরাস দিয়ে কিভাবে নিস সাইট এর জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারি?
আইটি এক্সপার্টঃ ভাই প্রথমে আপনি সেমরাসে সাইনআপ করে লগ ইন করবেন
তারপর আপনি যে কোন একটা বড় নিস সাইট এর ডোমেইন নিয়ে ডোমেইন ওভারভিউ দেখবেন সার্চ করে । তবে আপনি কীওয়ার্ড বের করার আগে নিশ সিলেক্ট করা জরুরি। তাই আপনি Quora/Amazon/ Yahoo answer থেকে সহজেই আপনার নিশ সিলেক্ট করতে পারবেন। আপনি আপনার নিশ অনুযায়ী গুগল এ সার্চ করে নিশ সাইট বের করে সেমরাসে এক্সপ্লোর করবেন।
করিমঃ ভাই কিছু বড় নিস সাইট এর ডোমেইন এর নাম বলেন যা দেখতে পারি ?
আইটি এক্সপার্টঃ আপনি http://www.toptenreviews.com/ , https://wiki.ezvid.com/ , http://thesweethome.com/ ইত্যাদি ওয়েবসাইট নিয়ে দেখতে পারেন ।
করিমঃ ভাই তারপর আমি কি করবো?
আইটি এক্সপার্টঃ ভাই আপনি নিচের ছবির দিকে লক্ষ্য করুন।

দেখুন আমি কিভাবে সার্চ করছি। খালি রুট ডোমেইন দিয়ে । এই ভাবে সার্চ করবেন।
করিমঃ ভাই তারপর কি করবো?
আইটি এক্সপার্টঃ ভাই তারপর আপনি ওদের টপ অরগানিক কিওয়ার্ডে যাবেন।

করিমঃ ভাই তারপর কি করবো?
আইটি এক্সপার্টঃ তারপর ভাই ভাবেন কত সার্চ ভলিয়ুম এর কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করতে চান তাই বলে দিবেন।
করিমঃ ভাই কিভাবে সেটা বলবো ?
আইটি এক্সপার্টঃ আপনি আমার নিচের ছবি এর দিকে লক্ষ্য করুন।

ধরুন আমি ৭২০ সার্চ ভলিয়ুম এর কিওয়ার্ড নিয়ে কাজ করতে চাই । তাহলে আমাকে অ্যাডভান্স সার্চ এর জাইগায় গিয়ে ভলিয়ুম একুয়াল দিয়ে ৭২০ দিয়ে অ্যাপ্লাই বাটন ক্লিক করতে হবে। তাহলে আমাকে খালি এই ডোমেইন এর ৭২০ সার্চ ভলিয়ুম এর কিওয়ার্ড গুলো দেখাবে নিচের মতন করে ।
করিমঃ ভাই তারপর কি করবো?
আইটি এক্সপার্টঃ তারপর আপনি কিওয়ার্ড গুলোকে ডাউনলোড করবেন এক্সপোর্ট বাটন ক্লিক করে ।
করিমঃ ভাই তারপর কি করবো?
আইটি এক্সপার্টঃ তারপর আপনি আবার এই ধরনের কিওয়ার্ড নিয়ে আসবেন উপরে ডোমেইন গুলো থেকে আগের সিস্টেম ফল করে।
করিমঃ ভাই তারপর কি করবো?
আইটি এক্সপার্টঃ ভাই তারপর সব গুলোকে একটা এক্সেল ফাইলে নিয়ে যাবেন তারপর আপনি আপনার এক্সেল ফাইলকে এইভাবে সাজাবেন ।

করিমঃ ভাই তারপর কি করবো?
আইটি এক্সপার্টঃ তারপর ভাই আপনি আপনার কিবোর্ড থেকে Cntrl+ H বা এক্সেল এর রিপ্লেস নামক বাটন ক্লিক করবেন ।
করিমঃ ভাই কিভাবে করবো?
আইটি এক্সপার্টঃ নিচের ছবি দেখুন

তারপর আপনি আপনার এক্সেল থেকে ধরেন মিউজিক, কিচেন, আউটডোর
এই ধরনের কিওয়ার্ড আলাদা করে ফেলবেন ।
করিমঃ ভাই কিভাবে করবো?
আইটি এক্সপার্টঃ নিচের ছবি দেখুন

১ম প্লেসে আপনি যেই ধরনের কিওয়ার্ড রিপ্লেস করতে চান তাই লিখবেন ।
২য় প্লেসে আপনি যেই ধরনের কিওয়ার্ড রিপ্লেস করতে চান কি ওয়ার্ড দিয়ে তাই লিখবেন ।
তারপর অপশন বাটনে ক্লিক করবেন । তারপর আপনার সামনে যে উইন্ডো আসবে তার ফিল নামক অপশন ক্লিক করবেন ৩ নাম্বার জাইগার এর মতন।
৪র্থ জাইগায় আপনি একটা রঙ বাছাই করে দিবেন ।
৫ম প্লেসে আপনি ওকে বাটন চাপবেন ।
করিমঃ ভাই তারপর কি করবো?
আইটি এক্সপার্টঃ তারপর রিপ্লেস অল কিল্ক করবেন ।
করিমঃ ভাই তারপর কি করবো?
আইটি এক্সপার্টঃ তারপর নিচের এর ছবির মতন আপনার এক্সেল ফাইল টা হবে ।

দেখেন আপনার সকল মিউজিক ওয়ার্ড আছে এমন প্রতিটি কিওয়ার্ড রঙ হইয়া গেছে।
করিমঃ ভাই তারপর কি করবো?
আইটি এক্সপার্টঃ তারপর আপনি সব এই কিওয়ার্ড গুলোকে এক জাইগায় করবেন ।
এইভাবে:

প্রথমে রঙ করা কিওয়ার্ড এর সেলে যাবেন তারপর রাইট ক্লিক করবেন তারপর শর্ট নামক অপশনে হাত রাখবেন । তারপর আমার দেখানো জাইগায় ক্লিক করবেন । তারপর নিচের এর ছবি এর মতন আপনার সকল ঐ রঙ এর কিওয়ার্ড গুলো দেখাবে ।
এরপর আপনি একবারে লাস্ট এর সেলে গিয়ে একটা রো ইন্সারট করবেন ।

আইটি এক্সপার্ট : আপনাকে প্রথমে মেইন কীওয়ার্ড বের করে নিতে হবে আপনার নিস অনুযায়ী।
করিম : কি করে করবো ?
আইটি এক্সপার্ট: হা বলসি কি ভাবে করবেন। প্রথমে আমরা জেনে নেই মেইন কিওয়ার্ড কি?
মাইন্ কীওয়ার্ড ছাড়া আসলে নিস সাইট নিয়ে ভাবতে পারবেন না তাই এইটার গুরুত্ব অনেক। আপনি যে নিশ সিলেক্ট করেছেন ওই নিশ নিয়ে ভালো করে রিসার্চ করেন দেখবেন মেইন কীওয়ার্ড বের হয়ে যাবে।
করিম : আচ্ছা মেইন কীওয়ার্ড ও বের করলাম এখন তা দিয়ে কি করবো ?
আইটি এক্সপার্ট : আপনার রিসার্চ করা কীওয়ার্ডটা সাইট এর হোম পেজ এ মেটা টাইটেল ও মেটা ডেসক্রিপশন এর সাথে রেখে দিবেন।ভাবছেন সাইটের মেইন কিওয়ার্ড কোথায় রাখবেন?
আপনি অনেক রিসার্চ করে যে কিওয়ার্ডটিকে মেইন হিসেবে সিলেক্ট করেছেন, সেটিকে সাইটের হোম পেইজে মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশনের সাথে টেকনিক্যালি রেখে দিবেন।
করিম : এমন মেইন কীওয়ার্ড কয়টা সিলেক্ট করবো ?
আইটি এক্সপেট : এমন মেইন কীওয়ার্ড একটাই সিলেক্ট করবেন আপনার নিস সাইট এর জন্য। তবে ওই মাইন্ কীওয়ার্ডকে সাপোর্ট করে আপনি আরো কিছু কীওয়ার্ড নিবেন সাপোর্টিং কীওয়ার্ড হিসেবে।
করিম : ভাই সাপোর্টিং কীওয়ার্ড কি আর এইটা কি করে নিবো ?
আইটি এক্সপার্ট : সাপোর্টিং কীওয়ার্ড আপনি আপনার নিশ রিলেটেড কীওয়ার্ড গুলা নিবেন দেখানো এক্সেল শিট অনুযায়ী।
করিমঃ ভাই তারপর কি করবো?
আইটি এক্সপার্টঃ এইভাবে করে আপনি আপনার নিস কিওয়ার্ড গুলোকে আলাদা আলাদা করে ফেলবেন তারপর একটা একটা কিওয়ার্ড নিয়ে গুগল সার্চ করে ম্যানুয়ালি দেখবেন আপনার কোন কিওয়ার্ড টা এর কম্পিটিসন কম আপনি সেই কিওয়ার্ড টা কে বাছাই করবেন ।
করিমঃ ভাই এইভাবে আমি আমার নিস সাইট এর জন্য কিওয়ার্ড রিসার্চ করলেই হবে।
আইটি এক্সপার্টঃ জি ভাই। তবে আরো কিছু পেরামিটার আছে
করিমঃ ভাই তাইলে আমি আজকে একটা কিওয়ার্ড রিসার্চ করি কালকে আপনাকে দেখাবো ইন্সাল্লাহ ।
আইটি এক্সপার্টঃ ওকে ভাই।
করিমঃ ভাই আজ তাহলে আসি।
আইটি এক্সপার্টঃ ওকে ভাই, আল্লাহ হাফেজ। আশা করি খুব সহজেই এখন থেকে আপনি আপনার নিস সাইটের জন্যে কিওয়ার্ড রিসার্স করতে পারবেন।
- এসইও (SEO) কি ওয়েব থ্রি (Web 3.0) যুগে থাকবে? নাকি হারিয়ে যাবে? - May 15, 2022
- ব্ল্যাক ফ্রাইডে ছাড় ২০২১ (মার্কেটার এবং ব্লগারদের জন্যে যত টুলস) - November 24, 2021
- গুগল স্প্যাম আপডেট – নভেম্বর ২০২১ টা কি এবং কি কি স্প্যাম উপেক্ষা করতে হবে? - November 6, 2021