গুগল এডসেন্স এর জন্য ইনফোরমেটিভ কনটেন্ট ও ব্লগ কনটেন্ট লেখার কৌশল। পূর্ণাঙ্গ গাইডলাইন।

ব্লগ পোস্ট লিখাটা অনেকটা গাড়ি চালানোর মতন। ধরুন আপনি গাড়ি চালাবেন তাহলে আপনি যদি বিভিন্ন সাইন ও গাড়ি চালানো ঠিক মতন না শিখেন তাহলে আপনি রোড এ চালাতে পারবেন না। তেমনিভাবে ব্লগ পোস্ট লিখাটাতেও আপনাকে গুছানো ও কিছু ব্যাপার লক্ষ্য রাখতে হবে। চলুন তাহলে জেনে নেই ব্লগ পোস্ট করতে আপনার কি কি মাথায় রাখতে হবে ?

কিভাবে আপনি ব্লগ পোস্ট লিখবেন তার সাতটি সহজ উপায়

১) প্রথমেই টপিক সিলেক্ট করুন, আউটলাইন তৈরী করুন, অডিয়েন্স রিসার্চ এবং ফ্যাক্টস গুলো চেক করুন।
২) আকর্ষণীয় হেডলাইন দিন
৩) সাব-হেডিং ও সংক্ষিপ্ত প্যারাগ্রাফ রাখুন।
৪) বুলেট পয়েন্ট ব্যবহার করুন
৫) ইমেজ সংযুক্ত করুন
৬) এসইও অপ্টিমাইজ করুন
৭) কল টু অ্যাকশন অ্যাড করুন

১) অডিয়েন্সকে জানুন

আপনি রাইটিং শুরু করার পূর্বে আপনাকে জানতে হবে আপনার অডিয়েন্স কারা এবং তারা কেমন কনটেন্ট চাইছে। চেষ্টা করবেন আপনার কম্পিটিটর ও নিশ অনুযায়ী তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করুন। কঠিন মনে হচ্ছে !! আপনি তথ্য পেতে কিছু টুলস এর ব্যবহার করতে পারেন। 
KeywordTool.io: রিসার্চ করার জন্য এই টুলসটি ফ্রি। আপনি সহজেই আপনার নিস এর জনপ্রিয় কীওয়ার্ড বের করে নিতে পারবেন। 
Twitter Advanced Search: আপনার কীওয়ার্ড অ্যাডভান্স সার্চ বক্সে টাইপ করুন এবং আপনার নিস রিলেটেড কীওয়ার্ড অনুযায়ী টপিক বের করুন। 
Quora:  সবচাইতে ভালো একটা মাধ্যম আপনার কীওয়ার্ড অনুযায়ী প্রশ্ন ও অনেক ভালো টপিক আপনি পেয়ে যাবেন। 
Ahrefs: যদিও এটি পেইড টুলস কিন্তু আপনি আপনার কম্পিটিটর এনালাইসিস করে অনেক ভালো ভালো কীওয়ার্ড এই টুলস এর মাধ্যমে পেতে পারেন। 

আকর্ষণীয় হেডলাইন লিখুন

আপনি যদি আপনার হেডলাইন গুলা আকর্ষণীয় করতে না পারেন তবে আপনার ব্লগ পোস্ট গুলা কেউ তেমন একটা ক্লিক করবে না বা শেয়ার করবে না। আমরা মানুষ হিসেবে বইয়ের কভার দেখে পুরা বইটাকে বিচার করি তেমনিভাবে আমরা ব্লগপোস্ট টাইটেল দেখে পোস্টটা বিচার করি। তাই নজরকারা টাইটেল ব্লগপোস্ট এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি চাইলে টুলস দিয়ে টাইটেল জেনারেট করতে পারেন। তার জন্য রেকমেন্ডেড টুলস হচ্ছে ; (১)  https://www.portent.com/tools/title-maker (2) https://www.thehoth.com/headline-generator/ 
তাছাড়া আপনি হেডলাইন গুলা কতটা ক্লিক করার মতন হলো তার জন্য এই টুলসটা দিয়ে চেক করতে পারবেন; isitwp.com/headline-analyzer/

৩) সাব-হেডিং ও সংক্ষিপ্ত প্যারাগ্রাফ রাখুন

ব্লগ পোস্ট ফরম্যাটিং করাও খুবই গুরুত্বপূর্ণ। ব্লগপোস্ট এর সব থেকে খারাপ দিক হচ্ছে একটি পোস্টে বিশাল প্যারাগ্রাফ থাকবে। বেশির ভাগ সময় ভিসিটররা কনটেন্ট স্ক্যান করে দেখবে তারপর তারা বিবেচনা করে দেখে কন্টেন্টটি পড়বে কিনা ? তাই এইটা সব সময় রেকমেন্ডেড যে আপনার প্যারাগ্রাফ ছোট ছোট পেরা করে সাব-হেডিং দিয়ে লিখবেন। 
অন্য আরো একটি টিপস হচ্ছে আপনি প্যারাগ্রাফটি ছোট করে লিখবেন যাতে করে ইউসারদের পড়তে সুবিধা হয়। আপনি চেষ্টা করবেন প্রতিটা পেরা যাতে ২-৪ লাইনের মধ্যে থাকে। যাতে করে ভিসিটরদের পড়তে সুবিধা হয়। 
সাধারণ বই ও ব্লগপোস্ট লিখার মধ্যে ব্যাপক তফাৎ আছে। বই গুলাতে বড় প্যারাগ্রাফ থাকলেও ব্লগপোস্ট এ আপনাকে ইনফোরমেটিভ, অর্গানাইজ ও ছোট ছোট পেরাতে কোয়ালিটি কনটেন্ট লিখতে হয়। 

৪) বুলেট পয়েন্ট ব্যবহার করুন

বেশিরভাগ ভিসিটর যেহেতু আপনার ব্লগপোস্ট স্ক্যান করে পড়ার সিদ্ধান্ত নিয়ে থাকে তাই আপনাকে প্যারাগ্রাফের মধ্যে অবশ্যই হাই-লাইটেড ইনফো রাখতে হবে। যাতে ভিসিটর দেখে মনে করে যে পোস্টটি পড়লে সে ভালো পরিমান তথ্য পাবে। তাই সাব-হেডিং এর মধ্যে আপনি যদি বুলেট পয়েন্ট করে আপনার বেস্ট ইনফরমেশন গুলা দিতে পারেন তবে স্ক্যান করার সময় ভিসিটর অবশ্যই সিদ্ধান্ত নিবে যে তারা আপনার পোস্টটি পড়বে। নিচে বুলেট পয়েন্ট লিখার কিছু টিপস শেয়ার করলাম। 

# বুলেট পয়েন্টকে মিনি হেডলাইন হিসেবে গণ্য করবেন। 
# প্রতিটা বুলেট পয়েন্ট এ ১/২ লাইন সর্বোচ্চ দিবেন। 
# বুলেট পয়েন্টে প্যারাগ্রাফ এর মতন বড় করবেন না  
#মনে রাখবেন বুলেট পয়েন্ট একটি সেন্টেন্স কিন্তু প্যারাগ্রাপগ এর মতন নয়। 

ভিসিটরা ব্লগস্পট এ নির্দিষ্ট ইনফরমেশন চায় তাই বুলেট পয়েন্ট ভিসিটরদের চাওয়া ইনফরমেশন গুলা তুলে ধরতে সহায়তা করে থাকে। 

৫) ইমেজ সংযুক্ত করুন

আমাদের টেক্সট কনটেন্ট থেকে ব্রেন খুব তারাতাড়ি প্রসেস করে ভার্চুয়াল কনটেন্ট গুলাকে। তাই আপনি যদি রিলেভেন্ট ইমেজ ব্যবহার করেন তবে ভিসিটর এনগেজমেন্ট বেড়ে যাবে অনায়াসে। 
তার জন্য আপনি ফ্রি হাই-কোয়ালিটি স্টকস ফটো ব্যবহার করতে পারেন। কিন্তু সত্য বলতে ফ্রি থেকে আপনি যদি নিজের বানানো বা প্রিমিয়াম ইমেজ ব্যবহার করতে পারেন তবে বেশ ভালো কাজে দিবে। 
ফ্রি ইমেজ সাইট গুলো নিচে দেয়া হলো; 
#StockSnap.io    
#Pexels
#Unsplash
#Burst
#Reshot
#Pixabay
#FoodiesFeed
#Gratisography
প্রিমিয়াম ইমেজ সাইট গুলো হলো; 
iStockPhoto.com
VivoZoom
Fotolia.com
BigStockPhoto.com
ShutterStock.com

৬) এসইও অপ্টিমাইজ করুন

ব্লগিং দুনিয়াতে এসইও একটা ট্রিকি পার্ট। আপনি চাইলেও ইউসার এক্সপেরিয়েন্সকে এসইওতে ফেলতে পারবেন না। আবার এসইওকে অবজ্ঞা করতে পারবেন না। তাই ২ তার কম্বিনেশন খুব জরুরি। 
আপনি যদি আপনার গুগল রাঙ্কিং এ ভালো করতে চান তবে আপনার অবশ্যই ব্লগ পোস্ট এসইও’র দ্বারা    অপ্টিমাইজ করতে হবে। 
নিচে কিছু টিপস দেয়া হলো; 
# সঠিক টাইটেল অ্যাড করুন 
# পোস্ট রেলিভেন্ট মেটা ডেসক্রিপশন দিন 
# ফোকাস কীওয়ার্ড অপ্টিমাইজ করুন 
# রিলেটেড কীওয়ার্ড ভেরিয়েশন আনুন। 
#ইমেজ  এ অল্ট-ট্যাগ ব্যবহার করুন 
#রিলেভেন্ট অন্য কনটেন্ট এর সাথে ইন্টারনাল লিংক করুন 

৭) কল টু অ্যাকশন অ্যাড করুন

সর্বশেষ টিপস হচ্ছে ব্লগ পোস্ট লিখার সময় অবশ্যই কল টু অ্যাকশন অ্যাড করবেন। আপনি যখন রিডারকে বলবেন কনটেন্ট এ কমেন্ট করতে ; শেয়ার করতে; সোশ্যাল মিডিয়াতে ফলো করতে তখন রিডার বুঝবে আপনি তাকে কি বুঝতে চেয়েছেন। রিডার যদি আপনার কনটেন্ট পরে আসলেই উপকৃত হয় তবে সে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করবে। তাই ভালো কল টু অ্যাকশন সহজেই এনগেজমেন্ট বাড়ায়। 

আপনার কনটেন্ট যদি ইনফোরমেটিভ, ইউসার এক্সপেরিয়েন্স ও এসইও ফ্রেন্ডলি হয় তবে ভিসিটর এমনিতেই শেয়ার করবে। আপনার রিভিউ করা প্রোডাক্ট যদি ভালো হয় তবে ভিসিটর খুশি মনেই কিনে নিবে। তাই ভালো ইনফরমেশন দিয়ে কম্পিটিটর থেকে ভালো ব্লগ পোস্ট করলে এমনিতেই ভালো ফিডব্যাক পাবেন। 

ব্লগপোস্ট নিয়ে আমার দেয়া টিপস গুলা পরে আপনার উপকৃত হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ও শেয়ার করার মাধ্যমে অন্যকে জানার সুযোগ করে দিন।       

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap