কনভার্সন রেট অপ্টিমাইজেশন কি ? কিভাবে করবেন ? পূর্ণাঙ্গ গাইড লাইন।

কনভার্সন রেট অপ্টিমাইজ এমন একটি সিস্টেমেটিক প্রসেস যার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট এর ভিসিটর পার্সেন্টেজ বাড়াতে পারেন- ফর্ম ফিল আপ করার মাধ্যমে; কাস্টমার এর মাধ্যমে অথবা অন্যান্য মাধ্যমে। কনভার্সন রেট অপ্টিমাইজ প্রসেস ইউসার আপনার সাইট এ কোথায় কোথায় মুভ করে, কি অ্যাকশন তারা গ্রহণ করে এবং কি তাদের বাধা দেয় লক্ষ্য পূরণে তা দেখতে পারবেন।

কনভার্সন কি?

কনভার্সন হচ্ছে সাধারণ টার্ম যার মাধ্যমে আপনার ওয়েবসাইট এর লক্ষ্য অর্জনের জন্য ভিসিটরদের দরকার হয়ে থাকে। লক্ষ্য বিভিন্ন রকম হয়ে থাকে। আপনি যদি ওয়েবসাইট দিয়ে কোনো প্রোডাক্ট সেল করতে চান তবে আপনার লক্ষ্য হচ্ছে ইউসাররা আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কিনবে। এছাড়াও সদৃশ কিছু ছোট কনভার্সন আছে যেমন সাইন আপ থেকে ইমেইল পাওয়া পর্যন্ত।
কনভার্শন যেভাবে ক্যালকুলেট করা হয় তা হলো;
ইউনিক অর্ডার /সেশন = ২/৩ = ৬৬.৬৭% হচ্ছে কনভার্সন রেট।

কিভাবে কনভার্সন রেট বাড়াবেন?

আপনার ওয়েবসাইট এ ভিসিটর আসলে অবশ্যই ভালো কিন্তু ঐ ট্রাফিককে যদি আপনি কনভার্সন এ কনভার্ট না করতে পারেন তবে ঐ ট্রাফিক দিয়ে তেমন কোন কাজে আসবে না। তাই কিভাবে আপনি ট্রাফিক কনভার্সন করতে পারেন তার ১২ টি পরীক্ষিত কৌশল বলছি;

১) opt-in form ব্যবহারে সতর্কতা

আপনার ওয়েবসাইট এ যখন ভিসিটর আসবে তখন opt-in form এর মাধ্যমে যত সম্ভব দরকারি কিন্তু কম ইনফরমেশন নিন। কারণ ভিসিটর যেন এই ফর্ম এর জন্য বিরক্তবোধ না করেন।

২) গ্যারান্টি অ্যাড করুন

আপনার ওয়েবসাইট দিয়ে যদি সার্ভিস / প্রোডাক্ট সেল করেন। তবে ভিসিটরকে রিফান্ড গ্যারান্টি দিতে পারেন যাতে ভিসিটর এর সার্ভিস / প্রোডাক্ট কিনতে কোনো রকম দ্বিধা না করে এতে কোনভার্শন রেট অনেকাংশে বেড়ে যায়।

৩) কল টু অ্যাকশন শব্দের ব্যবহার করুন

আপনি যখন কল টু অ্যাকশন শব্দ ব্যবহার করবেন সেই ক্ষেত্রে আপনি এমন শব্দ ব্যবহার করুন যাতে ভিসিটর ঐ শব্দের জন্য ক্লিক করে থাকে। যেমনঃ “grab yours,” “reserve your seat”

৪) টেস্টমনিয়াল ব্যবহার করুন

টেস্টমনিয়াল রিস্ক কমায় তবে সোশ্যাল প্রুফ দিয়ে থাকে। প্রোডাক্ট ল্যান্ডিং পেজ এ ব্যবহার করুন অথবা আপনি চাইলে ইমেইল অপ্ট-ইন ব্যবহার করতে পারেন। 

৫) আপনার হেডলাইন এর প্রতি মনোযোগী হোন

আপনার কনটেন্ট এর হেডলাইন এর দিকে আপনার বেশি মনোযোগী হতে হবে। “ক্লিক বেইট “ হেডলাইন এর কারণে ট্রাফিক এর ক্লিক পাবেন সাথে আপনার কনভার্সন রেট বাড়াতে “ক্লিক বেইট “  হেডলাইন। 

৬) ডেডিকেটেড পে-পার-ক্লিক ল্যান্ডিং পেজ তৈরী করুন

আপনি যদি গুগল এডওয়ার্ড বা অন্য কোনো PPC ক্যাম্পাইন করেন তবে একটি ডেডিকেটেড ল্যান্ডিং পেজ তৈরী করুন। যাতে ভিসিটরদের ল্যান্ডিং পেজ এ পাঠানো হয়, হোম পেজ এ নয়।

৭) রিলেটেড প্রোডাক্ট রেকমেন্ড করুন

আপনার প্রোডাক্ট এর সাথে যেসকল প্রোডাক্ট এর সাদৃশ্য আছে ঐসকল প্রোডাক্ট আপনার ল্যান্ডিং পেজ এ রেকমেন্ড করতে পারেন। যাতে ভিসিটর আপনার পেজ থেকে কনভার্সন হয়। 

৮) হাই-কোয়ালিটি ইমেজ ব্যবহার করুন

আপনি আপনার ওয়েবসাইট এর জন্য প্রফেশনাল হাই-কোয়ালিটি ইমেজ ব্যবহার করুন যাতে করে ইমেজ ইউনিক হয়। 

৯) কন্টাক্ট ইনফো অন্তর্ভক্ত করুন

আপনার ওয়েবসাইট যদি সার্ভিস রিলেটেড হয় তবে আপনার কন্টাক্ট ইনফো খুব জরুরি একটা অংশ ক্লায়েন্ট এর জন্য। কন্টাক্ট ইনফো অন্তর্ভক্ত করার মাধ্যমে আপনি আপনার ক্লায়েন্টকে সার্ভিস অর্ডার করতে সহযোগিতা করার মাধমে কনভার্সন বাড়াতে পারেন

১০) CTA বাটন ব্যবহার করুন

আপনার ওয়েবসাইট এ  CTA বাটন ব্যবহার করুন কারণ বাটন লিংক থেকে বেশি কাযকর কনভার্সন বাড়ানোর জন্য। যেমনঃ “buy on Amazon”

১১) অথর বায়ো অন্তর্ভুক্ত করুন

অথর বায়ো যেকোনো ওয়েবসাইট এর বিশ্বাসযোগ্যতাকে বাড়িয়ে দেয়।  তাই আপনি আপনার সাইট এ আপনার নিস/সার্ভিস বেসড বায়ো অ্যাড করুন যাতে করে ভিসিটর আপনার ওয়েবসাইট এ এসে প্রোডাক্ট/সার্ভিস নিতে আস্থা পায়।  

১২) বোনাস বা ডিসকাউন্ট অফার দিন

বিভিন্ন উপলক্ষে বোনাস ডিসকাউন্ট অফার গুলা আপডেট করুন যেমনঃ ব্ল্যাকফ্রাইডে/সাইবার মানডে এমন অফার গুলাতে আপনার ওয়েবসাইট ভিসিটরদের বিভিন্ন কুপন কোড বা এফিলিয়েট নেটওয়ার্ক অফার ব্যানার অ্যাড দিতে পারেন। 

আপনার কনভার্সন রেট বাড়ানোর জন্য উপরের কাজ গুলা সঠিক ভাবে করতে পারলে আপনার ওয়েবসাইট এর কনভার্সন রেট অবশ্যই বাড়বে। এই আর্টিকেল পরে আপনাদের ওয়েবসাইট কনভার্স রেট বাড়াতে সক্ষম হলে আমাদের জানান নিচের কমেন্ট বক্সে।

Yaqub Nipu
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap