আসালামু আলাইকুম। সবাই কেমন আছেন,আশা করছি নিশ্চয়ই ভাল আছেন । আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে করে ইন্সটাগ্রাম মার্কেটিং করতে পারেন। চলুন তাহলে আমাদের মুল পোস্টে যাওয়া যাক ।
ইন্সটাগ্রাম মার্কেটিং নিয়ে যত জল্পনা-কল্পনা আছে আশা করি অবসান ঘটবে । অনেক দিন ধরেই অনেক ভাই-ব্রাদার ইনবক্স করে যাচ্ছিলেন ইন্সটাগ্রাম মার্কেটিং কিভাবে করা যায় কিংবা কিভাবে করলে ভাল ট্রাফিক ড্রাইভ করা যাবে । তাই ইন্সটাগ্রাম মার্কেটিং নিয়ে কয়েক পর্বে আপনাদের বুঝানোর চেষ্টা করে যাব আর নিউবি টূ এডভান্স লেভেল পর্যন্ত থাকবে ।

১। ইন্সটাগ্রামে মার্কেটিং শুরু করার জন্য আপনাকে অবশ্যই Sign Up করতে হবে।
Your Email / Phone Number >> Your Name >> User Name >> Password .
২। Sign Up করার সময় আপনি আপনার একাউন্টের নাম নিশ রিলেটেড দিবেন কারণ প্রথম দিক দিয়ে হয়ত ফিমেল নেম দিয়ে দিলেন কিন্তু এখন ওটা ততটা কাজে দেয় না । তাই নিশ রিলেটেড নাম দিবেন । চেষ্টা করবেন নিশ রিলেটেড ইউনিক নাম দেওয়ার তাতে যারা আপনার নিশ পিপল তাদের মধ্যে একটা আগ্রহ থাকবে ।
৩। আপনি তো আপনার অ্যাকাউন্ট করে ফেললেন কিন্তু এখন অ্যাকাউন্ট তো সাজাতে হবে । তো অ্যাকাউন্ট সাজানোর জন্য আপনাকে অবশ্যই একটা প্রো-পিক দিতে হবে । তো প্রো-পিক দিলেন ।
৪। প্রো-পিক দেওয়ার পর আপনি আপনার প্রোফাইল এর বায়ো লিখবেন সুন্দর করে । কারোর টা কপি করবেন না আগেই বলেছি ইউনিক করতে হবে তাতে যারা আপনার নিশ পিপল তাদের মধ্যে একটা আগ্রহ থাকবে ।
৫। আপনি আপনার প্রোফাইল পুরোপুরি কমপ্লিট করলেন । এখন আপনি আপনার অ্যাকাউন্টে নিশ রিলেটেড ফটো পোস্ট করবেন ২-৩ টা যাতে আপনার অ্যাকাউন্টটি খালি মনে না হয় ।
৬। পোস্ট করার সময় ভাল ইউনিক ক্যাপশন দেয়ার চেষ্টা করবেন ।
৭। পোস্ট ফটো যেখান থেকে নিয়েছেন তার ক্রেডিট দিবেন । নয়ত উনি যদি আপনার অ্যাকাউন্ট এ রিপোর্ট করে বুঝতেই পারতেছেন অ্যাকাউন্ট ব্যান খাবেন ।
৮। যদি ইন্সটাগ্রাম থেকে ফটো নিয়ে থাকেন তাহলে অবশ্যই আগে যার অ্যাকাউন্ট থেকে নিচ্ছেন তার অনুমতি নিয়ে নিবেন ।
৯। সে যদি অনুমতি দেয় তাহলে তাকে ক্রেডিট দিতে হবে ।
১০। আর যদি না দেয় তাহলে আপনার জন্য আছে Pinterest .
১১। পোস্টের সময় হ্যাসট্যাগ ব্যবহার করবেন সাথে লিংক দিবেন আপনার যদি ওয়েবসাইট থাকে বা ফেইসবুক এর সাথে লিংক করে দেবেন।
১২। আপনার পোস্টে ১৫ সেকেন্ডের ভিডিও দিন
১৩। অন্যদের ছবি ট্যাগ করে তাদের ধন্যবাদ জানাবেন।
১৪। আপনার ফলোয়ার, কাস্টমারদের মেনশন করুন ও তাদের কনটেন্ট শেয়ার করুন।
১৫। চেষ্টা করুন মজার ও বিনোদন মূলক ছবি দিতে যাতে ঐগুলা ভাইরাল হয়।
১৬। আপনি আপনার ফলোয়ারদের ছবি আপনাকে ইনবক্স করতে বলেন যাতে আপনি তাদের ছবি ট্যাগ করে তাদের সাথে রিলেশন বাড়াতে পারেন।
১৭। আপনি রো ছবি আপলোড করতে পারেন যাতে মানুষ বেশি মুগ্ধ হয়ে থাকে।
আপনার যে কোন প্রশ্ন, সমস্যা, অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের সাথে ২ ভাবে মেইল ও কমেন্ট এর মাধ্যমে । কমেন্ট এর মাধ্যমে হেল্প চাইলে নিচে কমেন্ট করুন। মেইল এর মাধ্যমে যোগাযোগ করতে চাইলে আমাদের কনটাক আস পেজ যোগাযোগ করতে পারেন ।
আজ যাচ্ছি আগামী কোন লিখাতে আপনাদের সামনে হাজির হব নতুন কোন এসইও ও সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কোন নতুন কোন পার্ট নিয়ে । আল্লাহ হাফেজ ।
- এসইও (SEO) কি ওয়েব থ্রি (Web 3.0) যুগে থাকবে? নাকি হারিয়ে যাবে? - May 15, 2022
- ব্ল্যাক ফ্রাইডে ছাড় ২০২১ (মার্কেটার এবং ব্লগারদের জন্যে যত টুলস) - November 24, 2021
- গুগল স্প্যাম আপডেট – নভেম্বর ২০২১ টা কি এবং কি কি স্প্যাম উপেক্ষা করতে হবে? - November 6, 2021