নিস সাইট করার পর্যাপ্ত বাজেট নাই, কি করবো?

অনলাইনে কিছু ইনকাম করতে হলে ইনভেস্টমেন্ট লাগে। সেই ইনভেস্টমেন্ট নিয়েই অনেকের সমস্যা।

এটা খুবই স্বাভাবিক। সবার কাছে সবসময় ইনভেস্ট করার মত টাকা থাকে না।

কিন্তু কিছুই না করে হতাশ হয়ে বসে থাকলে তো আপনারই লস। অনলাইনে সফল হতে হলে আপনাকে হয়ত টাকা অথবা আপনার সময় এবং দক্ষতা ইনভেস্ট করতেই হবে। এছাড়া আর কোন বিকল্প নেই।

এখন যেসব কাজে টাকা লাগে; সেগুলো তো যেকোন ভাবে করতেই হবে। টাকা ম্যানেজ করতে না পারলে নিজে নিজে করতে হবে।

ধরুন কন্টেন্ট লিখতে পারেন না আপনি। আবার রাইটারের পিছনে ইনভেস্ট করার মতো টাকাও আপনার হাতে নেই এই মুহূর্তে। তখন নিজেই রাইটার হয়ে যেতে হবে। হয়ত ভালো লিখতে পারবেন না। কিন্তু শুরু করতে হবে। নিজেকে ভালো রাইটার বানানোর জন্যে যা যা করা দরকার সবই করতে হবে। এছাড়া আর কোন বিকল্প আছে বলে আমার জানা নেই।

ধরুন, লিঙ্ক বিল্ডিং পারেন না আপনি। আবার এসইও এক্সপার্টদের পিছনে টাকা ইনভেস্টও করতে পারছেন না আপনি। তখন আপনার নিজেকেই এসইও এর সব কাজ করতে হবে। শিখে ফেলতে হবে সব কিছু।

এগুলা করতে করতে হয়ত আপনার অনেক সময় লাগবে। প্রচুর টাইম কিল হবে। কিন্তু একদম বসে থাকার চেয়ে নিজে নিজেই ট্রাই করা ভালো না?

আপনি যদি হাল ছেড়ে দেয়ার পাত্র না হন; তবে অবশ্যই আপনার ইনভেস্টমেন্টের টাকা জোগাড় করার সর্বোচ্চ চেষ্টা করবেন।

আপনি যেহেতু NShamimPRO মেম্বার এবং সব ভিডিও দেখতে পাচ্ছেন, সুতরাং আজকের দিনে এসইও ইন্ডাস্ট্রিতে যেকোন জায়গায় কাজ করে কিছু টাকা উপার্জনের রাস্তা তৈরি করে ফেলতে পারেন। আপনি কি একবারও সেই চেষ্টা করেছেন?

আমার ফ্রি এবং ব্যাকডেটেড ভিডিওগুলো দেখে অনেকেই মারকেটপ্লেসে ভালো কাজ করছে। আর আপনি সব গুছানো, আপডেটেড ভিডিও পাচ্ছেন; তাও চেষ্টা করছেন না কিছু বাড়তি টাকা জমানোর, যেটা আপনার নিস সাইটে পরে ইনভেস্ট করতে পারেন। আপনি কি একবারও চেষ্টা করেছেন?

আপনি কিওয়ার্ড রিসার্চ নিয়ে সার্ভিস দিতে পারেন, লিঙ্ক বিল্ডিং নিয়ে সার্ভিস দিতে পারেন, এসইও অডিট সার্ভিস দিতে পারেন, ট্যাকনিক্যাল এসইও ফিক্সেশন এর সার্ভিস দিতে পারেন। আপনি নিজেকে প্রশ্ন করুন এই দক্ষতাগুলো যে আপনার আছে সেটা কখনো সেল করার চেষ্টা করেছেন কি?

আপনি ফাইভারে গিগ বানাতে পারেন, ফ্রিল্যান্সারে বিড করতে পারেন, আপওয়ার্কে প্রোফাইল না খুলতে পারলে গুরু ডট কম আছে, পিপিএইচ আছে। নিজের পোর্টফলিও বানাইয়ে সেটা বাংলাদেশের অথবা বাইরের কোম্পানি অথবা মারকেটারদের পাঠাতে পারেন। ফেসবুকে “SEO Expert Needed” লিখে সার্চ দিলে প্রচুর স্ট্যাটাস পাবেন যারা এক্সপার্ট খুজতেসে।

আমি আমাদের ক্লাইয়েন্ট এসইও ভিডিওটাতে অনেক মেথড দেখিয়েছি। চেষ্টা থাকলে কোথাও না কোথাও কাজ জোগাড় হয়ে যেত কিন্তু এতোদিনে। আপনি বুকে হাত দিয়ে বলেন তো, পর্যাপ্ত চেষ্টা করেছেন কি না?

এসইও স্কিলটা অনেক ভার্সেটাইল একটা স্কিল। ঠিকঠাকমতো এই স্কিলটা আয়ত্ত করতে পারলে কোন না কোনভাবে কাজ জোগাড় হয়ে যায়।

আপনার প্রথমেই অ্যামাজন অথবা অ্যাডসেন্স সাইট বানানোর দরকার নাই তো। হাতে ইনভেস্ট করার মতো টাকা থাকলে ভিন্ন ব্যপার। কিন্তু আপনার হাতে ইনভেস্টমেন্ট নাই, এবং সামনে আগাতে পারছেন না বলে মন খারাপ করে বসে আছেন।

ক্যান ভাই?

আমাদের ইউটিউবের ফ্রি ভিডিওগুলো দেখেছেন? NShamimPRO এর সব ভিডিও কি দেখা শেষ আপনার? কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে লোকাল এসইও, ট্যাকনিক্যাল এসইও, সাইট সেটআপ, লিঙ্ক বিল্ডিং সব শেখা শেষ? যদি না হয়, তাহলে আগে স্কিল ডেভেলপমেন্টে জোড় দিন।

অ্যামাজন নিস সাইট অথবা অন্য কোন সাইট বানানোর দিন শেষ হয়ে যায় নাই।

আগে শিখুন। যেগুলো শিখবেন সেগুলার উপর ভিত্তি করে কিছু সার্ভিস সেল করার চেষ্টা করুন। এবং সেই উপার্জনটা সেভ করে রাখুন ভবিষ্যৎ ইনভেস্টমেন্টের জন্যে।

বিশ্বাস করুন, আপনি ভালো কাজ জানলে কাজের অভাব নেই। একটু চেষ্টা করেই দেখুন না।

হতাশ হয়ে বসে না থেকে এসইও দিয়ে টাকা উপার্জনের যতো পথ আছে সব পথে হাঁটতে শুরু করুন। সময়টাকে কাজে লাগান।

মনে রাখবেন, হতাশ হয়ে কাজ টাজ ছেড়ে দিয়ে, মন খারাপ করে বসে থাকা খুব সহজ। এই সহজ কাজটা যেকেউ করতে পারে। দয়া করে নিজেকে এই “যে কেউ” এর মধ্যে ফেলে দিবেন না।

ভালো কিছু পাওয়ার জন্যে দরকার একটা বাড়তি পরিশ্রম, একটু বাড়তি চেষ্টা।

আশা করি সবাই এই বাড়তি চেষ্টাটুকু করবেন।

সবার জন্যে অনেক শুভকামনা রইলো।

নাসির উদ্দিন শামীম
আপনার ইমেইলে বাংলায় ইন্টারনেট মার্কেটিং এবং এসইও রিলেটেড লেটেস্ট খবর ও আপডেট পেতে চান? সাবস্ক্রাইব করে রাখুন।

1 thought on “নিস সাইট করার পর্যাপ্ত বাজেট নাই, কি করবো?”

  1. নাসির উদ্দিন শামীম
    ভাল লিখেছেন ভাইয়া, বসে না থেকে চেষ্টা করা উচিৎ, আর এত টাকা টাকা না করে নিজের স্কিল এর উপর জোর দেয়া উচিৎ, তাহলে টাকা এভাবেই আসবে।
    ধন্যবাদ

    Reply

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap