ইন্টারনাল লিঙ্ক নিয়ে আমাদের NShamimPRO এর Md Rabius Sani এর করা কিছু প্রশ্ন এবং আমার দেয়া উত্তরগুলো এখানে দিয়ে দিলাম। আশা করি আপনাদেরও কাজে লাগবে।
ইন্টার্নাল লিঙ্ক নিয়ে যেন প্রশ্ন থেকেই যায় তাই একদম ক্লিয়ার হওয়ার জন্য পোষ্ট টি করা। আশা করি ইনশাআল্লাহ আজকের পর থেকে কনফিউশন থাকবে না।প্রশ্ন-১ঃ আমার কম্পিটিটির দেখলাম তার পোষ্ট এর আর্টিক্যাল থেকে হোম পেইজকে লিংক দিচ্ছে, এখন আমার আর্টিক্যাল থেকে হোম পেইজ কে লিংক দেওয়া টা আপনার কেমন মনে হয়? আপনি রিকমেন্ড করলে আমিও দিবো। এমনিতে সাধারন কন্টেন্ট থেকে হোম পেইজ কে লিংক দেয়া কেমন?
ডায়াগ্রাম শেয়ার করেছি একটা , এইটা MOZ.COM থেকে নেয়া, সেখানে আমি একটু কাস্টমাইজ করেছি।

প্রশ্ন-২ঃ ডায়াগ্রাম অনুযায়ী হোম পেইজ থেকে পিলার আর্টিক্যাল কে লিংক দিবো নাকি , পিলার আর্টিক্যাল থেকে হোম পেইজকে দিবো? আর এক্সচেইঞ্জ করলে সমস্যা আছে কি না।
প্রশ্ন-৩ঃ আমি যেইভাবে চিহ্নিত করেছি ঠিক আছে কি না? যে একদম নিচের টা ইনফু, এরপর ইন্ডিভিজুয়াল মানি আর্টিক্যাল, এরপর পিলার আর্টিক্যাল, এরপর হোম পেইজ।
প্রশ্ন-৪ঃ এখন যদি আমি একটা ইনফু থেকে ইন্ডিভিজুয়াল আর্টিক্যাল কে লিংক দিলাম, আবার এখানে যদি এক্সচেইঞ্জ হয় তাহলে কি সিলো সিস্টেম ঠিক থাকবে? একইভাবে ইন্ডিভিজুয়াল আর পিলার এর ব্যাপারেও একই প্রশ্ন।
প্রশ্ন-৫ঃ ইনফু গুলো কি এই সিস্টেমেই রাখবো নাকি সিলো সিস্টেম থেকে ইনফু বের করে দিবো?
আর যদি আমি সিলো ডায়াগ্রাম টা ফলো করতে চাই তাহলে কি আমার কন্টেন্ট স্ট্রাকচার টা এমন করা উচিৎ, যে একটা পিলার আর্টিক্যাল এর জন্য যদি ৫ টা ইন্ডিভিজুয়াল কন্টেন্ট নেই তবে ৫ টার জন্য ২ টা করে ইনফু অর্থাৎ ১০ টা ইনফু।
প্রশ্ন-৬ঃ সিলো সেস্টেমে সাইট সাজালে হোম পেইজে কি শুধু পিলার কন্টেন্ট রাখবো নাকি অন্যসব ইন্ডিভিজুয়াল রাখলেও সমস্যা নাই?
প্রশ্ন-৭ঃ এই সিস্টেম টা আপনি রিকমেন্ড করেন কি না? আমার আর্টিক্যাল গুলো এখন যেই আর্টিক্যাল থেকে নেচার্যালি যেভাবে লিংক দেওয়া যায় সেভাবেই করা। আপনি রিকমেন্ড করলে আবার সাজাবো এই সিস্টেমে।
আমার উত্তরসমূহ!
১। দরকার নাই। গুগল হোমপেজকে র্যাঙ্ক করে না। বরং ইন্দিভিডুয়াল পেজকে র্যাঙ্ক করে। সুতরাং একান্ত প্রয়োজন না পরলে হোমকে লিঙ্ক দেয়ার দরকার নাই।
২। হোম থেকে পিলার কন্টেন্টে লিঙ্ক দিবেন।
৩। না ঠিক নেই। আপনি ইনফো কন্টেন্ট থেকে ইন্দিভিডুয়াল এবং পিলার কন্টেন্ট পেজে লিঙ্ক দিবেন। পিলার থেকে ইনফো এবং ইন্দিভিডুয়াল পেজে যতো কম লিঙ্ক দেয়া যায় তত বেটার। কারণ পিলার বা রাউন্ড আপ পোস্টকে র্যাঙ্ক করাতে চাই আমরা সবসময়, সিঙ্গেল বা ইনফো কন্টেন্ট জাস্ট সাপোর্টিভ কন্টেন্ট হিসেবে রাখবেন, তবে সেল আসলে অথবা র্যাঙ্ক করলে তো সোনায় সোহাগা। 🙂
৪। সাইলো আসলে ক্যাটাগরি অথবা কন্টেন্ট রিলিভেন্সি অনুযায়ী কাজ করে। এটা ইনফো বা পিলার বা সিঙ্গেল রিভিউ পেজ এর উপর ডিপেন্ড করে না। যদি আপনার ইনফো এবং পিলার কন্টেন্ট রিলিভেন্ট হয় এবং একই ক্যাটাগরি অথবা টপিকের উপর হয়; তাহলে সাইলো ভাঙবে না। সাইলো তখনি ভাঙবে যখন আপনি ক্যাটাগরি অথবা টপিক অথবা রিলিভেন্সী ট্যাগ এর বাইরে গিয়ে এক পোস্ট থেকে আরেক পোস্টে লিঙ্ক দেন।
৫। হা অবশ্যই করা যায়। ইভেন, আমরা আমাদের লাইভ প্রজেক্টের লেটেস্ট ভিডিওতে দেখিয়েছি কিভাবে পিলার কন্টেন্টের জন্যে সাইলো করার স্বার্থে কিভাবে ইনফো কন্টেন্ট আইডিয়া খুঁজে বের করেছি। আপনার স্টাকচার ঠিক আছে।
৬। ভাই, এইখানে হোমপেজকে সাইটের প্যারেন্ট পেজ দেখানো হয়েছে (আপনার ইমেজে)। আপনার প্যারেন্ট পেজ হোমপেজ নাও হতে পারে। আপনার সাইটে যদি ৫০টি রাউন্ডআপ বা পিলার কন্টেন্ট থাকে; তাহলে আপনার ঐ ৫০টি পেজই একটা একটা করে প্যারেন্ট পেজ যেটা আপনার ইমেজ অনুযায়ী হোমপেজ। সুতরাং, এখন চিন্তা করেন আপনার সাইলোটা কিভাবে সাজাবেন। হোমপেজে আপনি সব ধরনের লিঙ্কই রাখতে পারবেন। সমস্যা নাই।
৭। গ্রাফটা আরেক্টু ঠিকঠাক করতে হবে। যেটা আমি ৩ নম্বর স্টেপে বলেছি।
- ব্লগিং এবং এফিলিয়েট মার্কেটিং এর জন্যে কাজের ১০টি টুলস - November 16, 2023
- এসইও (SEO) কি ওয়েব থ্রি (Web 3.0) যুগে থাকবে? নাকি হারিয়ে যাবে? - May 15, 2022
- ব্ল্যাক ফ্রাইডে ছাড় ২০২১ (মার্কেটার এবং ব্লগারদের জন্যে যত টুলস) - November 24, 2021